ETV Bharat / bharat

Tripura TMC: পৌরনির্বাচনের আগে তপ্ত ত্রিপুরা, থানায় আক্রান্ত তৃণমূল - ত্রিপুরা তৃণমূল

পৌরসভা নির্বাচনের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের (Tripura TMC) উপস্থিতিকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল ত্রিপুরায় ৷ আগরতলায় সায়নী ঘোষকে (Saayoni Ghosh) থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ উঠল ৷ থানাতেই হামলায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন ৷

Tripura: Saayoni Ghosh interrogated in Agartala women police station, tmc workers attacked by miscreants
পৌরনির্বাচনের আগে তপ্ত ত্রিপুরা: সায়নীকে জিজ্ঞাসাবাদ, হামলায় আক্রান্ত তৃণমূল !
author img

By

Published : Nov 21, 2021, 3:09 PM IST

Updated : Nov 21, 2021, 4:37 PM IST

আগরতলা, 21 নভেম্বর: পৌরসভা নির্বাচনের আগে আগরতলা সফররত তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ঘিরে (Tripura TMC) ফের উত্তপ্ত ত্রিপুরা ৷ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) পূর্ব আগরতলা মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ উঠল ৷ থানাতেই হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ হামলায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ৷ সেই সময় থানায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

25 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন ৷ কিছুদিন ধরেই সেখানে থেকে প্রচার চালাচ্ছেন সায়নী ঘোষ ৷ আগরতলায় ঘাঁটি গেড়েছেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ তাঁরা যে হোটেলে থাকছেন, রবিবার বেলা 11টা নাগাদ সেখানে যায় মহিলা পুলিশ বাহিনী ৷ সায়নীকে থানায় নিয়ে যেতে চাইলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা শুরু হয় ৷ কী অভিযোগে সায়নীকে থানায় যেতে হবে, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ ৷ এরপর পুলিশের সঙ্গেই থানায় যান সায়নী-সহ অন্যান্য তৃণমূল নেতারা ৷

আরও পড়ুন: Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

পূর্ব আগরতলা থানায় নিয়ে গিয়ে সায়নী ঘোষকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখনই কয়েকজন থানায় হামলা চালায় বলে অভিযোগ করেছে তৃণমূল ৷ মাথায় হেলমেট পরে তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুর ও কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির আশ্রিত গুন্ডারা তৃণমূল নেতাদের উপর হামলা চালায় ৷ ত্রিপুরায় তৃণমূলের তরফে থানায় হামলার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "ত্রিপুরা বিজেপির লজ্জা ৷ দেখুন কীভাবে পুলিশের সামনেই আমাদের সদস্যদের উপর হামলা চালাল গুন্ডারা ৷ ত্রিপুরায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷"

আরও পড়ুন: Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

আগামিকাল ত্রিপুরা যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ নির্বাচনী প্রচারেই তাঁর ত্রিপুরা সফরের কর্মসুচি রয়েছে ৷ তার আগের দিন থেকেই রাজনৈতিক পারদ চড়ে গেল আগরতলায় ৷

আরও পড়ুন: Acid Attack: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল 2 সন্তানের মা

আগরতলা, 21 নভেম্বর: পৌরসভা নির্বাচনের আগে আগরতলা সফররত তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ঘিরে (Tripura TMC) ফের উত্তপ্ত ত্রিপুরা ৷ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) পূর্ব আগরতলা মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ উঠল ৷ থানাতেই হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ হামলায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ৷ সেই সময় থানায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

25 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন ৷ কিছুদিন ধরেই সেখানে থেকে প্রচার চালাচ্ছেন সায়নী ঘোষ ৷ আগরতলায় ঘাঁটি গেড়েছেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ তাঁরা যে হোটেলে থাকছেন, রবিবার বেলা 11টা নাগাদ সেখানে যায় মহিলা পুলিশ বাহিনী ৷ সায়নীকে থানায় নিয়ে যেতে চাইলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা শুরু হয় ৷ কী অভিযোগে সায়নীকে থানায় যেতে হবে, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ ৷ এরপর পুলিশের সঙ্গেই থানায় যান সায়নী-সহ অন্যান্য তৃণমূল নেতারা ৷

আরও পড়ুন: Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

পূর্ব আগরতলা থানায় নিয়ে গিয়ে সায়নী ঘোষকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখনই কয়েকজন থানায় হামলা চালায় বলে অভিযোগ করেছে তৃণমূল ৷ মাথায় হেলমেট পরে তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুর ও কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির আশ্রিত গুন্ডারা তৃণমূল নেতাদের উপর হামলা চালায় ৷ ত্রিপুরায় তৃণমূলের তরফে থানায় হামলার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "ত্রিপুরা বিজেপির লজ্জা ৷ দেখুন কীভাবে পুলিশের সামনেই আমাদের সদস্যদের উপর হামলা চালাল গুন্ডারা ৷ ত্রিপুরায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷"

আরও পড়ুন: Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

আগামিকাল ত্রিপুরা যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ নির্বাচনী প্রচারেই তাঁর ত্রিপুরা সফরের কর্মসুচি রয়েছে ৷ তার আগের দিন থেকেই রাজনৈতিক পারদ চড়ে গেল আগরতলায় ৷

আরও পড়ুন: Acid Attack: বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ল 2 সন্তানের মা

Last Updated : Nov 21, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.