ETV Bharat / bharat

LeT militants killed : ফের সাফল্য সেনার, কুপওয়ারায় নিকেশ এক পাকিস্তানি-সহ 2 লস্কর জঙ্গি

author img

By

Published : Jun 7, 2022, 10:14 AM IST

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সাফল্য সেনার (J and K Encounter) ৷ খতম দুই জঙ্গি ৷ কুপওয়ারায় জারি রয়েছে তল্লাশি অভিযান ৷ পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে ৷

Kupwara Encounter
কুপওয়ারায় এনকাউন্টার

কুপওয়ারা, 7 জুন : উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তৈবা জঙ্গি (Two LeT militants killed in encounter at Kupwara) ৷ এদের মধ্যে একজন পাকিস্তানের বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার চাকতারাস কান্দি এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াইয়ে সাফল্য তুফেইল নামে এক পাকিস্তানি জঙ্গি-সহ দুই জঙ্গি খতম হয় বলে টুইটে জানান কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে ৷

এর আগে সোমবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে জালুরার পানিপোরা বনাঞ্চলে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে পাকিস্তানি লস্কর জঙ্গি হানজাল্লা খতম হয় চব্বিশ ঘণ্টার মধ্যে ফের সাফল্য ভারতীয় ৷ গত কয়েকমাস ধরে কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে নিকেশ হয়েছে অনেক জঙ্গি এবং জঙ্গিগোষ্ঠীর কমান্ডার ৷ এর মধ্যে বেশিরভাগ অভিযানই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিচালনা করেছে ৷

আরও পড়ুন : J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি

কুপওয়ারা, 7 জুন : উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তৈবা জঙ্গি (Two LeT militants killed in encounter at Kupwara) ৷ এদের মধ্যে একজন পাকিস্তানের বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার চাকতারাস কান্দি এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াইয়ে সাফল্য তুফেইল নামে এক পাকিস্তানি জঙ্গি-সহ দুই জঙ্গি খতম হয় বলে টুইটে জানান কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে ৷

এর আগে সোমবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে জালুরার পানিপোরা বনাঞ্চলে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে পাকিস্তানি লস্কর জঙ্গি হানজাল্লা খতম হয় চব্বিশ ঘণ্টার মধ্যে ফের সাফল্য ভারতীয় ৷ গত কয়েকমাস ধরে কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে নিকেশ হয়েছে অনেক জঙ্গি এবং জঙ্গিগোষ্ঠীর কমান্ডার ৷ এর মধ্যে বেশিরভাগ অভিযানই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিচালনা করেছে ৷

আরও পড়ুন : J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.