হায়দরাবাদ, 3 নভেম্বর: দিনকয়েক আগেই জাতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টিআরএস (TRS chief KCR) । এবার সরাসরি মোদিকে আক্রমণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর । এদিন সাংবাদিক সম্মেলন করে কল্ভকুন্তল চন্দ্রশেখর রাও দাবি করেন, "বিজেপি তেলেঙ্গানা সরকার, তারপর দিল্লি এবং অন্ধ্র সরকারকে ফেলার পরিকল্পনা করছে ।" স্বপক্ষে জায়ান্ট স্ক্রিনে বিধায়কদের একটি মিটিংয়ের ভিডিয়োও শেয়ার করেছেন তিনি । একই সঙ্গে জানিয়েছেন, বিধায়ক ভাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরকার ফেলার ভয় দেখিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি (TRS chief KCR goes all out against PM Modi) ।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি ঘরে কয়েকজন আলোচনা করছেন । কেসিআর-এর অভিযোগ, অভিযুক্তরা গত সপ্তাহে আমাদের চারজন বিধায়ককে দলত্যাগ করানোর চেষ্টা করেছে । তাঁদের একাধিক আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড রয়েছে । ওই তিনজনই দাবি করেছেন, বিজেপি এখনও পর্যন্ত 8টি রাজ্যের সরকারকে ফেলেছে । আরও 4টি সরকারকে ফেলার জন্য বদ্ধপরিকর পদ্মশিবির ।
একই সঙ্গে তেলেঙ্গানার বিধায়কদের চোরাচালানের মামলাকে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা না-দেখার জন্য বিচার বিভাগের কাছে আবেদন করেছেন তিনি । কেসিআর বলেন, "বিজেপি তেলেঙ্গানা, দিল্লি এবং অন্ধ্র সরকারের পতন ঘটাতে চাইছে । এমনকী জনগণ এবং আদালতকে ভুল বোঝাতে গুরুত্বপূর্ণ ফুটেজ দেখাচ্ছে । আমরা এদের ষড়যন্ত্র নস্যাৎ করতে চেয়েছিলাম । আমরা তেলেঙ্গানা হাইকোর্টেও ভিডিয়ো পাঠিয়েছি ।"
আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে আসছেন কেসিআর, আনন্দে 'মদ-মুরগি' বিতরণ করলেন টিআরএস নেতা