ভুবনেশ্বর, 28 সেপ্টেম্বর: লোকসভা বা রাজ্য বিধানসভার অধিবেশনে উত্তেজনা নতুন কোনও বিষয় নয় ৷ এমনকী ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় বিরোধীদের উত্তেজনা অনেকসময়ই হিংসাত্মক হয়ে উঠতেও দেখা গিয়েছে ৷ অধ্যক্ষের দিকে কখনও কাগজ, কখনও মাইক্রোফোন উপড়ে ছুঁড়ে মারতেও দেখা গিয়েছে ৷ সম্প্রতি ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষের টেবিলের উপর উঠে নাচতেও দেখা গিয়েছিল এক বিধায়ককে ৷ কিন্তু এবার সেসব রেকর্ড কার্যত ভেঙে ফেললেন ওড়িশা বিধানসভার বিধায়করা ৷
অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার বিধানসভায় উত্তেজনা এতটাই বেড়ে যায় যে স্পিকার প্রমীলা মল্লিকের উদ্দেশে ডাল ছুঁড়ে মারলেন বিজেপি বিধায়করা ৷ আর তার জেরে আগামী 4 অক্টোবর চলতি অধিবেশনের শেষ পর্যন্ত ওড়িশা বিধানসভা থেকে বিরোধীদলের মুখ্য সচেতক মোহন মাঝি-সহ দুই বিজেপি বিধায়ককে বরখাস্ত করা হয়েছে।
সাসপেন্ড করা অন্য বিজেপি বিধায়ক হলেন মুকেশ মহালিং। এদিন অধিবেশনে ক্ষমতাসীন বিজেডি বিধায়কের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বিজেপি বিধায়করা ৷ আদতে বিজেডি বিধায়ক বিরোধী সদস্যদের ভাল মানসিক স্বাস্থ্য নিয়ে হাউসে আসার কথা বলেছিলেন ৷
বিধানসভায় বিরোধীরা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তাঁর ব্যক্তিগত সচিব এবং '5টি' সচিবকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ শানায়। এরপরই নয়াগড়ের বিধায়ক অরুণ কুমার সাহু বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক জয়নারায়ণ মিশ্র এবং কংগ্রেস আইনসভা দলের নেতা নরসিংহ মিশ্রের উপর পালটা প্রবল কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "এখানে কিছু মানসিক স্বাস্থ্য ব্যাধির লোক আছে বলে মনে হচ্ছে ৷" এর সঙ্গেই, সকলকে ভাল মানসিক স্বাস্থ্য নিয়ে হাউসে আসার জন্য অনুরোধ করেন তিনি।
বিজেডি বিধায়কের ব্যবহৃত শব্দগুলির প্রতিবাদ করে এদিন প্রবল হট্টগোল জুড়ে দেন বিরোধী বিজেপি সদস্যরা ৷ হাউসের মধ্যেই সাহুর বিবৃতি থেকে "মানসিক স্বাস্থ্য ব্যাধি" শব্দগুলি অবিলম্বে বাদ দেওয়ার দাবিও জানান বিরোধী বিধায়করা। তখনই স্পিকার প্রমীলা মল্লিক বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানালেও শান্ত হননি বিজেপি বিধায়করা। এরপরই অধ্যক্ষের উদ্দেশে ডাল ছুঁড়ে মারতে দেখা যায় বিজেপি বিধায়কদের ৷ (পিটিআই)