গুনা (মধ্যপ্রদেশ), 24 ডিসেম্বর: হারিয়ে গিয়েছেন গ্রামের বাসিন্দারা ! হ্যাঁ, ভারতে থেকেও একটি প্রযুক্তিগত ত্রুটির জন্য নিজেদের পরিচয় নিয়ে লড়ছেন মধ্যপ্রদেশের উদয়পুরা গ্রামের বসবাসকারী মানুষেরা ৷ পুনর্বিন্যাসের পর গ্রামটি একটি পঞ্চায়েতের সঙ্গে জুড়েছে ৷ এদিকে মানচিত্রে এর সঠিক দিকনির্দেশ করা নেই ৷
উদয়পুরা গ্রামটি (Udaipura village) আগে তোরাই গ্রাম পঞ্চায়েতের অংশ ছিল ৷ পরে মধুসূদনগড় পৌরনিগম গঠিত হলে তোরাই গ্রাম পঞ্চায়েতটি (Torai Gram Panchayat) এই নিগমের আওতায় আসে ৷ কিন্তু উদয়পুরা গ্রাম নিখোঁজ অর্থাৎ এই গ্রামটিকে পৌরনিগমের সঙ্গে যুক্ত করা হয়নি ৷ প্রায় একবছর আগের ঘটনা ৷ কিন্তু এখনও এই ত্রুটি সংশোধন করা হয়নি ৷ গ্রামবাসীরা তাঁদের ভারতীয় নাগরিকত্বের পরিচয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷
এর ফলে গ্রামবাসীরা না তো কোনও সরকারি সুবিধে পাচ্ছেন, আর না তো এখানে সরকারি কাজকর্ম হচ্ছে ৷ গ্রামে কোনও উন্নয়ন নেই ৷ গ্রামের শিশুরা স্কুলে ভরতি হতে পারছে না ৷
আরও পড়ুন: একবিংশ শতকেও ভারতের এই গ্রাম রয়েছে বৈদিক যুগে
গ্রামবাসীরা জানালেন, আট মাস আগে একটি নোটিস জারি করা হয় ৷ তাতে এই গ্রামের নাম অন্য একটি পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু লাল ফিতের গেড়োয় আটকে রয়েছে পৌরনিগমের অন্তর্ভুক্ত হয়নি গ্রাম ৷ স্থানীয় পুরুষোত্তম বলেন, "গ্রামের মানুষদের কথা কেউ শোনেন না ৷ আমরা অসহায় হয়ে পড়েছি ৷"
আরেক গ্রামবাসী সৌদান গুরজার বলেন, "সরকারি কাগজে আমাদের গ্রামের কোনও অস্তিত্ব নেই ৷ সরকারি প্রকল্পের কোনও সুবিধে আমরা পাই না ৷" গ্রামে নিযুক্ত এক শিক্ষকের কথায়, "শিশুরা স্কুলে ভরতি হতে পারছে না ৷ কারণ, তাদের কোনও পরিচয়পত্র নেই ৷ এর জন্য পড়ুয়াদের জন্য কোনও সরকারি সুবিধেও তারা পাচ্ছে না ৷"