অনন্তনাগ, 12 নভেম্বর: উপত্যকায় ফের সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ জঙ্গিদের ছোড়া গুলিতে অনন্তনাগে গুরুতর জখম হলেন দুই পরিযায়ী শ্রমিক (Two migrants labourers shot at in Anantnag injured) ৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার রাখ মোমিন এলাকায় (Rakh Momin Area) শনিবার সন্ধের এই নাশকতার খবর টুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Kashmir Zone Police) ৷ পুলিশ জানিয়েছে, নাশকতার পর ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ৷ জখম দুই শ্রমিককে ভরতি করানো হয়েছে হাসপাতালে ৷
কাশ্মীর জোন পুলিশ টুইটে লিখেছে, "অনন্তনাগে রাখ মোমিন এলাকায় এদিন দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি ছোড়া হয় ৷ এলাকা ঘিরে রেখে আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিস্তারিত জানতে অপেক্ষা করুন ৷"
আরও পড়ুন: Migrants Shot in Shopian: সোপিয়ানে গ্রেনেড হামলায় নিহত দুই পরিযায়ী শ্রমিক
এদিকে ঘটনার অনতিপরেঅ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট এই নাশকতার দায় স্বীকার করেছে ৷ উপত্যকায় জঙ্গি হামলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা প্রথম নয় ৷ গত মাসে সোপিয়ানে জঙ্গিদের গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিক ৷ এর আগে সেপ্টেম্বরে পুলওয়ামায় নাশকতার শিকার হয়েছিলেন দুই পরিযায়ী শ্রমিক ৷ জুন মাসেও বুদগামে প্রাণ হারিয়েছিলেন এক ৷