ETV Bharat / bharat

Death Sentence to Minor Rapist: যোগীরাজ্যে নাবালিকাকে গণধর্ষণ-খুনের চেষ্টা, দোষীদের ফাঁসির নির্দেশ আদালতের - Gangrape and attempt to kill

উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায় এক নাবালিকাকে গণধর্ষণ করে তিনজন ৷ তারপর তাকে রেললাইনে ফেলে পালিয়ে যায় ৷ এই নৃশংস ঘটনায় দু'জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জেলা দায়রা আদালত (Two get death sentence for rape attempt to kill minor in UP) ৷

UP Minor Gangrape
ETV Bharat
author img

By

Published : Nov 4, 2022, 9:08 AM IST

Updated : Nov 4, 2022, 11:06 AM IST

প্রতাপগড়, 4 নভেম্বর: নাবালিকা গণধর্ষণ ও তাকে খুনের চেষ্টা ৷ এই অপরাধে ফাঁসির সাজা ঘোষণা করল প্রতাপগড়ের জেলা দায়রা আদালত ৷ 2021 সালের 27 ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটে যোগী রাজ্যের প্রতাপগড়ে ৷ ঘটনার 10 মাসের মধ্যে অর্থাৎ 21 অক্টোবর রায় ঘোষণা করে উত্তর প্রদেশের এই আদালত ৷ নাবালিকাকে গণধর্ষণ এবং তাকে খুনের চেষ্টায় দু'জন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয় ৷ ফাঁসি ছাড়া দুই দোষীর প্রত্যেককে 50 হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দোষী তিনজন- হালিম, রিজওয়ান এবং আরেকজন ওই নাবালিকাকে গণধর্ষণ করে তাকে রেললাইনে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ ধর্ষিতার বয়স 11 বছর ৷ তার দাদা তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় ৷ প্রয়াগরাজের একটি হাসপাতালে তার চিকিৎসা হয় ৷

হাসপাতালে ভর্তির পাঁচ দিন পর জ্ঞান ফেরে ওই নাবালিকার ৷ সে পুলিশকে এই নৃশংস ঘটনার বিস্তারিতভাবে জানায় ৷ এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে দোষীদের গ্রেফতার দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন ৷ নাবালিকা মুখের বাঁদিকের চোখ, মুখের হাড় এবং পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের

প্রতাপগড় জেলার নবাবগঞ্জ পুলিশ হালিম, রিজওয়ান ও আরেকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) বিভিন্ন ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়৷ হালিম ও রিজওয়ান ছাড়া আরেকজন নাবালক হওয়ায় তার মামলাটি জুভেনাইল কোর্টে স্থানান্তরিত করা হয় ৷ নবাবগঞ্জ পুলিশ স্টেশনের আইসি সুধীর কুমার জানিয়েছেন, পুলিশ দ্রুত তদন্তে নামে ৷ দু'মাসের মধ্যে মেডিক্যাল প্রমাণ-সহ ফরেনসিক প্রমাণ জোগাড় করে ফেলে ৷ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় ৷

আহত মেয়েটিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে সিআরপিসির (Criminal Procedure Code, CrPC) 164 নং ধারায় তার বয়ান রেকর্ড করা হয় ৷ এই ঘটনার জড়িত সকলের জবানবন্দি রেকর্ড করে পুলিশ দু'মাসের মধ্যে তিনজন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ৷

প্রতাপগড়, 4 নভেম্বর: নাবালিকা গণধর্ষণ ও তাকে খুনের চেষ্টা ৷ এই অপরাধে ফাঁসির সাজা ঘোষণা করল প্রতাপগড়ের জেলা দায়রা আদালত ৷ 2021 সালের 27 ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটে যোগী রাজ্যের প্রতাপগড়ে ৷ ঘটনার 10 মাসের মধ্যে অর্থাৎ 21 অক্টোবর রায় ঘোষণা করে উত্তর প্রদেশের এই আদালত ৷ নাবালিকাকে গণধর্ষণ এবং তাকে খুনের চেষ্টায় দু'জন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয় ৷ ফাঁসি ছাড়া দুই দোষীর প্রত্যেককে 50 হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দোষী তিনজন- হালিম, রিজওয়ান এবং আরেকজন ওই নাবালিকাকে গণধর্ষণ করে তাকে রেললাইনে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ ধর্ষিতার বয়স 11 বছর ৷ তার দাদা তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় ৷ প্রয়াগরাজের একটি হাসপাতালে তার চিকিৎসা হয় ৷

হাসপাতালে ভর্তির পাঁচ দিন পর জ্ঞান ফেরে ওই নাবালিকার ৷ সে পুলিশকে এই নৃশংস ঘটনার বিস্তারিতভাবে জানায় ৷ এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে দোষীদের গ্রেফতার দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন ৷ নাবালিকা মুখের বাঁদিকের চোখ, মুখের হাড় এবং পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের

প্রতাপগড় জেলার নবাবগঞ্জ পুলিশ হালিম, রিজওয়ান ও আরেকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) বিভিন্ন ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়৷ হালিম ও রিজওয়ান ছাড়া আরেকজন নাবালক হওয়ায় তার মামলাটি জুভেনাইল কোর্টে স্থানান্তরিত করা হয় ৷ নবাবগঞ্জ পুলিশ স্টেশনের আইসি সুধীর কুমার জানিয়েছেন, পুলিশ দ্রুত তদন্তে নামে ৷ দু'মাসের মধ্যে মেডিক্যাল প্রমাণ-সহ ফরেনসিক প্রমাণ জোগাড় করে ফেলে ৷ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় ৷

আহত মেয়েটিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে সিআরপিসির (Criminal Procedure Code, CrPC) 164 নং ধারায় তার বয়ান রেকর্ড করা হয় ৷ এই ঘটনার জড়িত সকলের জবানবন্দি রেকর্ড করে পুলিশ দু'মাসের মধ্যে তিনজন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ৷

Last Updated : Nov 4, 2022, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.