ETV Bharat / bharat

Drug Smuggling: 50 কোটির মাদক-সহ গ্রেফতার জিম্বাবোয়ের 2 নাগরিক - ডিআরআই

মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে মাদক পাচারের (Drug Smuggling) অভিযোগে গ্রেফতার জিম্বাবোয়ের দুই নাগরিক (Two Zimbabweans were Arrested) ৷ তাঁদের কাছে থেকে উদ্ধার হয় 50 কোটি টাকার হেরোইন ৷

Two Zimbabweans were Arrested in Chhatrapati Shivaji Maharaj International Airport for Drug Smuggling
Drug Smuggling: 50 কোটির মাদক-সহ গ্রেফতার জিম্বাবোয়ের 2 নাগরিক
author img

By

Published : Nov 27, 2022, 8:28 PM IST

মুম্বই, 27 নভেম্বর: মাদক পাচারের (Drug Smuggling) অভিযোগে দুই বিদেশিকে গ্রেফতার করা হল ৷ ধৃত দু'জন জিম্বাবোয়ের নাগরিক (Two Zimbabweans were Arrested) বলে জানা গিয়েছে ৷ মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে তাঁদের পাকড়াও করা হয় ৷ ওই দুই বিদেশির কাছ থেকে 7 কেজি 900 গ্রাম হেরোইন (Heroin) উদ্ধার করেছে 'ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স' (Directorate of Revenue Intelligence) বা ডিআরআই (DRI) ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারদর অন্তত 50 কোটি টাকা ! রবিবার ডিআরআইয়ের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷

ডিআরআই সূত্রে দাবি করা হয়েছে, তাদের কাছে মাদকপাচারের আগাম খবর ছিল ৷ সেই খবরের উপর ভিত্তি করেই দুষ্কৃতীদের জন্য ফাঁদ পাতা হয় ৷ গত শুক্রবার মুম্বই বিমানবন্দরে বিশেষ নজর রাখেন ডিআরআইয়ের আঞ্চলিক কার্যালয়ের আধিকারিকরা ৷ তাঁরাই সন্দেহভাজন এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ ওই দুই যাত্রী আদ্দিস আবাবা থেকে ভারতে এসেছিলেন ৷

আরও পড়ুন: কলকাতায় 30 কোটির মাদক উদ্ধার, মিলল ঝাড়খণ্ড যোগ

ওই দু'জনের সঙ্গে যে লটবহর ছিল, সেসবে তল্লাশি করেই প্যাকেটবন্দি হেরোইন উদ্ধার করা হয় ৷ এই প্রসঙ্গে ডিআরআইয়ের এক আধিকারিক বলেন, "অভিযুক্তদের ব্যাগে তল্লাশি করে সন্দেহজনক পাউডার পাওয়া যায় ৷ পরীক্ষা করে বোঝা যায়, ওই পাউডার আদতে হেরোয়িন ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 7 কেজি 900 গ্রাম ৷ আন্তর্জাতিক বাজারে যার দাম অন্তত 50 কোটি টাকা ৷"

এরপরই ওই দুই বিদেশিকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পরবর্তীতে বিশেষ আদালতে পেশ করা হয় তাঁদের ৷ আদালত দুই অভিযুক্তকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷ ডিআরআইয়ের অনুমান, এই ঘটনার পিছনে বড় কোনও আন্তর্জাতিক পাচারচক্র রয়েছে ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

মুম্বই, 27 নভেম্বর: মাদক পাচারের (Drug Smuggling) অভিযোগে দুই বিদেশিকে গ্রেফতার করা হল ৷ ধৃত দু'জন জিম্বাবোয়ের নাগরিক (Two Zimbabweans were Arrested) বলে জানা গিয়েছে ৷ মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে তাঁদের পাকড়াও করা হয় ৷ ওই দুই বিদেশির কাছ থেকে 7 কেজি 900 গ্রাম হেরোইন (Heroin) উদ্ধার করেছে 'ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স' (Directorate of Revenue Intelligence) বা ডিআরআই (DRI) ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারদর অন্তত 50 কোটি টাকা ! রবিবার ডিআরআইয়ের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷

ডিআরআই সূত্রে দাবি করা হয়েছে, তাদের কাছে মাদকপাচারের আগাম খবর ছিল ৷ সেই খবরের উপর ভিত্তি করেই দুষ্কৃতীদের জন্য ফাঁদ পাতা হয় ৷ গত শুক্রবার মুম্বই বিমানবন্দরে বিশেষ নজর রাখেন ডিআরআইয়ের আঞ্চলিক কার্যালয়ের আধিকারিকরা ৷ তাঁরাই সন্দেহভাজন এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ ওই দুই যাত্রী আদ্দিস আবাবা থেকে ভারতে এসেছিলেন ৷

আরও পড়ুন: কলকাতায় 30 কোটির মাদক উদ্ধার, মিলল ঝাড়খণ্ড যোগ

ওই দু'জনের সঙ্গে যে লটবহর ছিল, সেসবে তল্লাশি করেই প্যাকেটবন্দি হেরোইন উদ্ধার করা হয় ৷ এই প্রসঙ্গে ডিআরআইয়ের এক আধিকারিক বলেন, "অভিযুক্তদের ব্যাগে তল্লাশি করে সন্দেহজনক পাউডার পাওয়া যায় ৷ পরীক্ষা করে বোঝা যায়, ওই পাউডার আদতে হেরোয়িন ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 7 কেজি 900 গ্রাম ৷ আন্তর্জাতিক বাজারে যার দাম অন্তত 50 কোটি টাকা ৷"

এরপরই ওই দুই বিদেশিকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পরবর্তীতে বিশেষ আদালতে পেশ করা হয় তাঁদের ৷ আদালত দুই অভিযুক্তকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷ ডিআরআইয়ের অনুমান, এই ঘটনার পিছনে বড় কোনও আন্তর্জাতিক পাচারচক্র রয়েছে ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.