ETV Bharat / bharat

‘‘সত্য বরাবর নির্ভীক’’! কোভিড টুলকিট নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের - দিল্লি পুলিশ

কোভিড টুলকিট বিতর্কে বিজেপিকে নিশানা করে টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷ যেখানে তিনি টুইট করে লেখেন, সত্য বরাবর নির্ভীক ৷ টুইটার ইন্ডিয়াকে নোটিস পাঠানো এবং তাদের অফিসে দিল্লি পুলিশের হানা দেওয়া নিয়ে এই টুইট করেন তিনি ৷

truth-remains-unafraid-says-rahul-gandhi
‘‘সত্য বরাবর নির্ভীক’’! কোভিড টুলকিট নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের
author img

By

Published : May 25, 2021, 8:49 PM IST

নয়াদিল্লি, 25 মে : ‘‘সত্য বরাবর নির্ভীক’’! কোভিড টুলকিট নিয়ে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ মঙ্গলবার তিনি একটি টুইট করে একথা বলেন ৷ প্রসঙ্গত, কোভিড টুলকিট বিতর্কে জড়িত থাকার অভিযোগে সোমবার টুইটার ইন্ডিয়াকে একটি নোটিস পাঠায় দিল্লি পুলিশ ৷

তারপর সোমবার দিল্লি ও গুরগাঁও এর টুইটারের দু’টি অফিসে দু’টি দল পাঠিয়ে তল্লাশি চালানো হয় ৷ আর সেই ঘটনার প্রেক্ষিতেই আজ এই টুইটটি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘সত্য বরাবর নির্ভীক’’! তবে, শুধু রাহুল গান্ধি নন, কংগ্রেসের তরফেও এই তল্লাশির নিন্দা করা হয় ৷ যেখানে বলা হয়েছে, ভীরুর মতো মাইক্রোব্লগিং সাইটের অফিসে হানা দেওয়া হয়েছে ৷ সেখানে কংগ্রেসের তরফে আরও অভিযোগ করা হয়, দিল্লি পুলিশ বিজেপি নেতাদের তৈরি প্রতারণামূলক টুলকিটের সত্যতা লুকানোর জন্য সেখানে তল্লাশি চালাতে গিয়েছিল ৷

truth-remains-unafraid-says-rahul-gandhi
কোভিড টুলকিট নিয়ে রাহুল গান্ধির করা টুইট

আরও পড়ুন : সরকারি নিয়ম অমান্য; ভারতে টুইটার-ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান

প্রসঙ্গত, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, কংগ্রেসের তরফে একটি টুলকিট তৈরি করা হয়েছে, যা কোভিড-19 পরিস্থিতি মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে নষ্ট করছে ৷ সেই অভিযোগ খারিজ করে পাল্টা কংগ্রেসের তরফে অভিযোগ হয়েছে, বিজেপি পরিকল্পিতভাবে ওই টুলকিটটি তৈরি করে, তাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে ৷

নয়াদিল্লি, 25 মে : ‘‘সত্য বরাবর নির্ভীক’’! কোভিড টুলকিট নিয়ে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ মঙ্গলবার তিনি একটি টুইট করে একথা বলেন ৷ প্রসঙ্গত, কোভিড টুলকিট বিতর্কে জড়িত থাকার অভিযোগে সোমবার টুইটার ইন্ডিয়াকে একটি নোটিস পাঠায় দিল্লি পুলিশ ৷

তারপর সোমবার দিল্লি ও গুরগাঁও এর টুইটারের দু’টি অফিসে দু’টি দল পাঠিয়ে তল্লাশি চালানো হয় ৷ আর সেই ঘটনার প্রেক্ষিতেই আজ এই টুইটটি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘সত্য বরাবর নির্ভীক’’! তবে, শুধু রাহুল গান্ধি নন, কংগ্রেসের তরফেও এই তল্লাশির নিন্দা করা হয় ৷ যেখানে বলা হয়েছে, ভীরুর মতো মাইক্রোব্লগিং সাইটের অফিসে হানা দেওয়া হয়েছে ৷ সেখানে কংগ্রেসের তরফে আরও অভিযোগ করা হয়, দিল্লি পুলিশ বিজেপি নেতাদের তৈরি প্রতারণামূলক টুলকিটের সত্যতা লুকানোর জন্য সেখানে তল্লাশি চালাতে গিয়েছিল ৷

truth-remains-unafraid-says-rahul-gandhi
কোভিড টুলকিট নিয়ে রাহুল গান্ধির করা টুইট

আরও পড়ুন : সরকারি নিয়ম অমান্য; ভারতে টুইটার-ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান

প্রসঙ্গত, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, কংগ্রেসের তরফে একটি টুলকিট তৈরি করা হয়েছে, যা কোভিড-19 পরিস্থিতি মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে নষ্ট করছে ৷ সেই অভিযোগ খারিজ করে পাল্টা কংগ্রেসের তরফে অভিযোগ হয়েছে, বিজেপি পরিকল্পিতভাবে ওই টুলকিটটি তৈরি করে, তাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.