ETV Bharat / bharat

Civilians shot dead : দু'টি পৃথক ঘটনায় কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে নিহত 2 - Eidgah

শনিবার শ্রীনগরের ঈদগা এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার ৷ বিহারের ওই বাসিন্দা পেশায় ফুচকা বিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে ৷

Kashmir Civilians Dead
দু'টি পৃথক ঘটনায় কাশ্মীরে দুষ্কৃতিদের গুলিতে নিহত 2
author img

By

Published : Oct 16, 2021, 10:03 PM IST

শ্রীনগর, 16 অক্টোবর : উপত্যকায় দু'টি পৃথক ঘটনায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারালেন দুই সাধারণ নাগরিক ৷ শনিবার শ্রীনগরের ঈদগা এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার ৷ বিহারের ওই বাসিন্দা পেশায় ফুচকা বিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে ৷

স্থানীয় এক পুলিশ আধিকারিকের কথায়, "পেশায় ফুচকা বিক্রেতা বিহারের বাসিন্দা অরবিন্দ কুমারকে খুব কাছ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৷ তাঁকে শ্রীনগর এসএমএইচএস হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷" দুর্ঘটনায় মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

অন্য আরেকটি ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, "দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সাজির ৷" উত্তরপ্রদেশের ওই বাসিন্দা স্থানীয় একটি মিলে কাঠের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : সিঙ্ঘু সীমানায় যুবক খুনে ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত

ঘটনার কড়া নিন্দা করেছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি৷ ঘটনাকে 'নিন্দনীয়' আখ্যা দিয়ে দু'টি ঘটনার কড়া সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ৷

শ্রীনগর, 16 অক্টোবর : উপত্যকায় দু'টি পৃথক ঘটনায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারালেন দুই সাধারণ নাগরিক ৷ শনিবার শ্রীনগরের ঈদগা এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার ৷ বিহারের ওই বাসিন্দা পেশায় ফুচকা বিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে ৷

স্থানীয় এক পুলিশ আধিকারিকের কথায়, "পেশায় ফুচকা বিক্রেতা বিহারের বাসিন্দা অরবিন্দ কুমারকে খুব কাছ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৷ তাঁকে শ্রীনগর এসএমএইচএস হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷" দুর্ঘটনায় মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

অন্য আরেকটি ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, "দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সাজির ৷" উত্তরপ্রদেশের ওই বাসিন্দা স্থানীয় একটি মিলে কাঠের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : সিঙ্ঘু সীমানায় যুবক খুনে ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত

ঘটনার কড়া নিন্দা করেছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি৷ ঘটনাকে 'নিন্দনীয়' আখ্যা দিয়ে দু'টি ঘটনার কড়া সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.