ETV Bharat / bharat

Kerala Rainfall : টালির চালে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, মৃত 2 শিশু - Arabian Sea

আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় একনাগাড়ে বৃষ্টি চলছে কেরালায় । তার জেরেই মাটি আলগা হয়েই দুর্ঘটনা ঘটে। শুক্রবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি চলতে পারে বলে আগাম সতর্ক করেছে আবহাওয়া দফতর ।

two children die  in Kerala as multi storey building collapses on their roof amid heavy rainfall
দুর্ঘটনা পরবর্তী ধ্বংসস্তূপ ।
author img

By

Published : Oct 12, 2021, 5:06 PM IST

মলপ্পুরম, 12 অক্টোবর : একটানা ভারী বৃষ্টিতে মর্মান্তিক দুর্ঘটনা কেরালার মলপ্পুরমে । তাতে বেঘোরে প্রাণ গেল দুই শিশুর ৷ এক নাগাড়ে বৃষ্টিতে মাটি আলগা হয়ে পাশের একটি নির্মীয়মাণ বহুতল তাদের টালির চালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ সেই ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েই মারা যায় ওই দুই শিশু ৷

মঙ্গলবার ভোরে মল্লপুরম জেলার কড়িপুর শহরের মুন্ডোত্তোপদম এলাকার মাথামকুলাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে ৷ পুলিশ জানিয়েছে, নিহত দুই শিশুর মধ্যে এক জনের বয়স ছিল ছ’মাস ৷ অন্য জন, তার আট বছর বয়সি দিদি ৷ যে বাড়িতে মৃত্যু হয়েছে শিশু দু’টির, সেটি তাদের দাদুর বাড়ি ৷

আরও পড়ুন: Fuel Price Hike: পেট্রলের দাম বাড়িয়ে সেই টাকায় বিনামূল্যে কোভিড টিকা দিচ্ছে কেন্দ্র, দাবি মন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে 4টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ আচমকাই পাশের নির্মীয়মাণ উঁচু বাড়িটি ওই বাড়ির টালির চালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ তীব্র শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখা যায়, পড়ে রয়েছে ধ্বংসাবশেষ ৷ স্থানীয়রা মিলেই তড়িঘড়ি ধ্বংসাবশেষ সরিয়ে শিশু দু’টিকে উদ্ধার করে কোঝিকোড় মেডিক্যাল কলেজে নিয়ে যান ৷ কিন্তু তাঁদের বাঁচানো যায়নি ৷

আরবসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে কেরালায় একটানা বৃষ্টি হয়ে চলেছে ৷ মঙ্গলবারও ভারী রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর ৷ আগামী 15 অক্টোবর, শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে তারা ৷

আরও পড়ুন: Delhi Police : দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

মলপ্পুরম, 12 অক্টোবর : একটানা ভারী বৃষ্টিতে মর্মান্তিক দুর্ঘটনা কেরালার মলপ্পুরমে । তাতে বেঘোরে প্রাণ গেল দুই শিশুর ৷ এক নাগাড়ে বৃষ্টিতে মাটি আলগা হয়ে পাশের একটি নির্মীয়মাণ বহুতল তাদের টালির চালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ সেই ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েই মারা যায় ওই দুই শিশু ৷

মঙ্গলবার ভোরে মল্লপুরম জেলার কড়িপুর শহরের মুন্ডোত্তোপদম এলাকার মাথামকুলাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে ৷ পুলিশ জানিয়েছে, নিহত দুই শিশুর মধ্যে এক জনের বয়স ছিল ছ’মাস ৷ অন্য জন, তার আট বছর বয়সি দিদি ৷ যে বাড়িতে মৃত্যু হয়েছে শিশু দু’টির, সেটি তাদের দাদুর বাড়ি ৷

আরও পড়ুন: Fuel Price Hike: পেট্রলের দাম বাড়িয়ে সেই টাকায় বিনামূল্যে কোভিড টিকা দিচ্ছে কেন্দ্র, দাবি মন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে 4টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ আচমকাই পাশের নির্মীয়মাণ উঁচু বাড়িটি ওই বাড়ির টালির চালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ তীব্র শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখা যায়, পড়ে রয়েছে ধ্বংসাবশেষ ৷ স্থানীয়রা মিলেই তড়িঘড়ি ধ্বংসাবশেষ সরিয়ে শিশু দু’টিকে উদ্ধার করে কোঝিকোড় মেডিক্যাল কলেজে নিয়ে যান ৷ কিন্তু তাঁদের বাঁচানো যায়নি ৷

আরবসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে কেরালায় একটানা বৃষ্টি হয়ে চলেছে ৷ মঙ্গলবারও ভারী রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর ৷ আগামী 15 অক্টোবর, শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে তারা ৷

আরও পড়ুন: Delhi Police : দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.