ETV Bharat / bharat

Child Sexually Abused: অপহরণ করে যৌন নির্যাতন ! আশংকাজনক 2 বছরের শিশুকন্যা - বিহারে শিশুকে ধর্ষণ

বিহারের বাঁকায় 2 বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের (Two year old girl sexually abused) অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ আশংকাজনক অবস্থায় ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সেই শিশু (Child Sexually Abused)৷

Child Sexually Abused ETV Bharat
শিশুকে ধর্ষণ
author img

By

Published : Feb 27, 2023, 2:05 PM IST

বাঁকা (বিহার), 27 ফেব্রুয়ারি: 2 বছরের শিশুকন্যাকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শিশুটির (Child Sexually Abused) অবস্থা আশংকাজনক ৷ পরিবার তাকে ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তার চিকিৎসা চলছে । রবিবার রাতে বিহারের বাঁকায় ঘটেছে এই পৈশাচিক ঘটনা ৷ অভিযুক্তের নাম প্রদীপ যাদব ৷

গ্রামে বরযাত্রীদের দেখতে গিয়েছিল শিশুটি: জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতার বাবা জানান, তাঁদের গ্রামে একটি বিয়ে ছিল । রবিবার গভীর রাতে বরযাত্রীরা আসে এবং হৈ চৈ শুরু হয় । ব্যান্ড বাজানোর শব্দ শুনে তাঁর মেয়েও ঘর থেকে বেরিয়ে আসে । এরপর থেকে সে নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন । অভিযোগ, প্রায় আধাঘণ্টা পর গ্রামেরই প্রদীপ যাদব নামে এক ব্যক্তি শিশুটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যান ।

অভিযুক্ত প্রদীপ যাদব গাড়ির চালক: পরিবারের সদস্যরা যখন শিশুটিকে দেখতে পান তখন সে রক্তাক্ত অবস্থায় ছিল ৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে রাজউন থানায় নিয়ে যায় তার পরিবার ৷ সেখান থেকে পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । সেখানে তার চিকিৎসা চলছে । জানা গিয়েছে, যন্ত্রণায় খুব কাঁদছিল সেই শিশু, তার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গিয়েছে । শিশুটির বাবা দিনমজুরের কাজ করেন ৷ তিনি জানান, অভিযুক্ত প্রদীপ যাদবের বয়স 40 বছর এবং তিনি একজন গাড়িচালক ।

শিশুটির বাবা যা জানালেন: নির্যাতিতার বাবা জানিয়েছেন, "গ্রামেই বরযাত্রীরা এসেছিল ৷ তা দেখতে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়েছিল আমার মেয়ে । এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না ৷ আমরা অনেক খোঁজাখুঁজি করি ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ মেয়েটার কী অবস্থা করেছে দেখুন ৷ প্রদীপ গ্রামেরই গাড়িচালক । মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার চিকিৎসা চলছে ৷ তবে ডাক্তাররা বলেছেন, ওর অবস্থা আশংকাজনক ৷"

অভিযুক্ত আটক: এই ঘটনার পর গ্রামের মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয় । বাঁকার এসডিপিও বিপিন বিহারী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেছেন ৷ স্টেশন অফিসার মনোজ কুমার সিং জানান, উপরামা গ্রামের যুবক প্রদীপ ওরফে পারদা যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে । এই ঘটনার তদন্ত চলছে।

বাঁকায় এমন ঘটনা এই প্রথম নয় । এর আগেও গত বছর হোলির দিনে চন্দন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা সামনে এসেছিল । সেই ঘটনায় চার অপরাধী এক বছর ধরে সংশোধনাগারে রয়েছে ।

বাঁকা (বিহার), 27 ফেব্রুয়ারি: 2 বছরের শিশুকন্যাকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শিশুটির (Child Sexually Abused) অবস্থা আশংকাজনক ৷ পরিবার তাকে ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তার চিকিৎসা চলছে । রবিবার রাতে বিহারের বাঁকায় ঘটেছে এই পৈশাচিক ঘটনা ৷ অভিযুক্তের নাম প্রদীপ যাদব ৷

গ্রামে বরযাত্রীদের দেখতে গিয়েছিল শিশুটি: জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতার বাবা জানান, তাঁদের গ্রামে একটি বিয়ে ছিল । রবিবার গভীর রাতে বরযাত্রীরা আসে এবং হৈ চৈ শুরু হয় । ব্যান্ড বাজানোর শব্দ শুনে তাঁর মেয়েও ঘর থেকে বেরিয়ে আসে । এরপর থেকে সে নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন । অভিযোগ, প্রায় আধাঘণ্টা পর গ্রামেরই প্রদীপ যাদব নামে এক ব্যক্তি শিশুটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যান ।

অভিযুক্ত প্রদীপ যাদব গাড়ির চালক: পরিবারের সদস্যরা যখন শিশুটিকে দেখতে পান তখন সে রক্তাক্ত অবস্থায় ছিল ৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে রাজউন থানায় নিয়ে যায় তার পরিবার ৷ সেখান থেকে পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । সেখানে তার চিকিৎসা চলছে । জানা গিয়েছে, যন্ত্রণায় খুব কাঁদছিল সেই শিশু, তার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গিয়েছে । শিশুটির বাবা দিনমজুরের কাজ করেন ৷ তিনি জানান, অভিযুক্ত প্রদীপ যাদবের বয়স 40 বছর এবং তিনি একজন গাড়িচালক ।

শিশুটির বাবা যা জানালেন: নির্যাতিতার বাবা জানিয়েছেন, "গ্রামেই বরযাত্রীরা এসেছিল ৷ তা দেখতে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়েছিল আমার মেয়ে । এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না ৷ আমরা অনেক খোঁজাখুঁজি করি ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ মেয়েটার কী অবস্থা করেছে দেখুন ৷ প্রদীপ গ্রামেরই গাড়িচালক । মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার চিকিৎসা চলছে ৷ তবে ডাক্তাররা বলেছেন, ওর অবস্থা আশংকাজনক ৷"

অভিযুক্ত আটক: এই ঘটনার পর গ্রামের মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয় । বাঁকার এসডিপিও বিপিন বিহারী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেছেন ৷ স্টেশন অফিসার মনোজ কুমার সিং জানান, উপরামা গ্রামের যুবক প্রদীপ ওরফে পারদা যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে । এই ঘটনার তদন্ত চলছে।

বাঁকায় এমন ঘটনা এই প্রথম নয় । এর আগেও গত বছর হোলির দিনে চন্দন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা সামনে এসেছিল । সেই ঘটনায় চার অপরাধী এক বছর ধরে সংশোধনাগারে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.