ETV Bharat / bharat

Uddhav Message to Rebels : বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে, অভিযোগ উদ্ধবের

শুক্রবার মহারাষ্ট্রে শিবসেনার জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackaray)৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

Uddhav Thackeray Challenges Eknath Shinde and Rebel MLAs on Maharashtra Political Crisis
Uddhav Message to Rebels : বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে, অভিযোগ উদ্ধবের
author img

By

Published : Jun 24, 2022, 8:34 PM IST

মুম্বই, 24 জুন : বিদ্রোহীরা শিবসেনা (Shiv Sena) ভেঙে দিতে চাইছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackaray) ৷ তবে কোনওভাবেই তিনি লড়াইয়ের ময়দান ছাড়বেন না বলে জানিয়েও দিয়েছেন তিনি ৷

এদিন মহারাষ্ট্রে শিবসেনার জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন উদ্ধব ঠাকরে ৷ সেই বৈঠকেই তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে সরকারি বাংলো বর্ষা থেকে তিনি যে চলে এসেছেন, তাও উল্লেখ করেছেন ৷

উদ্ধব এদিন বলেন, ‘‘আমি আগেই বলেছি যে আমার ক্ষমতার কোনও মোহ নেই ৷ যাঁরা বলতেন যে তাঁরা শিবসেনা ছাড়ার বদলে মরতেও রাজি, তাঁরা এখন পালিয়ে গিয়েছেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি সপ্তাহের শুরু থেকে মহারাষ্ট্রে এই রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) শুরু হয়েছে ৷ উদ্ধব সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছে শাসক দলের বিধায়কদের একাংশ ৷ সময়ের সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ অনেক চেষ্টা করেও সংকট সামাল দিতে পারেনি শিবসেনা ৷

এই পরিস্থিতিতে গুয়াহাটির একটি হোটেলে ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা ৷ সঙ্গে কিছু নির্দল বিধায়কও রয়েছেন ৷ এদিন ওই ভার্চুয়াল বৈঠক থেকে ওই বিদ্রোহীদের উদ্দেশ্যে উদ্ধব বলেছেন, ‘‘বিদ্রোহীরা দলকে ভাঙতে চাইছেন ৷ আমি তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি ৷ আমি বর্ষা বাংলো ছেড়ে এসেছি ৷ কিন্তু লড়াই ছাড়ব না ৷’’

পাশাপাশি তিনি তোপ দেগেছেন একনাথ শিন্ডের বিরুদ্ধে ৷ একনাথের জন্য সবকিছু করেও তার প্রতিদানে শুধু অভিযোগ পাচ্ছেন ৷ তিনি পালটা চ্য়ালেঞ্জ ছুঁড়েছেন শিন্ডের বিরুদ্ধে ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘তাঁদের সাহস থাকলে বালাসাহেব ও শিবসেনার নাম ব্যবহার না করে আন্দোলন করুন ৷’’

এখন দেখার এত কিছুর পরও তিনি সরকার টিকিয়ে রাখতে পারেন কি না !

আরও পড়ুন : Maha Political Crisis : বিজেপি নেতার মন্তব্যের পালটা শিবসেনা সাংসদের, মারাঠি অহমিকার লড়াই মহারাষ্ট্রের রাজনীতিতে !

মুম্বই, 24 জুন : বিদ্রোহীরা শিবসেনা (Shiv Sena) ভেঙে দিতে চাইছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackaray) ৷ তবে কোনওভাবেই তিনি লড়াইয়ের ময়দান ছাড়বেন না বলে জানিয়েও দিয়েছেন তিনি ৷

এদিন মহারাষ্ট্রে শিবসেনার জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন উদ্ধব ঠাকরে ৷ সেই বৈঠকেই তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে সরকারি বাংলো বর্ষা থেকে তিনি যে চলে এসেছেন, তাও উল্লেখ করেছেন ৷

উদ্ধব এদিন বলেন, ‘‘আমি আগেই বলেছি যে আমার ক্ষমতার কোনও মোহ নেই ৷ যাঁরা বলতেন যে তাঁরা শিবসেনা ছাড়ার বদলে মরতেও রাজি, তাঁরা এখন পালিয়ে গিয়েছেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি সপ্তাহের শুরু থেকে মহারাষ্ট্রে এই রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) শুরু হয়েছে ৷ উদ্ধব সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছে শাসক দলের বিধায়কদের একাংশ ৷ সময়ের সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ অনেক চেষ্টা করেও সংকট সামাল দিতে পারেনি শিবসেনা ৷

এই পরিস্থিতিতে গুয়াহাটির একটি হোটেলে ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা ৷ সঙ্গে কিছু নির্দল বিধায়কও রয়েছেন ৷ এদিন ওই ভার্চুয়াল বৈঠক থেকে ওই বিদ্রোহীদের উদ্দেশ্যে উদ্ধব বলেছেন, ‘‘বিদ্রোহীরা দলকে ভাঙতে চাইছেন ৷ আমি তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি ৷ আমি বর্ষা বাংলো ছেড়ে এসেছি ৷ কিন্তু লড়াই ছাড়ব না ৷’’

পাশাপাশি তিনি তোপ দেগেছেন একনাথ শিন্ডের বিরুদ্ধে ৷ একনাথের জন্য সবকিছু করেও তার প্রতিদানে শুধু অভিযোগ পাচ্ছেন ৷ তিনি পালটা চ্য়ালেঞ্জ ছুঁড়েছেন শিন্ডের বিরুদ্ধে ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘তাঁদের সাহস থাকলে বালাসাহেব ও শিবসেনার নাম ব্যবহার না করে আন্দোলন করুন ৷’’

এখন দেখার এত কিছুর পরও তিনি সরকার টিকিয়ে রাখতে পারেন কি না !

আরও পড়ুন : Maha Political Crisis : বিজেপি নেতার মন্তব্যের পালটা শিবসেনা সাংসদের, মারাঠি অহমিকার লড়াই মহারাষ্ট্রের রাজনীতিতে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.