ETV Bharat / bharat

অপহৃত 3 ওএনজিসি কর্মচারীর মধ্যে উদ্ধার 2 - উদ্ধার

শুক্রবার রাতে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রিলিফ ট্রুপ তল্লাশি চালাচ্ছিল ৷ তল্লাশি চলাকালীন মন জেলা থেকে উদ্ধার করা হয় অপহৃত দুই কর্মচারীকে ৷ অপহৃতদের নাম অলকেশ সাইকিয়া এবং মোহিনী মোহন গোগোই ৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি একে 47 ও ৷ তল্লাশি এখনও চলছে ৷

অপহৃত 3 ওএনজিসি কর্মচারীর মধ্যে উদ্ধার 2
অপহৃত 3 ওএনজিসি কর্মচারীর মধ্যে উদ্ধার 2
author img

By

Published : Apr 24, 2021, 1:36 PM IST

গুয়াহাটি, 24 এপ্রিল : অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনর অপহৃত 3 কর্মচারীর মধ্যে 2 জনকে নাগাল্যান্ডের মন জেলা থেকে উদ্ধার করল নিরাপত্তা বাহিনী ৷

সূত্রের খবর, শুক্রবার রাতে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রিলিফ ট্রুপ তল্লাশি চালাচ্ছিল ৷ তল্লাশি চলাকালীন মন জেলা থেকে উদ্ধার করা হয় অপহৃত দুই কর্মচারীকে ৷ অপহৃতদের নাম অলকেশ সাইকিয়া এবং মোহিনী মোহন গোগোই ৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি একে 47 ও ৷ তল্লাশি এখনও চলছে ৷

বুধবার ভোরের দিকে অসমের শিবাসাগর জেলার লকওয়া মাঠে একটি ওএনজিসিতে কাজ করার সময় জুনিয়র টেকনিশিয়ান মোহিনী মোহন গোগোই, রিতুল সাইকিয়া এবং জুনিয়র ইঞ্জিয়ার অ্যাসিসটেন্ট অলকেশ সাইকিয়া অপহরন করা হয় ৷ জানা গিয়েছে 5 সদস্যের ওই অপহরণকারী দল আলফা গোষ্ঠীর ৷

এই ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ ৷

আরও পড়ুন : দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এনভি রামানা

গুয়াহাটি, 24 এপ্রিল : অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনর অপহৃত 3 কর্মচারীর মধ্যে 2 জনকে নাগাল্যান্ডের মন জেলা থেকে উদ্ধার করল নিরাপত্তা বাহিনী ৷

সূত্রের খবর, শুক্রবার রাতে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রিলিফ ট্রুপ তল্লাশি চালাচ্ছিল ৷ তল্লাশি চলাকালীন মন জেলা থেকে উদ্ধার করা হয় অপহৃত দুই কর্মচারীকে ৷ অপহৃতদের নাম অলকেশ সাইকিয়া এবং মোহিনী মোহন গোগোই ৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি একে 47 ও ৷ তল্লাশি এখনও চলছে ৷

বুধবার ভোরের দিকে অসমের শিবাসাগর জেলার লকওয়া মাঠে একটি ওএনজিসিতে কাজ করার সময় জুনিয়র টেকনিশিয়ান মোহিনী মোহন গোগোই, রিতুল সাইকিয়া এবং জুনিয়র ইঞ্জিয়ার অ্যাসিসটেন্ট অলকেশ সাইকিয়া অপহরন করা হয় ৷ জানা গিয়েছে 5 সদস্যের ওই অপহরণকারী দল আলফা গোষ্ঠীর ৷

এই ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ ৷

আরও পড়ুন : দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এনভি রামানা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.