ETV Bharat / bharat

Assembly Polls 2022 : বিজেপিশাসিত দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর মনোনয়ন পেশ

আগামী 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড ও গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ বৃহস্পতিবার ওই দুই বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও প্রমোদ সাওয়ান্ত মনোনয়ন পেশ করলেন (two cm of two bjp ruled states files nomination today) ৷

two-cm-of-two-bjp-ruled-states-files-nomination-today
Assembly Polls 2022 : বিজেপি শাসিত দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর মনোনয়ন পেশ
author img

By

Published : Jan 27, 2022, 2:05 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি : বিজেপিশাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মনোনয়নপত্র (two cm of two bjp ruled states files nomination today) জমা দিলেন ৷ একদিকে মনোনয়ন পেশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ অন্যদিকে মনোনয়ন জমা দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷

পুষ্করকে উত্তরাখণ্ডের খাতিমা থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ বৃহস্পতিবার ওই কেন্দ্রে মনোনয়ন পেশ করেন তিনি (Pushkar Singh Dhami Files Nomination) ৷ তার আগে বাড়িতে পুজোও করেন ৷ ওই কেন্দ্রে 2012 সালে প্রথমবার জয়ী হন পুষ্কর ৷ 2017-তেও তাঁর জয়ের ধারা অব্যাহত ছিল ৷ তিনি জানান, প্রতিবারই মনোনয়নের আগে বাড়িতে পুজো করেন ৷ তার পরই বের হন বাড়ি থেকে ৷ প্রতিবার ভগবানের কাছে সঠিক পথ দেখানোর কথা বলেন আর আশীর্বাদ চেয়ে নেন ৷

তবে অন্যবারের চেয়ে এবারের পরিস্থিতি আলাদা ৷ তার একটা কারণ অবশ্যই এবার জিতলে খাতিমা থেকে জয়ের হ্যাটট্রিক করবেন পুষ্কর ৷ কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হল, এখন আর তিনি কোনও সাধারণ বিধায়ক হন ৷ এখন তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Uttarakhand CM Pushkar Singh Dhami) ৷ কয়েকমাসে আগে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বিজেপি ৷ এবার তিনি ও তাঁর দল জিতলে, প্রথমবার ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবেন পুষ্কর ৷ তাঁর মা বিষ্ণা দেবীর আশা, ছেলে এবার ভোটেও জিতবে ৷ আর আবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও হবে ৷

অন্যদিকে এদিন মনোনয়ন জমা দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant Files Nomination) ৷ তাঁকে সানকোয়েলিম থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ 2012 সালে ওই কেন্দ্রে প্রথমবার জেতেন ৷ 2017 সালে আবারও ওই কেন্দ্রে থেকে জিতেছিলেন তিনি ৷ এবার জিতলে জয়ের হ্যাটট্রিক হবে ৷

তাছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি ভোটের ময়দানে (Goa CM Pramod Sawant) ৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, ’’আরও একবার সালকোয়েলিম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলাম ৷ বড় ব্যবধানে বিজেপি আবার জিতবে ৷ আমি আবার নির্বাচিত হব ৷ কর্মীরা ও আমি আত্মবিশ্বাসী ৷’’

গোয়া বিধানসভায় 40টি আসন ৷ সরকার গড়তে 21 জন বিধায়ক প্রয়োজন ৷ কিন্তু সেই সংখ্যা না থাকায় গত পাঁচ বছর গোয়ায় জোট সরকার চালাচ্ছে বিজেপি ৷ কিন্তু এদিন প্রমোদ সাওয়ান্ত দাবি করেছেন, এবারের ভোটে বিজেপি 22-এর বেশি আসনে জিতে সরকার গড়বে ৷

আরও পড়ুন : Uttarakhand Assembly polls: বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত কংগ্রেস নেতা কিশোর উপাধ্যায়

নয়াদিল্লি, 27 জানুয়ারি : বিজেপিশাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মনোনয়নপত্র (two cm of two bjp ruled states files nomination today) জমা দিলেন ৷ একদিকে মনোনয়ন পেশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ অন্যদিকে মনোনয়ন জমা দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷

পুষ্করকে উত্তরাখণ্ডের খাতিমা থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ বৃহস্পতিবার ওই কেন্দ্রে মনোনয়ন পেশ করেন তিনি (Pushkar Singh Dhami Files Nomination) ৷ তার আগে বাড়িতে পুজোও করেন ৷ ওই কেন্দ্রে 2012 সালে প্রথমবার জয়ী হন পুষ্কর ৷ 2017-তেও তাঁর জয়ের ধারা অব্যাহত ছিল ৷ তিনি জানান, প্রতিবারই মনোনয়নের আগে বাড়িতে পুজো করেন ৷ তার পরই বের হন বাড়ি থেকে ৷ প্রতিবার ভগবানের কাছে সঠিক পথ দেখানোর কথা বলেন আর আশীর্বাদ চেয়ে নেন ৷

তবে অন্যবারের চেয়ে এবারের পরিস্থিতি আলাদা ৷ তার একটা কারণ অবশ্যই এবার জিতলে খাতিমা থেকে জয়ের হ্যাটট্রিক করবেন পুষ্কর ৷ কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হল, এখন আর তিনি কোনও সাধারণ বিধায়ক হন ৷ এখন তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Uttarakhand CM Pushkar Singh Dhami) ৷ কয়েকমাসে আগে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বিজেপি ৷ এবার তিনি ও তাঁর দল জিতলে, প্রথমবার ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবেন পুষ্কর ৷ তাঁর মা বিষ্ণা দেবীর আশা, ছেলে এবার ভোটেও জিতবে ৷ আর আবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও হবে ৷

অন্যদিকে এদিন মনোনয়ন জমা দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant Files Nomination) ৷ তাঁকে সানকোয়েলিম থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ 2012 সালে ওই কেন্দ্রে প্রথমবার জেতেন ৷ 2017 সালে আবারও ওই কেন্দ্রে থেকে জিতেছিলেন তিনি ৷ এবার জিতলে জয়ের হ্যাটট্রিক হবে ৷

তাছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি ভোটের ময়দানে (Goa CM Pramod Sawant) ৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, ’’আরও একবার সালকোয়েলিম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলাম ৷ বড় ব্যবধানে বিজেপি আবার জিতবে ৷ আমি আবার নির্বাচিত হব ৷ কর্মীরা ও আমি আত্মবিশ্বাসী ৷’’

গোয়া বিধানসভায় 40টি আসন ৷ সরকার গড়তে 21 জন বিধায়ক প্রয়োজন ৷ কিন্তু সেই সংখ্যা না থাকায় গত পাঁচ বছর গোয়ায় জোট সরকার চালাচ্ছে বিজেপি ৷ কিন্তু এদিন প্রমোদ সাওয়ান্ত দাবি করেছেন, এবারের ভোটে বিজেপি 22-এর বেশি আসনে জিতে সরকার গড়বে ৷

আরও পড়ুন : Uttarakhand Assembly polls: বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত কংগ্রেস নেতা কিশোর উপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.