রাঁচি, 24 অগস্ট: ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় নয়া মোড় ৷ রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনর 'ঘনিষ্ঠ' এক ব্যক্তির বাড়ি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Two AK 47 rifles seized from CM close aides house in Ranchi) ৷ অবৈধ খনি মামলার তদন্তে (Jharkhand Illegal Mining Case) নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী-কেও (Hemant Soren) এই মামলায় শরিক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ দিনকয়েক ধরে পড়শি রাজ্য বিহার-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷
সেই তল্লাশির অংশ হিসেবেই এদিন রাঁচিতে প্রেম প্রকাশের (Prem Prakash) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা ৷ যিনি মুখ্যমন্ত্রী সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিকমহলে পরিচিত ৷ এদিন তল্লাশি চালিয়ে প্রেম প্রকাশের বাসভবনের আলমারি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করে ইডি ৷ অবৈধ খনি মামলায় তিনি মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করেছেন বলে মনে করে তদন্তকারী সংস্থা ।
আগেও এই প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷ কিন্তু উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ৷ সূত্রের খবর, এদিন সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই ফের তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তাতেই মিলল সাফল্য ৷ একই মামলায় গত 19 জুলাই পঙ্কজ মিশ্রকেও গ্রেফতার করেছিল ইডি ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা
ধৃত পঙ্কজও হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পাশাপাশি তাঁর নামে থাকা 37টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত হয়েছে ৷ তা থেকে উদ্ধার হয়েছে প্রায় 12 কোটি টাকা ৷