ETV Bharat / bharat

Lakhimpur kheri violence Case: লখিমপুরকাণ্ডে ধৃত মন্ত্রী-পুত্রের আরও দু'দিনের পুলিশি হেফাজত

এই ঘটনায় মূল অভিযুক্ত আশিষ মিশ্রকে গত 9 অক্টোবর গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ 11 অক্টোবর তার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ৷

Lakhimpur kheri violence Case
লখিমপুরকাণ্ডে ধৃত মন্ত্রী পুত্র আশিষ মিশ্রের আরও দু'দিনের পুলিশি হেফাজত
author img

By

Published : Oct 22, 2021, 10:23 PM IST

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 22 অক্টোবর : লখিমপুরকাণ্ডে ধৃত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রের আরও দু'দিনের পুলিশি হেফাজত হল ৷ শুক্রবার লখিমপুরের সিজেএম আদালতের বিচারক চিন্তা রাম এই নির্দেশ দেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার তার পুলিশি হেফাজত হল ৷

আশিষ মিশ্রের পাশাপাশি আরও এই মামলায় ধৃত অঙ্কিত দাস, লতিফ ও শেখর ভারতীরও আরও 2 দিনের পুলিশি হেফাজত হয়েছে৷ এদিন বিচারকের কাছে ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুলিশের তরফে ৷ এর বিরোধিতা করেন ধৃতদের আইনজীবীরা ৷ সওয়াল জবাবের পর ধৃত চারজনের 2 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ৷

আরও পড়ুন : RBI: আরবিআই-এর নজরদারি শহরের একাধিক সমবায় ব্যাঙ্কের উপর, বাতিল করা হতে পারে লাইসেন্সও

উল্লেখ্, গত 3 অক্টোবর লখিমপুরে কৃষকদের আন্দোলন চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ অভিযোগ সেদিন আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ ৷ ঘটনায় কমপক্ষে 4 জন কৃষকের মৃত্যু হয় সেদিন ৷ এই ঘটনার জেরে ওইদিন সাময়িক হিংসা ছড়ায় এলাকায় তাতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিষ মিশ্রকে গত 9 অক্টোবর গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ 11 অক্টোবর তার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ গত 15 অক্টোবর সেই হেফাজতের সময়সীমা শেষ হলে তাকে লখিমপুর জেলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান হয় ৷ এদিন ফের তার পুলিশি হেফাজত হল ৷

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 22 অক্টোবর : লখিমপুরকাণ্ডে ধৃত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রের আরও দু'দিনের পুলিশি হেফাজত হল ৷ শুক্রবার লখিমপুরের সিজেএম আদালতের বিচারক চিন্তা রাম এই নির্দেশ দেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার তার পুলিশি হেফাজত হল ৷

আশিষ মিশ্রের পাশাপাশি আরও এই মামলায় ধৃত অঙ্কিত দাস, লতিফ ও শেখর ভারতীরও আরও 2 দিনের পুলিশি হেফাজত হয়েছে৷ এদিন বিচারকের কাছে ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুলিশের তরফে ৷ এর বিরোধিতা করেন ধৃতদের আইনজীবীরা ৷ সওয়াল জবাবের পর ধৃত চারজনের 2 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ৷

আরও পড়ুন : RBI: আরবিআই-এর নজরদারি শহরের একাধিক সমবায় ব্যাঙ্কের উপর, বাতিল করা হতে পারে লাইসেন্সও

উল্লেখ্, গত 3 অক্টোবর লখিমপুরে কৃষকদের আন্দোলন চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ অভিযোগ সেদিন আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ ৷ ঘটনায় কমপক্ষে 4 জন কৃষকের মৃত্যু হয় সেদিন ৷ এই ঘটনার জেরে ওইদিন সাময়িক হিংসা ছড়ায় এলাকায় তাতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিষ মিশ্রকে গত 9 অক্টোবর গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ 11 অক্টোবর তার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ গত 15 অক্টোবর সেই হেফাজতের সময়সীমা শেষ হলে তাকে লখিমপুর জেলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান হয় ৷ এদিন ফের তার পুলিশি হেফাজত হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.