ETV Bharat / bharat

PFI-CFI Leaders Arrested: অসমে গ্রেফতার দুই পিএফআই ও এক সিএফআই নেতা - পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

দুই পিএফআই এবং একজন সিএফআইয়ের শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে ৷ অসমের বারপেটা জেলা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷

PFI Leaders
পিএফআই
author img

By

Published : Apr 8, 2023, 7:36 PM IST

বারপেটা (অসম), 8 এপ্রিল: অসমের বারপেটা জেলা থেকে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) দুই শীর্ষ নেতা এবং ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার (সিএফআই) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । তিন নেতার কাছ থেকে নগদ 1.50 লক্ষ টাকা, চারটি মোবাইল ফোন এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিএফআই)-এর একটি প্যাম্ফলেট উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ।

ওই পিএফআই নেতারা গত কয়েক মাস ধরে দিল্লিতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ বারপেটা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রের খবর, গ্রেফতার হওয়া পিএফআই নেতা জাকির হুসেন (34) এবং আবু সামাদ আহমেদ (54) সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ও সম্পাদক । অপরদিকে গ্রেফতার হওয়া সিএফআই নেতার নাম জাহিদুল ইসলাম (30) এবং তিনি সংগঠনের রাজ্য কমিটির সভাপতি । ওই সংগঠনগুলির বিরুদ্ধে অসম পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে ৷ সেই দরুন গ্রেফতার হয়েছে ওই নেতারা ।

এর আগে, 2022 সালের নভেম্বরে বেঙ্গালুরু থেকে পিএফআই-এর ছাত্র শাখার এক নেতাকে গ্রেফতার করা হয়েছিল । গত বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) পিএফআই-এর বিরুদ্ধে অভিযান শুরু করে ৷ তারপর থেকেই ওই যুবক পলাতক ছিলেন । 2022 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ধারা 3-এর অধীনে পিএফআইকে বেআইনি ঘোষণা করেছিল ৷

ইন্ডিয়া ইমামস কাউন্সিল (AIIC), ন্যাশনাল উইমেনস ফ্রন্ট (NWF), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), জুনিয়র ফ্রন্ট, রিহ্যাব ফাউন্ডেশন কেরালা এবং এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন, সিএফআই, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF)-সহ এর সহযোগী সংস্থাগুলির উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল । গত মাসে, ইউএপিএ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা বহাল রেখেছিল । গত বছর পিএফআই-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 150 জনেরও বেশি লোককে আটক করা হয়েছিল ।

আরও পড়ুন: মদ্যপ স্বামীকে খুন স্ত্রীর, মত্ত অবস্থায় বাবাকে পিটিয়ে মারল ছেলে

বারপেটা (অসম), 8 এপ্রিল: অসমের বারপেটা জেলা থেকে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) দুই শীর্ষ নেতা এবং ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার (সিএফআই) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । তিন নেতার কাছ থেকে নগদ 1.50 লক্ষ টাকা, চারটি মোবাইল ফোন এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিএফআই)-এর একটি প্যাম্ফলেট উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ।

ওই পিএফআই নেতারা গত কয়েক মাস ধরে দিল্লিতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ বারপেটা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রের খবর, গ্রেফতার হওয়া পিএফআই নেতা জাকির হুসেন (34) এবং আবু সামাদ আহমেদ (54) সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ও সম্পাদক । অপরদিকে গ্রেফতার হওয়া সিএফআই নেতার নাম জাহিদুল ইসলাম (30) এবং তিনি সংগঠনের রাজ্য কমিটির সভাপতি । ওই সংগঠনগুলির বিরুদ্ধে অসম পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে ৷ সেই দরুন গ্রেফতার হয়েছে ওই নেতারা ।

এর আগে, 2022 সালের নভেম্বরে বেঙ্গালুরু থেকে পিএফআই-এর ছাত্র শাখার এক নেতাকে গ্রেফতার করা হয়েছিল । গত বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) পিএফআই-এর বিরুদ্ধে অভিযান শুরু করে ৷ তারপর থেকেই ওই যুবক পলাতক ছিলেন । 2022 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ধারা 3-এর অধীনে পিএফআইকে বেআইনি ঘোষণা করেছিল ৷

ইন্ডিয়া ইমামস কাউন্সিল (AIIC), ন্যাশনাল উইমেনস ফ্রন্ট (NWF), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), জুনিয়র ফ্রন্ট, রিহ্যাব ফাউন্ডেশন কেরালা এবং এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন, সিএফআই, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF)-সহ এর সহযোগী সংস্থাগুলির উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল । গত মাসে, ইউএপিএ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা বহাল রেখেছিল । গত বছর পিএফআই-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 150 জনেরও বেশি লোককে আটক করা হয়েছিল ।

আরও পড়ুন: মদ্যপ স্বামীকে খুন স্ত্রীর, মত্ত অবস্থায় বাবাকে পিটিয়ে মারল ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.