ETV Bharat / bharat

Two Sisters Gangraped: রাখি পরিয়ে ফেরার পথে গণধর্ষণের শিকার দুই বোন, গ্রেফতার 10 অভিযুক্ত

নাবালিকা বোনকে নিয়ে রাখি পরিয়ে বাড়ি ফিরছিলেন দিদি ৷ তখনই তাদের দুই বোনের পথ আটকে দাঁড়ায় 10 যুবক ৷ ফোন কেড়ে নিয়ে তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত 10 যুবক ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 11:03 PM IST

রায়পুর, 1 সেপ্টেম্বর: রাখি বন্ধনের দিন এক নাবালিকা-সহ দুই বোনকে গণধর্ষণ করল 10 জনের এক যুবকের দল ৷ গ্রেফতার মূল অভিযুক্ত ৷ বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে এমনই ঘটনা ঘটেছে ৷ এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রায়পুরের মন্দির হাসৌদ এলাকায় এই দুই বোন এলাকার পুরুষদের রাখি বেঁধে বাড়ি ফিরছিলেন ৷

এই দুই বোন রিমস কলেজের কাছে পৌঁছলে মোটর সাইকেলে চেপে 10 যুবক এসে তাদের পথ আটকে দাঁড়ায় ৷ তারপর তাদের মোবাইল ছিনিয়ে নেয় ৷ হামলাকারীরা দুই বোনকে ছুরি নিয়ে ভয় দেখিয়ে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে যায় ৷ সেখানেই দুই বোনকে 10 জন মিলে ধর্ষণ করে ৷

আরও পড়ুন : মেয়ের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান

এএসপি গ্রামীণ নীরজ চন্দ্রকর জানান, 31 অগস্ট রাত 1টার দিকে দুই নির্যাতিতা এক ছেলেকে নিয়ে মন্দির হাসৌদ থানায় একটি অভিযোগ দায়ের করে ৷ তারপরই পুলিশ অভিযুক্তদের খুঁজতে তদন্ত শুরু করে ৷ ডিএসপি ও টিআইয়ের একটি টিম গঠন করে 10 অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে ৷

চলতি বছরই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছিলেন, ধর্ষণ, শ্লীলতাহানি ও মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধের মামলায় অভিযুক্তদের রাজ্য সরকারি চাকরি থেকে নিষিদ্ধ করা হবে ৷ বিগত জুলাই মাসের শুরুতেই তাঁর ধর্ষণে অপরাধীদের পুলিশ ধরতে ব্যর্থ হওয়ার অভিযোগে কাওয়ার্ধা থানার সামনে এক নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করে ৷ আর বৃহস্পতিবার ফের এক নৃশংস গণধর্ষণের শিকার দুই বোন ৷ অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত কোন পথে এগোয় সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন : ধর্ষণের বিচার চাইতে গিয়ে কাউন্সিলরের অফিসে ফের গণধর্ষিতা তরুণী

রায়পুর, 1 সেপ্টেম্বর: রাখি বন্ধনের দিন এক নাবালিকা-সহ দুই বোনকে গণধর্ষণ করল 10 জনের এক যুবকের দল ৷ গ্রেফতার মূল অভিযুক্ত ৷ বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে এমনই ঘটনা ঘটেছে ৷ এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রায়পুরের মন্দির হাসৌদ এলাকায় এই দুই বোন এলাকার পুরুষদের রাখি বেঁধে বাড়ি ফিরছিলেন ৷

এই দুই বোন রিমস কলেজের কাছে পৌঁছলে মোটর সাইকেলে চেপে 10 যুবক এসে তাদের পথ আটকে দাঁড়ায় ৷ তারপর তাদের মোবাইল ছিনিয়ে নেয় ৷ হামলাকারীরা দুই বোনকে ছুরি নিয়ে ভয় দেখিয়ে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে যায় ৷ সেখানেই দুই বোনকে 10 জন মিলে ধর্ষণ করে ৷

আরও পড়ুন : মেয়ের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান

এএসপি গ্রামীণ নীরজ চন্দ্রকর জানান, 31 অগস্ট রাত 1টার দিকে দুই নির্যাতিতা এক ছেলেকে নিয়ে মন্দির হাসৌদ থানায় একটি অভিযোগ দায়ের করে ৷ তারপরই পুলিশ অভিযুক্তদের খুঁজতে তদন্ত শুরু করে ৷ ডিএসপি ও টিআইয়ের একটি টিম গঠন করে 10 অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে ৷

চলতি বছরই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছিলেন, ধর্ষণ, শ্লীলতাহানি ও মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধের মামলায় অভিযুক্তদের রাজ্য সরকারি চাকরি থেকে নিষিদ্ধ করা হবে ৷ বিগত জুলাই মাসের শুরুতেই তাঁর ধর্ষণে অপরাধীদের পুলিশ ধরতে ব্যর্থ হওয়ার অভিযোগে কাওয়ার্ধা থানার সামনে এক নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করে ৷ আর বৃহস্পতিবার ফের এক নৃশংস গণধর্ষণের শিকার দুই বোন ৷ অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত কোন পথে এগোয় সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন : ধর্ষণের বিচার চাইতে গিয়ে কাউন্সিলরের অফিসে ফের গণধর্ষিতা তরুণী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.