ETV Bharat / bharat

Lata Mangeshkar : সুরসম্রাজ্ঞীর প্রয়াণে দেশজুড়ে দু'দিন জাতীয় শোক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে শেষ বিদায় - Lata Mangeshkar last rite Mumbai

তাঁর কণ্ঠ স্তব্ধ । সারা দেশ আজ তাঁর শোকে মূহ্যমান । তাই দু'দিনের জাতীয় শোক পালনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Lata Mangeshkar passed away) ।

Lata Mangeshkar Death News
Lata Mangeshkar death National Mourning
author img

By

Published : Feb 6, 2022, 11:02 AM IST

Updated : Feb 6, 2022, 1:01 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । তাঁর মৃত্যুতে দেশজুড়ে দু'দিন জাতীয় শোক পালন করা হবে, সরকারি সূত্রে জানানো হয়েছে (Two day national mourning and State funeral for Lata Mangeshkar) । তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে দু‘দিন বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । কিংবদন্তি শিল্পী আজ সকাল 8.12 মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ প্রতীত সমদানি ।

আজ সকাল 12.30 মিনিটে হাসপাতাল থেকে তাঁর শবদেহ তাঁর বাড়ি প্রভুকুঞ্জে নিয়ে যাওয়া হয় । সেখানে বেলা 3টে পর্যন্ত তাঁর দেহ রাখা থাকবে । কেন্দ্রীয় সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার 6 ফেব্রুয়ারি ও সোমবার 7 ফেব্রুয়ারি শোকদিবস পালিত হবে । এই সময় দেশজুড়ে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা থাকবে । আর পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় ভারতরত্ন শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে । সন্ধে 6.30 মিনিট নাগাদ মুম্বইয়ের শিবাজী পার্কে তাঁর অন্তিম সংস্কার হবে ( Lata Mangeshkar last rite Mumbai Shivaji Park) ।

আরও পড়ুন : Lata Mangeshkar Death : একসঙ্গে শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না, জানালেন লতার চিকিৎসক

এ বছর 8 জানুয়ারি তিনি মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি হন । তাঁর কোভিড সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ে । সেখানেই 28 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি । মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও শনিবার থেকে ফের অবনতি হতে থাকে । কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন কিংবদন্তি শিল্পী । তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি-সহ একাধিক নেতাৃমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর শোকবার্তায় লিখেছেন, “আমরা আমাদের মায়ের আশীর্বাদ হারিয়েছি ।” টুইট করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ কোশিয়ারি (Bhagat Singh Koshyari) ।

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । তাঁর মৃত্যুতে দেশজুড়ে দু'দিন জাতীয় শোক পালন করা হবে, সরকারি সূত্রে জানানো হয়েছে (Two day national mourning and State funeral for Lata Mangeshkar) । তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে দু‘দিন বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । কিংবদন্তি শিল্পী আজ সকাল 8.12 মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ প্রতীত সমদানি ।

আজ সকাল 12.30 মিনিটে হাসপাতাল থেকে তাঁর শবদেহ তাঁর বাড়ি প্রভুকুঞ্জে নিয়ে যাওয়া হয় । সেখানে বেলা 3টে পর্যন্ত তাঁর দেহ রাখা থাকবে । কেন্দ্রীয় সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার 6 ফেব্রুয়ারি ও সোমবার 7 ফেব্রুয়ারি শোকদিবস পালিত হবে । এই সময় দেশজুড়ে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা থাকবে । আর পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় ভারতরত্ন শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে । সন্ধে 6.30 মিনিট নাগাদ মুম্বইয়ের শিবাজী পার্কে তাঁর অন্তিম সংস্কার হবে ( Lata Mangeshkar last rite Mumbai Shivaji Park) ।

আরও পড়ুন : Lata Mangeshkar Death : একসঙ্গে শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না, জানালেন লতার চিকিৎসক

এ বছর 8 জানুয়ারি তিনি মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি হন । তাঁর কোভিড সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ে । সেখানেই 28 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি । মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও শনিবার থেকে ফের অবনতি হতে থাকে । কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন কিংবদন্তি শিল্পী । তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি-সহ একাধিক নেতাৃমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর শোকবার্তায় লিখেছেন, “আমরা আমাদের মায়ের আশীর্বাদ হারিয়েছি ।” টুইট করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ কোশিয়ারি (Bhagat Singh Koshyari) ।

Last Updated : Feb 6, 2022, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.