ETV Bharat / bharat

100 ফুট গভীর বোরওয়েলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু - আড়াই বছরের শিশু

Girl Falls into Borewell: গুজরাতে 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল শিশু ৷ আট ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার হলেও হাসপাতালে মৃত্যু আড়াই বছর বয়সির ৷

Girl Falls into Borewell
বোরওয়েলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 2:41 PM IST

Updated : Jan 2, 2024, 2:56 PM IST

দ্বারকা, 2 জানুয়ারি: গুজরাতে সোমবার 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছরের শিশু ৷ প্রায় আট ঘণ্টা পর জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে মৃত্যু হল তার ৷ শিশুকন্যাটির নাম এঞ্জেল শাখরা ৷ তার মৃত্যুতে পরিবারে-সহ পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । পুলিশ ঘটনার তদন্তে করছে ৷

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে দেবভূমি দ্বারকার রণ গ্রামে ৷ 1 জানুয়ারি বেলা 1টার দিকে আড়াই বছরের একটি শিশুকন্যা গ্রামে খেলতে গিয়ে 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় । স্থানীয় লোকজন এই ঘটনার কথা জানতে পেরে প্রথমে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে ৷ পরে প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলের পাশাপাশি মেডিক্যাল টিমও । শিশুটিকে উদ্ধারের জন্য প্রতিরক্ষা, এনডিআরএফ, এসডিআরএফের দলগুলির কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল ৷ সেনাবাহিনীর জওয়ানরাও মেয়েটিকে বাঁচাতে পৌঁছেছিল ।

জেসিবির সাহায্যে বোরওয়েলের পাশেই একটি গর্ত খুঁড়ে উদ্ধারকাজ শুরু হয় । উদ্ধার অভিযানের সময় দেখা গিয়েছে, শিশুটি বোরওয়েলের 25 থেকে 30 ফুট গভীরে আটকে রয়েছে । 108 অ্যাম্বুলেন্স থেকে বোরওয়েলে অক্সিজেনও সরবরাহ করা হয় । এছাড়াও, শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে 15 ফুট টেনে নিয়ে উপরেও তোলা হয় । প্রায় আট ঘণ্টা ধরে এই উদ্ধারের কাজ চলে ৷ উদ্ধারকারী দলের কঠোর পরিশ্রমের পরে শিশুটিকে সফলভাবে বোরওয়েল থেকে বের করেও আনা হয় ৷ এরপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । তবে চিকিৎসাধীন অবস্থায় আড়াই বছরের শিশুকন্যাটির মৃত্যু হয় ।

আরও পড়ুন:

  1. খেলতে গিয়ে 40 ফুট গভীর বোরওয়েলে 3 বছরের শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার
  2. 300 ফুট কুয়ো থেকে সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার শিশু
  3. 21 ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার কুয়োয় পড়ে যাওয়া শিশু

দ্বারকা, 2 জানুয়ারি: গুজরাতে সোমবার 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছরের শিশু ৷ প্রায় আট ঘণ্টা পর জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে মৃত্যু হল তার ৷ শিশুকন্যাটির নাম এঞ্জেল শাখরা ৷ তার মৃত্যুতে পরিবারে-সহ পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । পুলিশ ঘটনার তদন্তে করছে ৷

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে দেবভূমি দ্বারকার রণ গ্রামে ৷ 1 জানুয়ারি বেলা 1টার দিকে আড়াই বছরের একটি শিশুকন্যা গ্রামে খেলতে গিয়ে 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় । স্থানীয় লোকজন এই ঘটনার কথা জানতে পেরে প্রথমে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে ৷ পরে প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলের পাশাপাশি মেডিক্যাল টিমও । শিশুটিকে উদ্ধারের জন্য প্রতিরক্ষা, এনডিআরএফ, এসডিআরএফের দলগুলির কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল ৷ সেনাবাহিনীর জওয়ানরাও মেয়েটিকে বাঁচাতে পৌঁছেছিল ।

জেসিবির সাহায্যে বোরওয়েলের পাশেই একটি গর্ত খুঁড়ে উদ্ধারকাজ শুরু হয় । উদ্ধার অভিযানের সময় দেখা গিয়েছে, শিশুটি বোরওয়েলের 25 থেকে 30 ফুট গভীরে আটকে রয়েছে । 108 অ্যাম্বুলেন্স থেকে বোরওয়েলে অক্সিজেনও সরবরাহ করা হয় । এছাড়াও, শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে 15 ফুট টেনে নিয়ে উপরেও তোলা হয় । প্রায় আট ঘণ্টা ধরে এই উদ্ধারের কাজ চলে ৷ উদ্ধারকারী দলের কঠোর পরিশ্রমের পরে শিশুটিকে সফলভাবে বোরওয়েল থেকে বের করেও আনা হয় ৷ এরপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । তবে চিকিৎসাধীন অবস্থায় আড়াই বছরের শিশুকন্যাটির মৃত্যু হয় ।

আরও পড়ুন:

  1. খেলতে গিয়ে 40 ফুট গভীর বোরওয়েলে 3 বছরের শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার
  2. 300 ফুট কুয়ো থেকে সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার শিশু
  3. 21 ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার কুয়োয় পড়ে যাওয়া শিশু
Last Updated : Jan 2, 2024, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.