মুম্বই, 8 জুলাই: মহারাষ্ট্রে সরকার গঠন হয়ে গেলেও রাজনৈতিক অস্থিরতা এখনও অব্যাহত (Uddhav moves to SC)৷ একনাথ শিন্ডেকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর জন্য সে রাজ্যের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Maharashtra governor) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray moves to Supreme Court)৷
টিম ঠাকরের নেতা সুভাষ দেশাই মহারাষ্ট্রের বিধানসভায় সোমবারের আস্থা ভোটের প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ জানিয়েছেন ৷ তাঁর দাবি, শিবসেনার বিদ্রোহী 16 বিধায়কের বিরুদ্ধে যেখানে ডিসকোয়ালিফিকেশনের প্রক্রিয়া চলছে, সেখানে তাঁদের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত হয়নি ৷ সুপ্রিম কোর্ট সম্ভবত সোমবার এই মামলার শুনানি করতে পারে ৷
মহারাষ্ট্রে দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা পেরিয়ে গত 30 জুন নতুন সরকার গঠিত হয় ৷ চূড়ান্ত নাটকীয় পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে (Eknath Shinde)৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস ৷
আরও পড়ুন: কাটল মহা-সংকট ! মুখ্যমন্ত্রীর পদে শপথ শিন্ডের, ডেপুটি ফড়ণবীস
এর 4 দিন পর আস্থা ভোটেও জয়লাভ করেন মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ 164টি ভোট পড়ে তাঁর পক্ষে ৷ আস্থা ভোটে (Maharashtra Floor Test) হেরে পতন হয় মহা বিকাশ আঘাড়ির জোট সরকারের ৷ 288 সদস্যের বিধানসভায় ম্যাজিক ফিগার 144কে সহজেই ছাপিয়ে গিয়ে 164টি ভোট পড়ে শিন্ডে শিবিরের পক্ষে ৷ মাত্র 99 জন বিধায়ক তাঁদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ৷ শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করে বেশ কয়েকদিনের টানাপোড়েনের পর বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা থেকে বহিষ্কৃত একনাথ ৷