হায়দরাবাদ, 26 অক্টোবর: হায়দরাবাদের এক বেসরকারি হোমে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ (Two Orphan Girls Sexually Torture at Child Home) ৷ ঘটনাটি ঘটেছে হয়াদরাবাদের নেরেদমেত এলাকার একটি বেসরকারি হোমে ৷ ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের মধ্যে একজন ওই সংস্থার আধিকারিক এবং বাকি 2 জন কর্মী বলে জানা গিয়েছে ৷ ধৃত আধিকারিকের বিরুদ্ধে পকসো আইনে (POCSO Act) মামলা রুজু করা হয়েছে ৷ পাশাপাশি, এক কর্মী এবং তার স্ত্রীর বিরুদ্ধে তফসিলি জাতি-উপজাতি আইন ও জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, নির্যাতিত দুই নাবালিকাই পুলিশে অভিযোগ জানিয়েছিল ৷
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি সামনে আসে যখন 4 জন আবাসিক ওই হোম থেকে পালিয়ে যায় ৷ জানা গিয়েছে, এই বেসরকারি হোমে মূলত অনাথ শিশু এবং অহায় মহিলাদের আশ্রয় দেওয়া হয় ৷ বছর পাঁচেক আগে এই হোমটি তৈরি করা হয়েছে ৷ পুলিশ এ দিন ওই হোমে হানা দিয়ে মোট 36 জন যুবতী ও নাবালিকাকে উদ্ধার করে ৷ তাঁদের সকলের বয়স 10-25 বছরের মধ্যে জানা গিয়েছে ৷ কিন্তু, গত 19 অক্টোবর সেখান থেকে 4 জন আবাসিক পালিয়ে যায় ৷
তাদের মধ্যে 2 জন সঙ্গারেড্ডিতে এক পরিচিতের বাড়িতে আশ্রয়ের জন্য যায় ৷ তবে, তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় ৷ কোথায় আশ্রয় চাইবে তা বুঝতে না পেরে, বাকি 2 জন সেকেন্দ্রাবাদ জেলায় থেকে যায় ৷ এর পর তারা বাধ্য হয়ে ওই হোমেই ফিরে যায় ৷ ঘটনাটি জানাজানি হয়ে গেলে, তেলাঙ্গানার মহিলা ও শিশু উন্নয়ন দফতর এবং সখী সেন্টারের তরফে ওই মেয়েদের সঙ্গে কথা বলা হয় ৷ তারা জানার চেষ্টা করেন, ওই 4 জন কেন পালিয়ে গিয়েছিল ৷ আর সেই কাউন্সেলিংয়ের সময়ই সরকারি আধিকারিকদের তারা জানায়, হোমে তাঁদের উপর যৌন নির্যাতন করা হয় ৷
আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত প্রধান শিক্ষক