ETV Bharat / bharat

White Tiger: মৈত্রীবাগ চিড়িয়াখানায় এল নতুন সদস্য 'সিংঘম'

মঙ্গলবার ছত্তিশগড়ের ভিলাই জেলার (Chhattisgarh's Bhilai District) মৈত্রীবাগ চিড়িয়াখানায় (Maitri Bagh Zoo) সিংঘম নামে একটি দু'মাস বয়সি (Two month old) সাদা বাঘকে (White Tiger) ছাড়া হল।

White Tiger
White Tiger
author img

By

Published : Nov 9, 2022, 11:28 AM IST

Updated : Nov 9, 2022, 11:44 AM IST

ভিলাই (ছত্তিশগড়), 9 নভেম্বর: মঙ্গলবার ছত্তিশগড়ের ভিলাই জেলার (Chhattisgarh's Bhilai District) মৈত্রীবাগ চিড়িয়াখানায় (Maitri Bagh Zoo) একটি সাদা বাঘকে (White Tiger) ছাড়া হয়েছে ৷ তার নাম সিংঘম (Singham) ৷ বয়স মাত্র দু'মাস (Two month old) ।

জানা গিয়েছে, কয়েক মাস আগে একটি বাঘ এবং বাঘিনীকে একসঙ্গে রাখা হয়েছিল ৷ তারপরেই সেপ্টেম্বরে সিংঘমের জন্ম হয় । গত দু'বছর ধরে করোনার কারণে বাঘেদের মধ্যে প্রজনন প্রক্রিয়া বন্ধ ছিল । ছ'মাস আগে রোমা (বাঘিনী) এবং সুলতান (বাঘ) নামে দুটিকে নিয়ে আসা হয়েছে ৷ 5 সেপ্টেম্বর তাদের একটি বাচ্চা হয় । তারই নাম রাখা হয়েছে সিংঘাম । শাবক সুস্থ রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন মৈত্রীবাগ চিড়িয়াখানার ইনচার্জ এনকে জৈন ৷

উল্লেখ্য, অক্টোবরের শুরুতে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে ছয় মাস বয়সির চারটি বাঘের শাবক ছাড়া হয়েছে । পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে শাবকগুলির আচরণ পর্যবেক্ষণ করেছে ৷ তারপর বিভিন্ন পরীক্ষা করার পরে সেগুলিকে ছাড়া হয়েছে । কর্মকর্তাদের মতে, খোলা অবস্থায় (ঘের) তাদের ছেড়ে দেওয়ার জন্য ছ'মাসটাই উপযুক্ত বয়স ।

বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) একটি বাঘ রয়েছে ৷ নাম শিলা ৷ সে প্রায় ছয় বছর ধরে পার্কে রয়েছে ৷ শিলা এ বছরের 22 মার্চ চারটি শাবকের জন্ম দিয়েছে । বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দেওয়া সাংমু শেরপা (Dewa Sangmu Sherpa) জানান, বন বিভাগের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যান্য বন কর্মকর্তাদের উপস্থিতিতে শাবকগুলিকে ছাড়া হয়েছে । শাবকগুলি পার্কে দর্শনার্থীদের মন জয় করে নেবে বলে মনে করছে শেরপা ৷ বেঙ্গল সাফারি ইতিমধ্যে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে ৷ এখন তারা সিংঘ সাফারি (Lion Safari) এবং কালো ভাল্লুক (Sloth Bear)সাফারি সম্পর্কে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করছে ।

আরও পড়ুন: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ভারত থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বন্য চিতাদের ছাড়েন । নামিবিয়া থেকে আনা হয়েছে ওই চিতাগুলিকে ৷ ভারতে প্রজেক্ট চিতা-এর অধীনে সেইগুলিকে আনা হয়েছে ৷ যা বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী প্রাণী স্থানান্তর প্রকল্প । আটটি চিতার মধ্যে ছিল পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ ।

ভিলাই (ছত্তিশগড়), 9 নভেম্বর: মঙ্গলবার ছত্তিশগড়ের ভিলাই জেলার (Chhattisgarh's Bhilai District) মৈত্রীবাগ চিড়িয়াখানায় (Maitri Bagh Zoo) একটি সাদা বাঘকে (White Tiger) ছাড়া হয়েছে ৷ তার নাম সিংঘম (Singham) ৷ বয়স মাত্র দু'মাস (Two month old) ।

জানা গিয়েছে, কয়েক মাস আগে একটি বাঘ এবং বাঘিনীকে একসঙ্গে রাখা হয়েছিল ৷ তারপরেই সেপ্টেম্বরে সিংঘমের জন্ম হয় । গত দু'বছর ধরে করোনার কারণে বাঘেদের মধ্যে প্রজনন প্রক্রিয়া বন্ধ ছিল । ছ'মাস আগে রোমা (বাঘিনী) এবং সুলতান (বাঘ) নামে দুটিকে নিয়ে আসা হয়েছে ৷ 5 সেপ্টেম্বর তাদের একটি বাচ্চা হয় । তারই নাম রাখা হয়েছে সিংঘাম । শাবক সুস্থ রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন মৈত্রীবাগ চিড়িয়াখানার ইনচার্জ এনকে জৈন ৷

উল্লেখ্য, অক্টোবরের শুরুতে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে ছয় মাস বয়সির চারটি বাঘের শাবক ছাড়া হয়েছে । পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে শাবকগুলির আচরণ পর্যবেক্ষণ করেছে ৷ তারপর বিভিন্ন পরীক্ষা করার পরে সেগুলিকে ছাড়া হয়েছে । কর্মকর্তাদের মতে, খোলা অবস্থায় (ঘের) তাদের ছেড়ে দেওয়ার জন্য ছ'মাসটাই উপযুক্ত বয়স ।

বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) একটি বাঘ রয়েছে ৷ নাম শিলা ৷ সে প্রায় ছয় বছর ধরে পার্কে রয়েছে ৷ শিলা এ বছরের 22 মার্চ চারটি শাবকের জন্ম দিয়েছে । বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দেওয়া সাংমু শেরপা (Dewa Sangmu Sherpa) জানান, বন বিভাগের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যান্য বন কর্মকর্তাদের উপস্থিতিতে শাবকগুলিকে ছাড়া হয়েছে । শাবকগুলি পার্কে দর্শনার্থীদের মন জয় করে নেবে বলে মনে করছে শেরপা ৷ বেঙ্গল সাফারি ইতিমধ্যে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে ৷ এখন তারা সিংঘ সাফারি (Lion Safari) এবং কালো ভাল্লুক (Sloth Bear)সাফারি সম্পর্কে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করছে ।

আরও পড়ুন: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ভারত থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বন্য চিতাদের ছাড়েন । নামিবিয়া থেকে আনা হয়েছে ওই চিতাগুলিকে ৷ ভারতে প্রজেক্ট চিতা-এর অধীনে সেইগুলিকে আনা হয়েছে ৷ যা বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী প্রাণী স্থানান্তর প্রকল্প । আটটি চিতার মধ্যে ছিল পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ ।

Last Updated : Nov 9, 2022, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.