ETV Bharat / bharat

Jharkhand Train Accident: ট্রেনের সামনে ওভারহেড তার, ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামায় মৃত্যু 2 জনের

ঝাড়খণ্ডে গোমোহ ও কোদারমা স্টেশনের মাঝে ছিল পুরী-নিউদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ৷ 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল ট্রেনটি ৷ আচমকা ট্রেনের সামনে ছিঁড়ে পড়ল ওভারহেড তার ৷ ট্রেনচালক খুব জোরে ব্রেক কষে ট্রেন থামালেন ৷

ETV Bharat
পুরুষোত্তম এক্সপ্রেসের সামনে ওভারহেড তার ছিঁড়ে দুর্ঘটনা
author img

By PTI

Published : Nov 12, 2023, 3:52 PM IST

ধানবাদ, 12 নভেম্বর: ফের ট্রেন দুর্ঘটনা এবং মৃত্যুও ৷ শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোদারমা জেলায় ৷ পূর্ব-মধ্য রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লিগামী একটি ট্রেন যাওয়ার সময় একটি ওভারহেড তার দেখে থেমে যায় ৷ আর তার ফলে প্রবল ঝাঁকুনি লাগে ট্রেনে ৷ সেই ঝাঁকুনিতেই দুই যাত্রীর মৃত্যু হয়েছে ৷

পরসাবাদের কাছে গোমোহ এবং কোদারমা স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর 12টা নাগাদ ৷ পুরী-নিউদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসটি ঝাড়খণ্ডের গোমোহ ও কোদারমা স্টেশনের মাঝে ছিল ৷ হঠাৎ একটি ইলেকট্রিক ওভারহেড তার ছিঁড়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে যায় ৷ আর তা দেখে ট্রেনচালক তড়িঘড়ি ব্রেক কষে ট্রেন থামাতে বাধ্য হন ৷

ধানবাদ রেলওয়ে ডিভিশনের উচ্চাধিকারিক অমেরেশ কুমার বলেন, "একেবারে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামাতে হয় ৷ এর ফলে ট্রেনে ভীষণ ঝাঁকুনি হয় ৷ আর তার ফলেই দু'জনের মৃত্যু হয়েছে ৷" ট্রেনটি 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাচ্ছিল ৷

এই ঘটনার 4 ঘণ্টা বাদে পূর্ব-মধ্য রেলের ধানবাদ রেলওয়ে ডিভিশনের কর্ড লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয় ৷ ডিজেল-চালিত ইঞ্জিনের সাহায্যে ওই পুরুষোত্তর এক্সপ্রেসটিকে গোমোহ স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ তারপর তাকে ইলেকট্রিক ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে দিল্লি পাঠানো হয় ৷ এই খবর পেয়ে ধানবাদ রেলওয়ে ডিভিশন ম্যানেজার কে কে সিনহা ও তাঁর সঙ্গে উচ্চাধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷

কয়েক দিন আগে 29 অক্টোবর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে ৷ দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষে তিন বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ মৃত্যু হয়েছে 13 জনের ৷ তার আগে অক্টোবরের 11 তারিখেই বিহারে একটি ট্রেন দুর্ঘটনা হয় ৷ লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস ৷ এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে ৷ আর এবছর এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে 2 জুন ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে ৷ এই দুর্ঘটনায় প্রায় 300 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল ৷ একের পর এক ট্রেন দুর্ঘটনা আর মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে ৷ দুশ্চিন্তায় যাত্রীরা ৷

আরও পড়ুন:

1. অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6

2. বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4

3. বাহাঙ্গায় করমণ্ডল-যশবন্তপুর এক্সপ্রেসের ধ্বংসলীলা ! শনিবার সকালে আকাশপথে ভিউ

ধানবাদ, 12 নভেম্বর: ফের ট্রেন দুর্ঘটনা এবং মৃত্যুও ৷ শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোদারমা জেলায় ৷ পূর্ব-মধ্য রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লিগামী একটি ট্রেন যাওয়ার সময় একটি ওভারহেড তার দেখে থেমে যায় ৷ আর তার ফলে প্রবল ঝাঁকুনি লাগে ট্রেনে ৷ সেই ঝাঁকুনিতেই দুই যাত্রীর মৃত্যু হয়েছে ৷

পরসাবাদের কাছে গোমোহ এবং কোদারমা স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর 12টা নাগাদ ৷ পুরী-নিউদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসটি ঝাড়খণ্ডের গোমোহ ও কোদারমা স্টেশনের মাঝে ছিল ৷ হঠাৎ একটি ইলেকট্রিক ওভারহেড তার ছিঁড়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে যায় ৷ আর তা দেখে ট্রেনচালক তড়িঘড়ি ব্রেক কষে ট্রেন থামাতে বাধ্য হন ৷

ধানবাদ রেলওয়ে ডিভিশনের উচ্চাধিকারিক অমেরেশ কুমার বলেন, "একেবারে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামাতে হয় ৷ এর ফলে ট্রেনে ভীষণ ঝাঁকুনি হয় ৷ আর তার ফলেই দু'জনের মৃত্যু হয়েছে ৷" ট্রেনটি 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাচ্ছিল ৷

এই ঘটনার 4 ঘণ্টা বাদে পূর্ব-মধ্য রেলের ধানবাদ রেলওয়ে ডিভিশনের কর্ড লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয় ৷ ডিজেল-চালিত ইঞ্জিনের সাহায্যে ওই পুরুষোত্তর এক্সপ্রেসটিকে গোমোহ স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ তারপর তাকে ইলেকট্রিক ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে দিল্লি পাঠানো হয় ৷ এই খবর পেয়ে ধানবাদ রেলওয়ে ডিভিশন ম্যানেজার কে কে সিনহা ও তাঁর সঙ্গে উচ্চাধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷

কয়েক দিন আগে 29 অক্টোবর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে ৷ দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষে তিন বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ মৃত্যু হয়েছে 13 জনের ৷ তার আগে অক্টোবরের 11 তারিখেই বিহারে একটি ট্রেন দুর্ঘটনা হয় ৷ লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস ৷ এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে ৷ আর এবছর এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে 2 জুন ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে ৷ এই দুর্ঘটনায় প্রায় 300 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল ৷ একের পর এক ট্রেন দুর্ঘটনা আর মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে ৷ দুশ্চিন্তায় যাত্রীরা ৷

আরও পড়ুন:

1. অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6

2. বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4

3. বাহাঙ্গায় করমণ্ডল-যশবন্তপুর এক্সপ্রেসের ধ্বংসলীলা ! শনিবার সকালে আকাশপথে ভিউ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.