ETV Bharat / bharat

Uddhav tests Covid Positive : মহা-সঙ্কটের মাঝেই করোনা আক্রান্ত উদ্ধব ঠাকরে - উদ্ধব ঠাকরে

করোনার কোপে পড়লেন শিবসেনা সুপ্রিমো (Uddhav tests Covid Positive) । সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে ।

Uddhav Thackeray
Uddhav Thackeray
author img

By

Published : Jun 22, 2022, 2:01 PM IST

Updated : Jun 22, 2022, 2:08 PM IST

মুম্বই, 22 জুন : মহারাষ্ট্রের জোট সরকারের পতনের সমূহ সম্ভাবনা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । মহা বিকাশ আঘাড়ি সরকারের ভবিষ্যৎ কী হতে চলেছে ? তা এই বৈঠকের পর স্পষ্ট হতে পারে ৷ তারমধ্যেই করোনার কোপে পড়লেন শিবসেনা সুপ্রিমো । সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্ধব।

করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারী (Uddhav Thackeray tests Covid Positive) । দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন : বিদ্রোহ কি সফল হবে ? ম্যাজিক ফিগার পার করতে পারবেন শিন্ডে ?

মঙ্গলবারই কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে ৷ বুধবার সেখান থেকে গুয়াহাটি গিয়েছেন মহারাষ্ট্রের 'বিক্ষুব্ধ' নেতা (Eknath Shinde denies to quit Shiv Sena) । তাঁর সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা উত্তরোত্তর বেড়েছে, একইসঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণও । সবমিলিয়ে গদি ক্রমশ আলগা হচ্ছে মহা বিকাশ আঘাড়ির ৷ ফলে এদিন তড়িঘড়ি মিটিং ডেকেছেন শিবসেনা প্রধান ।

মুম্বই, 22 জুন : মহারাষ্ট্রের জোট সরকারের পতনের সমূহ সম্ভাবনা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । মহা বিকাশ আঘাড়ি সরকারের ভবিষ্যৎ কী হতে চলেছে ? তা এই বৈঠকের পর স্পষ্ট হতে পারে ৷ তারমধ্যেই করোনার কোপে পড়লেন শিবসেনা সুপ্রিমো । সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্ধব।

করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারী (Uddhav Thackeray tests Covid Positive) । দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন : বিদ্রোহ কি সফল হবে ? ম্যাজিক ফিগার পার করতে পারবেন শিন্ডে ?

মঙ্গলবারই কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে ৷ বুধবার সেখান থেকে গুয়াহাটি গিয়েছেন মহারাষ্ট্রের 'বিক্ষুব্ধ' নেতা (Eknath Shinde denies to quit Shiv Sena) । তাঁর সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা উত্তরোত্তর বেড়েছে, একইসঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণও । সবমিলিয়ে গদি ক্রমশ আলগা হচ্ছে মহা বিকাশ আঘাড়ির ৷ ফলে এদিন তড়িঘড়ি মিটিং ডেকেছেন শিবসেনা প্রধান ।

Last Updated : Jun 22, 2022, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.