ETV Bharat / bharat

Delhi Hari Nagar Shootout : ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে জখম ব্যবসায়ী, মিলল সিসিটিভি ফুটেজ - Delhi Crime News

ব্যবসায়ী অজয় চৌধুরী এবং তাঁর ভাই গাড়িতে বাড়ি ফিরছিলেন ৷ পথে সুভাষনগর চৌকের কাছে স্কুটিতে অচেনা কয়েকজন এসে তাঁদের গাড়িতে গুলি করে ৷ জখম দু'জনই হাসপাতালে ৷ গুলি চালনার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে (Delhi Hari Nagar Firing) ৷

New Delhi Firing at Hari Nagar Police Station
সুভাষনগর চৌকে স্করপিওকে লক্ষ্য করে গুলি
author img

By

Published : May 8, 2022, 9:09 AM IST

Updated : May 8, 2022, 11:11 AM IST

নয়াদিল্লি, 8 মে : ভরসন্ধেয় গুলি চলল নয়াদিল্লির পশ্চিম জেলার হরিনগর এলাকায় ৷ শনিবার সন্ধেয় ব্যবসায়ী অজয় চৌধুরী তাঁর স্করপিও গাড়িতে তিহার গাঁবের দিকে যাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাই যশবন্ত চৌধুরীও ৷ সুভাষনগর চৌকে সিগন্যালের কাছে গাড়িটির ধীরে চলছিল ৷ সেই সময় হঠাৎ স্কুটিতে করে অচেনা কয়েকজন লোক এসে পিছন দিক থেকে 10 রাউন্ড গুলি চালায় ৷ সিসিটিভি ফুটেজে সে দৃশ্য পাওয়া গিয়েছে (Two persons injured in firing incident in Hari Nagar police station area) ৷

অজয় চৌধুরী মাণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান ৷ তাঁর গায়ে চারটি গুলি লেগেছে ৷ গাড়ির চাকায় গুলি লাগায় পাঞ্চার হয়ে যায় ৷ জখম হন অজয় চৌধুরী ৷ সেই অবস্থায় পাঞ্চাল গাড়িটি চালিয়ে কোনওমতে হাসপাতালে পৌঁছন তিনি ৷ সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে ৷ তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় এবং বিপজ্জনক অবস্থার বাইরে, জানিয়েছেন তাঁর আত্মীয় ৷

নয়াদিল্লির সুভাষনগর চৌকের কাছে স্কুটিতে করে এসে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভি ফুটেজ

আরও পড়ুন : Delhi shootout : রোহিনী কোর্ট শ্যুটআউট কাণ্ডে ধৃত 2

গুলি চলার সঙ্গে সঙ্গে পুলিশ ও অন্য আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন ৷ পশ্চিম জেলার ডিসিপি ঘনশ্যাম বনসল বলেন, "হরি নগর থানা এলাকায় একটি দুর্ঘটনায় দু'জন ব্যক্তি জখম হয়েছেন ৷ এর তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে ৷"

এই গুলি চালনার পিছনে কারণ কী, তা স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ ৷ তবে আশঙ্কা করা হচ্ছে, সলমন ত্যাগী গিরোহ নামের এক অপরাধী এই কাজ করতে পারে ৷ যদিও সে এখন জেলে বন্দি ৷ তার সঙ্গে অজয় চৌধুরীর পুরনো শত্রুতা রয়েছে ৷ তবে ছিনতাইয়ের দিকটিও ভেবে দেখা হচ্ছে ৷ ক্রাইম পুলিশও সেই জায়গায়টি ভালো করে দেখেন ৷

নয়াদিল্লি, 8 মে : ভরসন্ধেয় গুলি চলল নয়াদিল্লির পশ্চিম জেলার হরিনগর এলাকায় ৷ শনিবার সন্ধেয় ব্যবসায়ী অজয় চৌধুরী তাঁর স্করপিও গাড়িতে তিহার গাঁবের দিকে যাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাই যশবন্ত চৌধুরীও ৷ সুভাষনগর চৌকে সিগন্যালের কাছে গাড়িটির ধীরে চলছিল ৷ সেই সময় হঠাৎ স্কুটিতে করে অচেনা কয়েকজন লোক এসে পিছন দিক থেকে 10 রাউন্ড গুলি চালায় ৷ সিসিটিভি ফুটেজে সে দৃশ্য পাওয়া গিয়েছে (Two persons injured in firing incident in Hari Nagar police station area) ৷

অজয় চৌধুরী মাণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান ৷ তাঁর গায়ে চারটি গুলি লেগেছে ৷ গাড়ির চাকায় গুলি লাগায় পাঞ্চার হয়ে যায় ৷ জখম হন অজয় চৌধুরী ৷ সেই অবস্থায় পাঞ্চাল গাড়িটি চালিয়ে কোনওমতে হাসপাতালে পৌঁছন তিনি ৷ সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে ৷ তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় এবং বিপজ্জনক অবস্থার বাইরে, জানিয়েছেন তাঁর আত্মীয় ৷

নয়াদিল্লির সুভাষনগর চৌকের কাছে স্কুটিতে করে এসে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভি ফুটেজ

আরও পড়ুন : Delhi shootout : রোহিনী কোর্ট শ্যুটআউট কাণ্ডে ধৃত 2

গুলি চলার সঙ্গে সঙ্গে পুলিশ ও অন্য আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন ৷ পশ্চিম জেলার ডিসিপি ঘনশ্যাম বনসল বলেন, "হরি নগর থানা এলাকায় একটি দুর্ঘটনায় দু'জন ব্যক্তি জখম হয়েছেন ৷ এর তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে ৷"

এই গুলি চালনার পিছনে কারণ কী, তা স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ ৷ তবে আশঙ্কা করা হচ্ছে, সলমন ত্যাগী গিরোহ নামের এক অপরাধী এই কাজ করতে পারে ৷ যদিও সে এখন জেলে বন্দি ৷ তার সঙ্গে অজয় চৌধুরীর পুরনো শত্রুতা রয়েছে ৷ তবে ছিনতাইয়ের দিকটিও ভেবে দেখা হচ্ছে ৷ ক্রাইম পুলিশও সেই জায়গায়টি ভালো করে দেখেন ৷

Last Updated : May 8, 2022, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.