ETV Bharat / bharat

Train Accident in Kanpur: রেললাইনে বসে মোবাইলে ক্রিকেট ম্যাচ ! কানপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন 2 তরুণ

Two Youths Dead after Being Hit by Train in Kanpur: রেললাইনে বসে মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই তরুণের ৷ শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কানপুর ও ঝাঁসি স্টেশনের মাঝে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 6:36 PM IST

কানপুর (উত্তরপ্রদেশ), 12 নভেম্বর: রেললাইনে বসে মোবাইলে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখছিলেন দুই তরুণ ৷ তাও আবার হেডফোন দিয়ে ৷ সেটাই কাল হল ৷ দ্রুত গতিতে আসা ট্রেনে হর্ন শুনতে না পেয়ে, প্রাণ হারালেন তাঁরা ৷ শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর ও ঝাঁসি মাঝে রেললাইনে ৷ জানা গিয়েছে, মৃতদের নাম আশিস কুমার (18) এবং সুভাষ কুমার (20) ৷ জিআরপি দেহ দু’টি উদ্ধারের পর, পরিবারের সদস্যরা তাঁদের শনাক্ত করেছে ৷ উৎসবের আবহে শোকের ছায়া দুই পরিবারে ৷

কানপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় দুই বন্ধু দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন ৷ কিন্তু, হঠাৎই তাঁরা রেললাইনের মধ্যে বসে পড়েন খেলা দেখার জন্য ৷ এমনকি তাঁদের কানে হেডফোন লাগানোর ছিল ৷ কিছুক্ষণ পর ওই লাইন দিয়ে দ্রুত গতিতে একটি ট্রেন আসছিল ৷ দূর থেকেই তাঁদের দেখে ট্রেনের চালক হর্ন দিতে থাকেন ৷ কিন্তু, কান হেডফোন দিয়ে ম্যাচ দেখায় মগ্ন দুই তরুণের ট্রেনের হর্ন বা তার আলোর দিকে নজর যায়নি ৷ ফলে যা হওয়ার তাই হয় ৷ আশিস কুমার এবং সুভাষ কুমার নামে ওই দুই তরুণের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৷

জানা গিয়েছে, স্থানীয়দের নজরে যখন বিষয়টি আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ৷ কয়েকজন দূর থেকে দেখে, তাঁদের চিৎকার করে সতর্কও করেন ৷ কিন্তু, কানে হেডফোন থাকায়, তাঁদের চিৎকার কান পর্যন্ত পৌঁছায়নি দুই তরুণের ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কানপুর-ঝাঁসি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ স্থানীয়রা দু’জনকে শনাক্ত করেন ৷ এর পর পুলিশ দুই তরুণের পরিবারে খবর দেয় ৷ পরে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করলে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, আশিস কুমার এবং সুভাষ কুমার সেনায় ভরতি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ দীপাবলির দু’দিন আগে তাঁদের নিজেদের গাফিলতিতে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক
  2. জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ! পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত 6

কানপুর (উত্তরপ্রদেশ), 12 নভেম্বর: রেললাইনে বসে মোবাইলে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখছিলেন দুই তরুণ ৷ তাও আবার হেডফোন দিয়ে ৷ সেটাই কাল হল ৷ দ্রুত গতিতে আসা ট্রেনে হর্ন শুনতে না পেয়ে, প্রাণ হারালেন তাঁরা ৷ শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর ও ঝাঁসি মাঝে রেললাইনে ৷ জানা গিয়েছে, মৃতদের নাম আশিস কুমার (18) এবং সুভাষ কুমার (20) ৷ জিআরপি দেহ দু’টি উদ্ধারের পর, পরিবারের সদস্যরা তাঁদের শনাক্ত করেছে ৷ উৎসবের আবহে শোকের ছায়া দুই পরিবারে ৷

কানপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় দুই বন্ধু দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন ৷ কিন্তু, হঠাৎই তাঁরা রেললাইনের মধ্যে বসে পড়েন খেলা দেখার জন্য ৷ এমনকি তাঁদের কানে হেডফোন লাগানোর ছিল ৷ কিছুক্ষণ পর ওই লাইন দিয়ে দ্রুত গতিতে একটি ট্রেন আসছিল ৷ দূর থেকেই তাঁদের দেখে ট্রেনের চালক হর্ন দিতে থাকেন ৷ কিন্তু, কান হেডফোন দিয়ে ম্যাচ দেখায় মগ্ন দুই তরুণের ট্রেনের হর্ন বা তার আলোর দিকে নজর যায়নি ৷ ফলে যা হওয়ার তাই হয় ৷ আশিস কুমার এবং সুভাষ কুমার নামে ওই দুই তরুণের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৷

জানা গিয়েছে, স্থানীয়দের নজরে যখন বিষয়টি আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ৷ কয়েকজন দূর থেকে দেখে, তাঁদের চিৎকার করে সতর্কও করেন ৷ কিন্তু, কানে হেডফোন থাকায়, তাঁদের চিৎকার কান পর্যন্ত পৌঁছায়নি দুই তরুণের ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কানপুর-ঝাঁসি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ স্থানীয়রা দু’জনকে শনাক্ত করেন ৷ এর পর পুলিশ দুই তরুণের পরিবারে খবর দেয় ৷ পরে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করলে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, আশিস কুমার এবং সুভাষ কুমার সেনায় ভরতি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ দীপাবলির দু’দিন আগে তাঁদের নিজেদের গাফিলতিতে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক
  2. জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ! পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত 6
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.