টুমকুর (কর্নাটক), 18 অক্টোবর: কর্নাটকের 12 হাজার 500 একর জমির উপরে গড়ে ওটা টুমকুর সোলার পার্কে জমল জল (Tumkur Solar Park Submerged in Rainwater) ৷ টানা বৃষ্টির জেরে ওই সোলার পার্কে জল জমে গিয়েছে ৷ টুমকুর জেলার পাভাগাড়া তালুকে গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে ৷ যার জেরে টুমকুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ আর সেই সঙ্গে টুমকুর সোলার পার্কেও বৃষ্টির জল জমেছে ৷
এই সোলার পার্কটি পাভাগাড়ার ভাল্লুর এবং কাটাগানা লেক গ্রামের মাঝে অবস্থিত ৷ যেখানে দিনে 2 হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয় ৷ তবে, জল জমে যাওয়ায় সেখানে বিদ্যুৎ উৎপাদনে কোনও সমস্যা হয়েছে কিনা, তা জানা যায়নি ৷ জল জমে কোনও যান্ত্রিক গোলযোগ না-হলে সোলার প্যানেলগুলি নিজের মতো কাজ করবে এবং প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করবে ৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে আত্মপ্রকাশ মোধেরার
তবে, টুমকুর সোলার পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অভিযোগ জল জমে যাওয়ার ফলে সেখানে অস্থায়ী সরোবর তৈরি হয়েছে ৷ আর স্থানীয় গ্রামের ছেলেরা সেই জলে সাঁতার কাটছে ৷ কোনওভাবে জমা জলে বিদ্যুৎ কেন্দ্র থেকে শর্ট-সার্কিট হলে বড় বিপত্তি ঘটার আশঙ্কা করা হচ্ছে ৷ এ নিয়ে সোলার পার্কের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে সোলার পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গাফিলতির অভিযোগ করেছে স্থানীয়রা ৷