করিমগঞ্জ, 15 নভেম্বর : অসমের করিমগঞ্জের নিলামবাজার এলাকায় দুই যুবতিকে গণধর্ষণের অভিযোগ । ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার রাতে ওই দুই যুবতি শিলচর মেডিকেল কলেজ থেকে ফিরছিলেন । তাঁদের মা সেখানে ভরতি রয়েছেন । গাড়ি ভাড়া করে ত্রিপুরার দিকে যাচ্ছিলেন তাঁরা । অভিযোগ, রাত 1টা নাগাদ গাড়ির চালক মাঝপথ থেকে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয় । এরপর গাড়ি থামিয়ে দুই যুবতিকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ । ওই চালকের সঙ্গে আরও পাঁচজন ছিল ।
শনিবার বিকেলে ঘটনাস্থান থেকে কোনওরকমে পালিয়ে যান দুই যুবতি । বাজারিসরা থানায় তাঁরা ছ'জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ।
পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে । সেখান থেকে কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয় । ঘটনায় এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।