ETV Bharat / bharat

Modi's Photo on LPG Cylinder: এলপিজি সিলিন্ডারে মোদির ছবি, দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ টিআরএসের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এলপিজি সিলিন্ডারে (LPG Cylinder) দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ছবি ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Union Finance Minister Nirmala Sitharaman) আক্রমণ করল টিআরএস ৷

trs-slams-bjp-through-a-video-of-prime-minister-narendra-modi-photo-on-lpg-cylinder
Modi's Photo on LPG Cylinder: এলপিজি সিলিন্ডারে মোদির ছবি, দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ টিআরএসের
author img

By

Published : Sep 3, 2022, 7:44 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর : এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বৃদ্ধি নিয়ে প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলের নেতা ও নেত্রীরা ৷ এবার রান্নার গ্যাসের সিলিন্ডারে সরাসরি মোদির ছবি দিয়ে কটাক্ষ করা হল ৷ ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায় (Telangana) ৷ এই নিয়ে টুইট করেছেন টিআরএসের (TRS) সোশ্যাল মিডিয়া আহ্বায়ক কৃষ্ণা কে ৷

শুক্রবার তেলঙ্গানার বিরকোরের একটি রেশন দোকানে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman) ৷ সেখানেই তিনি প্রধানমন্ত্রীর ছবি কেন নেই, সেই প্রশ্ন তোলেন ৷ স্থানীয় জেলাশাসককেই তিনি প্রশ্ন করেন ৷ জেলাশাসককে এই নিয়ে তিরস্কারও করেন বলে অভিযোগ ৷

এদিন কৃষ্ণা কে ওই টুইটে তাই মেশন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ লিখেছেন, আপনি মোদির ছবি চাইছিলেন ৷ সেটাই দেওয়া হল ৷

অন্যদিকে নির্মলা সীতারমনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তেলঙ্গানার টিআরএস নেতা তথা ওই রাজ্যের মন্ত্রী কে টি রামা রাও ৷ তাঁর দাবি, রেশন দোকানে যে চাল দেওয়া হয়, তার কেন্দ্র ও রাজ্যের অনুপাত বলতে না পারায় এক জেলাশাসকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সীতারমন ৷ যা এআইএস অফিসারদের ভালো কাজে অনুৎসাহিত করবে ৷

আরও পড়ুন : কর্নাটকের কংগ্রেস নেত্রীকে জেলে পাঠানোর হুমকি, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর : এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বৃদ্ধি নিয়ে প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলের নেতা ও নেত্রীরা ৷ এবার রান্নার গ্যাসের সিলিন্ডারে সরাসরি মোদির ছবি দিয়ে কটাক্ষ করা হল ৷ ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায় (Telangana) ৷ এই নিয়ে টুইট করেছেন টিআরএসের (TRS) সোশ্যাল মিডিয়া আহ্বায়ক কৃষ্ণা কে ৷

শুক্রবার তেলঙ্গানার বিরকোরের একটি রেশন দোকানে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman) ৷ সেখানেই তিনি প্রধানমন্ত্রীর ছবি কেন নেই, সেই প্রশ্ন তোলেন ৷ স্থানীয় জেলাশাসককেই তিনি প্রশ্ন করেন ৷ জেলাশাসককে এই নিয়ে তিরস্কারও করেন বলে অভিযোগ ৷

এদিন কৃষ্ণা কে ওই টুইটে তাই মেশন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ লিখেছেন, আপনি মোদির ছবি চাইছিলেন ৷ সেটাই দেওয়া হল ৷

অন্যদিকে নির্মলা সীতারমনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তেলঙ্গানার টিআরএস নেতা তথা ওই রাজ্যের মন্ত্রী কে টি রামা রাও ৷ তাঁর দাবি, রেশন দোকানে যে চাল দেওয়া হয়, তার কেন্দ্র ও রাজ্যের অনুপাত বলতে না পারায় এক জেলাশাসকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সীতারমন ৷ যা এআইএস অফিসারদের ভালো কাজে অনুৎসাহিত করবে ৷

আরও পড়ুন : কর্নাটকের কংগ্রেস নেত্রীকে জেলে পাঠানোর হুমকি, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.