ETV Bharat / bharat

Teenagers killed Six Years Girl: লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা দুই নাবালকের, বাধা পেয়ে খুন ছ'বছরের শিশুকে - acid poured on face

ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা বারো বছরের দুই নাবালকের ৷ বাচ্চাটি চিৎকার করায় গলা টিপে খুন ৷ পরিচিত লুকাতে মুখে ঢালা হল অ্যাসিড ৷ উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ এলাকার ঘটনা ৷ দুই অভিযুক্ত গ্রেফতার ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 22, 2023, 9:20 PM IST

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 22 জুন: ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ৷ বাধা পেয়ে গলা টিপে শ্বাসরুদ্ধ করে ওই শিশুকে খুন করল বারো বছরের দুই নাবালক ৷ তাতেও ক্ষান্ত হল না-হয়ে দেওয়ালে সজোরে ঠুকে দেওয়া হল মাথা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল ছয় বছরের শিশুর ৷ পরিচয় গোপন রাখতে পরবর্তীতে বাচ্চাটির মুখে ঢালা হল অ্যাসিডও ৷ এরপর রাতের অন্ধকারে তাকে ফেলে দেওয়া হল পাশের নির্জন গলিতে ৷ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ৷ বৃহস্পতিবার দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, সিন্দুরিয়া এলাকার বাসিন্দা অভিযুক্ত দুই নাবালক ৷ ছয় বছরের শিশুটিও সেই এলাকারই বাসিন্দা ৷ সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ ডক্টর কৌস্তভ জানিয়েছেন, সিন্দুরিয়া থানার অন্তর্গত একটি গ্রামে মঙ্গলবার সকাল থেকে এক ব্যক্তির ছয় বছরের মেয়ে নিখোঁজ ছিল ৷ পরিবারের লোকেরা খোঁজাখুজি করলেও কোনও লাভ হয়নি ৷ এরপরেই শিশুটির বাবা-মা থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন ৷ ঘটনা জানার পর তদন্তে নামে পুলিশ ৷ বুধবার সকাল 6টা নাগাদ দুই গ্রামবাসী একটি শিশুর মৃতদেহ দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ বাচ্চাটির বাবা-মা তাঁকে সনাক্ত করে ৷ এরপরেই পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে ৷

ঘটনায় পুলিশের তরফ থেকে তিনটি দল গঠন করা হয়েছিল ৷ কাজে লাগানো হয়েছিল ডগ স্কোয়াডকেও ৷ সেই সূত্র ধরে পুলিশ আগেই বুঝে গিয়েছিল ঘটনায় কালপ্রিট আশেপাশের এলাকারই কেউ ৷ এরপর আরও কড়া জিজ্ঞাসাবাদ করতে থাকে তদন্তকারী দল ৷ তদন্তে জানা যায়, শেষবার বাচ্চাটিতে দেখা গিয়েছিল এলাকারই দুই নাবালকের সঙ্গে ৷ এরপরেই দুই নাবালককে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রথমে মিথ্যা কথা বললেও শেষে ভেঙে পড়ে দু'জনেই ৷ স্বীকার করে নেয় খুন করার ঘটনা ৷

এরপরেই তারা জানায় হাড় হিম করা ঘটনার দিনের কথা ৷

স্বীকারোক্তি থেকে জানা গিয়েছে, 20 জুন বেলা 11টা নাগাদ প্রতিবেশীর ছ'বছরের মেয়ে বাইরে বসে ম্যাগি খাচ্ছিল ৷ দুই নাবালক সেখানেই দাঁড়িয়ে ছিল ৷ এরপর বাচ্চাটিকে লজেন্সের লোভ দেখিয়ে নাবালক দুটি তাদের বাড়িতে নিয়ে যায় ৷ সেই সময় ঘর ফাঁকাই ছিল ৷ এরপর তারা বাচ্চাটির সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করতে থাকে ৷ বাচ্চাটি প্রচণ্ড চিৎকার করতে থাকলে তারা ভয় পেয়ে যায় ৷ এরপরেই জোরে বাচ্চাটির গলা টিপে ধরে দেওয়ালে বার বার মাথা ঠুকে দিতে থাকে ৷ কিছুক্ষণ পরেই বাচ্চাটা মারা যায় ৷ বয়ানে দুই অভিযুক্ত নাবালক আরও জানায়, তারা বাচ্চাটার দেহ ঘরের মন্দিরে লুকিয়ে রাখে ৷ এরপর বাচ্চাটার পরিচয় লুকানোর জন্য মুখে ঢেলে দেয় অ্যাসিড ৷ বুধবার রাত একটা নাগাদ বাইরে বৃষ্টির সময় নির্জন গলিতে ফেলে দিয়ে আসে ৷

আরও পড়ুন: 3 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আত্মীয়

এসপি ডক্টর কৌস্তুভ বলেন, "24 ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ ঘটনাস্থল থেকে পুলিশ এক প্যাকেট ম্যাগি, এক বোতল তরল জাতীয় পদার্থ উদ্ধার করেছে। অভিযুক্ত দুই নাবালকের বিরুদ্ধে একাধিক ধারা এবং পকসো আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।"

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 22 জুন: ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ৷ বাধা পেয়ে গলা টিপে শ্বাসরুদ্ধ করে ওই শিশুকে খুন করল বারো বছরের দুই নাবালক ৷ তাতেও ক্ষান্ত হল না-হয়ে দেওয়ালে সজোরে ঠুকে দেওয়া হল মাথা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল ছয় বছরের শিশুর ৷ পরিচয় গোপন রাখতে পরবর্তীতে বাচ্চাটির মুখে ঢালা হল অ্যাসিডও ৷ এরপর রাতের অন্ধকারে তাকে ফেলে দেওয়া হল পাশের নির্জন গলিতে ৷ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ৷ বৃহস্পতিবার দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, সিন্দুরিয়া এলাকার বাসিন্দা অভিযুক্ত দুই নাবালক ৷ ছয় বছরের শিশুটিও সেই এলাকারই বাসিন্দা ৷ সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ ডক্টর কৌস্তভ জানিয়েছেন, সিন্দুরিয়া থানার অন্তর্গত একটি গ্রামে মঙ্গলবার সকাল থেকে এক ব্যক্তির ছয় বছরের মেয়ে নিখোঁজ ছিল ৷ পরিবারের লোকেরা খোঁজাখুজি করলেও কোনও লাভ হয়নি ৷ এরপরেই শিশুটির বাবা-মা থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন ৷ ঘটনা জানার পর তদন্তে নামে পুলিশ ৷ বুধবার সকাল 6টা নাগাদ দুই গ্রামবাসী একটি শিশুর মৃতদেহ দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ বাচ্চাটির বাবা-মা তাঁকে সনাক্ত করে ৷ এরপরেই পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে ৷

ঘটনায় পুলিশের তরফ থেকে তিনটি দল গঠন করা হয়েছিল ৷ কাজে লাগানো হয়েছিল ডগ স্কোয়াডকেও ৷ সেই সূত্র ধরে পুলিশ আগেই বুঝে গিয়েছিল ঘটনায় কালপ্রিট আশেপাশের এলাকারই কেউ ৷ এরপর আরও কড়া জিজ্ঞাসাবাদ করতে থাকে তদন্তকারী দল ৷ তদন্তে জানা যায়, শেষবার বাচ্চাটিতে দেখা গিয়েছিল এলাকারই দুই নাবালকের সঙ্গে ৷ এরপরেই দুই নাবালককে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রথমে মিথ্যা কথা বললেও শেষে ভেঙে পড়ে দু'জনেই ৷ স্বীকার করে নেয় খুন করার ঘটনা ৷

এরপরেই তারা জানায় হাড় হিম করা ঘটনার দিনের কথা ৷

স্বীকারোক্তি থেকে জানা গিয়েছে, 20 জুন বেলা 11টা নাগাদ প্রতিবেশীর ছ'বছরের মেয়ে বাইরে বসে ম্যাগি খাচ্ছিল ৷ দুই নাবালক সেখানেই দাঁড়িয়ে ছিল ৷ এরপর বাচ্চাটিকে লজেন্সের লোভ দেখিয়ে নাবালক দুটি তাদের বাড়িতে নিয়ে যায় ৷ সেই সময় ঘর ফাঁকাই ছিল ৷ এরপর তারা বাচ্চাটির সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করতে থাকে ৷ বাচ্চাটি প্রচণ্ড চিৎকার করতে থাকলে তারা ভয় পেয়ে যায় ৷ এরপরেই জোরে বাচ্চাটির গলা টিপে ধরে দেওয়ালে বার বার মাথা ঠুকে দিতে থাকে ৷ কিছুক্ষণ পরেই বাচ্চাটা মারা যায় ৷ বয়ানে দুই অভিযুক্ত নাবালক আরও জানায়, তারা বাচ্চাটার দেহ ঘরের মন্দিরে লুকিয়ে রাখে ৷ এরপর বাচ্চাটার পরিচয় লুকানোর জন্য মুখে ঢেলে দেয় অ্যাসিড ৷ বুধবার রাত একটা নাগাদ বাইরে বৃষ্টির সময় নির্জন গলিতে ফেলে দিয়ে আসে ৷

আরও পড়ুন: 3 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আত্মীয়

এসপি ডক্টর কৌস্তুভ বলেন, "24 ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ ঘটনাস্থল থেকে পুলিশ এক প্যাকেট ম্যাগি, এক বোতল তরল জাতীয় পদার্থ উদ্ধার করেছে। অভিযুক্ত দুই নাবালকের বিরুদ্ধে একাধিক ধারা এবং পকসো আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.