কুপওয়ারা, 7 জুন : উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তৈবা জঙ্গি (Two LeT militants killed in encounter at Kupwara) ৷ এদের মধ্যে একজন পাকিস্তানের বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার চাকতারাস কান্দি এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াইয়ে সাফল্য তুফেইল নামে এক পাকিস্তানি জঙ্গি-সহ দুই জঙ্গি খতম হয় বলে টুইটে জানান কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে ৷
-
#KupwaraEncounterUpdate: Two #terrorists of proscribed #terror outfit LeT including one #Pakistani terrorist namely Tufail killed. Search still going on: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/g8wnfRcKF7
— Kashmir Zone Police (@KashmirPolice) June 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#KupwaraEncounterUpdate: Two #terrorists of proscribed #terror outfit LeT including one #Pakistani terrorist namely Tufail killed. Search still going on: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/g8wnfRcKF7
— Kashmir Zone Police (@KashmirPolice) June 7, 2022#KupwaraEncounterUpdate: Two #terrorists of proscribed #terror outfit LeT including one #Pakistani terrorist namely Tufail killed. Search still going on: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/g8wnfRcKF7
— Kashmir Zone Police (@KashmirPolice) June 7, 2022
এর আগে সোমবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে জালুরার পানিপোরা বনাঞ্চলে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে পাকিস্তানি লস্কর জঙ্গি হানজাল্লা খতম হয় চব্বিশ ঘণ্টার মধ্যে ফের সাফল্য ভারতীয় ৷ গত কয়েকমাস ধরে কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে নিকেশ হয়েছে অনেক জঙ্গি এবং জঙ্গিগোষ্ঠীর কমান্ডার ৷ এর মধ্যে বেশিরভাগ অভিযানই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিচালনা করেছে ৷
আরও পড়ুন : J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি