পুণে, 25 মে : মাত্র 12 ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের ৷ মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটির খবর আসে মহারাষ্ট্রের শিরুর জেলা থেকে ৷ স্থানীয় সূত্রে খবর, মৃত দুই ভাইয়ের নাম সতীশ কুন্ডালিক গাভারে এবং দত্তাত্রেয় কুন্ডালিক গাভারে ৷ তাঁরা শিরুর জেলার ভিত্থালওয়াড়ির বাসিন্দা ছিলেন ৷
গত 1 মে সতীশ কুন্ডালিক গাভারের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ ওইদিনই তাঁকে শিকরাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে পুণের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
এই ঘটনার দু’দিন পর, অর্থাৎ গত 3 মে সতীশের ভাই দত্তাত্রেয়র করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ হয় ৷ এদিকে, এর পর চিকিৎসাধীন থাকা অবস্থাতেই সতীশের মৃত্য়ু হয় ৷ তার 12 ঘণ্টার মধ্যে মারা যান তাঁর ভাই দত্তাত্রেয়ও ৷ এই ঘটনায় কার্যত আকাশ ভেঙে পড়ে গাভারে পরিবারের উপর ৷ একই পরিবারের দু’জন সদস্যকে পর পর হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন বাকিরা ৷
আরও পড়ুন : দেশে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা কমে হল 9.54 শতাংশ
প্রসঙ্গত, গাভারে পরিবারের একটা রাজনৈতিক পরিচিতিও রয়েছে ৷ সতীশ ও দত্তাত্রেয়র দিদির নাম হর্ষদা গাভারে ওয়ানজালে ৷ তিনি প্রয়াত বিধায়ক রমেশ ওয়ানজালের স্ত্রী ৷ ফলে এই ঘটনা ইতিমধ্যেই রাজ্য়ের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷