ETV Bharat / bharat

Two Girls Love Story: 'ভালোবেসেছি, অন্যায় করিনি'; সমকামী যুগলের যুক্তিতে হার মানল পুলিশ - উত্তরপ্রদেশের খবর

দুই তরুণীর ভালোবাসায় (Two Girls Love Story) বাধা হতে পারল না পরিবার ৷ হার মানল পুলিশও ৷ ঠিক ঘটেছে উত্তরপ্রদেশের গ্রামে ?

Two Girls living with each other in Uttar Pradesh amid family disapproval
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 5, 2023, 2:22 PM IST

Updated : Mar 5, 2023, 3:59 PM IST

লখনউ, 5 মার্চ: যাকে বলে হরিহর আত্মা ! তাঁরা দু'জন ছোট থেকেই তাই ৷ তাতে দুই বান্ধবীর পরিবারের সদস্যদেরও কোনও আপত্তি ছিল না ৷ কিন্তু, দুই তরুণীর পরিবার তাঁদের জন্য বিয়ের তোড়জোড় শুরু করতেই গোল বাধে ৷ দুই বাড়ির দুই মেয়েই জানিয়ে দেন, তাঁরা কোনও ছেলেকে বিয়ে করবেন না ৷ কারণ, তাঁরা একে-অপরকে ভালোবাসেন (Two Girls Love Story) ! উত্তরপ্রদেশের এক গ্রামের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ কারণ, সেখানকার মানুষ সমকামী সম্পর্কে বড় একটা অভ্যস্থ নন ৷ কিন্তু, তাঁরা কেউই এই প্রেমী যুগলকে এক হওয়া থেকে আটকাতে পারেনি ৷ পুলিশের 'সাহায্যে' আপাতত একসঙ্গেই থাকছেন ওই দুই তরুণী ৷

স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, এমন ঘটনা তাঁদের এলাকায় খুব একটা ঘটে না ৷ সংশ্লিষ্ট দুই তরুণীর অভিভাবকরা থানায় এসেছিলেন ৷ তাঁদের দাবি ছিল, মেয়েদের 'বোঝাতে' হবে ৷ কারণ, তাঁদের পক্ষে দুই নারীর প্রেম, কিংবা তাঁদের বিয়ের মতো ঘটনা মেনে নেওয়া সম্ভব নয় ৷ পুলিশের তরফে সেই চেষ্টাও করা হয় ৷ দুই তরুণীকে বোঝানো হয়, তাঁরা যেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং পরিবারের পছন্দ করা কোনও পাত্রকে বিয়ে করে সংসার ধর্ম পালন করেন ৷

পুলিশের দাবি, এই পরামর্শে কোনও কাজ হয়নি ৷ উলটে দুই বান্ধবীই তাঁদের আইনের পাঠ দেন ! পুলিশের কাছে নিজেদের আধার কার্ড পেশ করেন তাঁরা ৷ তাতে দেখা যায়, দুই বন্ধুরই বয়স 18 বছরের বেশি ৷ তাছাড়া, সমকামী প্রেম ভারতে বেআইনি কিছু নয় ৷ এবং তাঁরা অন্য কোনও বেআইনি কাজও করেননি ৷ বিয়ে করা বা না করা নিয়ে কাউকে কোনও মতেই জোরাজুরি করা যায় না ৷ জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার মধ্যেও কোনও অপরাধ নেই ৷

আরও পড়ুন: সমকামী শারীরিক সম্পর্কের দাবি করায় বন্ধুর হাতে খুন যুবক

মোদ্দা কথা হল, দুই তরুণী যুক্তি সহকারে পুলিশকে বুঝিয়ে দেন, মানুষ হিসাবে এবং ভারতীয় হিসাবে তাঁরা কোনও অন্য়ায় করেননি ৷ কোনও আইন ভাঙেননি ৷ তাঁরা শুদু সারাজীবন একে অপরের সঙ্গে থাকতে চান ৷ পুলিশ জানিয়েছে, এরপর আর তাদের কিছু করার ছিল না ৷ বরং পুলিশকেও তাদের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতে হয় ৷ বর্তমানে ওই দুই তরুণী একসঙ্গে থাকতে শুরু করেছেন ৷

লখনউ, 5 মার্চ: যাকে বলে হরিহর আত্মা ! তাঁরা দু'জন ছোট থেকেই তাই ৷ তাতে দুই বান্ধবীর পরিবারের সদস্যদেরও কোনও আপত্তি ছিল না ৷ কিন্তু, দুই তরুণীর পরিবার তাঁদের জন্য বিয়ের তোড়জোড় শুরু করতেই গোল বাধে ৷ দুই বাড়ির দুই মেয়েই জানিয়ে দেন, তাঁরা কোনও ছেলেকে বিয়ে করবেন না ৷ কারণ, তাঁরা একে-অপরকে ভালোবাসেন (Two Girls Love Story) ! উত্তরপ্রদেশের এক গ্রামের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ কারণ, সেখানকার মানুষ সমকামী সম্পর্কে বড় একটা অভ্যস্থ নন ৷ কিন্তু, তাঁরা কেউই এই প্রেমী যুগলকে এক হওয়া থেকে আটকাতে পারেনি ৷ পুলিশের 'সাহায্যে' আপাতত একসঙ্গেই থাকছেন ওই দুই তরুণী ৷

স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, এমন ঘটনা তাঁদের এলাকায় খুব একটা ঘটে না ৷ সংশ্লিষ্ট দুই তরুণীর অভিভাবকরা থানায় এসেছিলেন ৷ তাঁদের দাবি ছিল, মেয়েদের 'বোঝাতে' হবে ৷ কারণ, তাঁদের পক্ষে দুই নারীর প্রেম, কিংবা তাঁদের বিয়ের মতো ঘটনা মেনে নেওয়া সম্ভব নয় ৷ পুলিশের তরফে সেই চেষ্টাও করা হয় ৷ দুই তরুণীকে বোঝানো হয়, তাঁরা যেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং পরিবারের পছন্দ করা কোনও পাত্রকে বিয়ে করে সংসার ধর্ম পালন করেন ৷

পুলিশের দাবি, এই পরামর্শে কোনও কাজ হয়নি ৷ উলটে দুই বান্ধবীই তাঁদের আইনের পাঠ দেন ! পুলিশের কাছে নিজেদের আধার কার্ড পেশ করেন তাঁরা ৷ তাতে দেখা যায়, দুই বন্ধুরই বয়স 18 বছরের বেশি ৷ তাছাড়া, সমকামী প্রেম ভারতে বেআইনি কিছু নয় ৷ এবং তাঁরা অন্য কোনও বেআইনি কাজও করেননি ৷ বিয়ে করা বা না করা নিয়ে কাউকে কোনও মতেই জোরাজুরি করা যায় না ৷ জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার মধ্যেও কোনও অপরাধ নেই ৷

আরও পড়ুন: সমকামী শারীরিক সম্পর্কের দাবি করায় বন্ধুর হাতে খুন যুবক

মোদ্দা কথা হল, দুই তরুণী যুক্তি সহকারে পুলিশকে বুঝিয়ে দেন, মানুষ হিসাবে এবং ভারতীয় হিসাবে তাঁরা কোনও অন্য়ায় করেননি ৷ কোনও আইন ভাঙেননি ৷ তাঁরা শুদু সারাজীবন একে অপরের সঙ্গে থাকতে চান ৷ পুলিশ জানিয়েছে, এরপর আর তাদের কিছু করার ছিল না ৷ বরং পুলিশকেও তাদের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতে হয় ৷ বর্তমানে ওই দুই তরুণী একসঙ্গে থাকতে শুরু করেছেন ৷

Last Updated : Mar 5, 2023, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.