ETV Bharat / bharat

Mob lynched Case: ছাগল চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ত্রিপুরায় দুই মহিলা-সহ ধৃত 9

পিটিয়ে হত্য়া অভিযোগে 9 জনকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ ৷ ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ৷ ধৃতদের মধ্যে দু’জন মহিলা আছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 9, 2023, 11:03 PM IST

আগরতলা, 9 মে: পিটিয়ে হত্যার অভিযোগে ধৃত 9 ৷ ধৃতদের বিরুদ্ধে ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য ত্রিপুরায় ৷ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ৷ ধৃতদের মধ্যে 2জন মহিলা ৷

জেলা (পশ্চিম) সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কিরণ কুমার জানান, একটি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করেই গোলমাল বাঁধে ৷ মৃত সুনীল ওরাংয়ের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ ছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পিটিয়ে মারার ঘটনা ঘটে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "স্থানীয় মেঘলিবন্দ বস্তি এলাকা থেকে সোমবার একটি ছাগল চুরি যায় ৷ চুরি যাওয়া ছাগলটি খুঁজে পাওয়া যায় সুনীল ওরাংয়ের বাড়িতে ৷ তাঁর বাড়িতেই চড়াও হন দুই জন মহিলা-সহ 9 জন ৷ তাঁকে বেঁধে মারধর করা হয় ৷ এমনকী হকি স্টিক দিয়েও প্রহার করা হয় সুনীলকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এরপরেই 9 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷"

আরও পডু়ন: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে স্থানীয় সুনীল ওরাংয়ের বাড়িতে একটি ছাগল চলে আসে ৷ সেটিকে সুনীল একটি গাছের সঙ্গে বেঁধে রাখে ৷ এরপর ছাগলটি কোনও কারণে মরে যায় ৷ এদিকে ছাগলটির সন্ধানে ছাগলের মালিক সুনীলের বাড়িতে আসে, সেখানে ছাগলটিকে দেখতে পায় সে ৷ তিনি তখন কিছু না-বলে চলে যায় ৷ রাতের বেলায় স্থানীয় লোকজনদের নিয়ে ফিরে আসে সে ৷ সুনীলের উপর চড়াও হয় তারা ৷ অভিযোগ, সুনীলকে বাড়ি থেকে বের করে এনে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পেটাতে থাকে সকলে ৷ সুনীলকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায় তারা ৷ এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর ৷ পুলিশ এসে মৃতদেহটি ময়ানাতদন্তে পাঠায় ৷

প্রসঙ্গত, দেশে গণপিটুনির ঘটনা নতুন নয় ৷ কখনও দেখা যায় ডাইনি সন্দেহে অথবা চোর সন্দেহে গণধোলাই ৷ নাগরিকদের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ৷

আগরতলা, 9 মে: পিটিয়ে হত্যার অভিযোগে ধৃত 9 ৷ ধৃতদের বিরুদ্ধে ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য ত্রিপুরায় ৷ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ৷ ধৃতদের মধ্যে 2জন মহিলা ৷

জেলা (পশ্চিম) সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কিরণ কুমার জানান, একটি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করেই গোলমাল বাঁধে ৷ মৃত সুনীল ওরাংয়ের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ ছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পিটিয়ে মারার ঘটনা ঘটে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "স্থানীয় মেঘলিবন্দ বস্তি এলাকা থেকে সোমবার একটি ছাগল চুরি যায় ৷ চুরি যাওয়া ছাগলটি খুঁজে পাওয়া যায় সুনীল ওরাংয়ের বাড়িতে ৷ তাঁর বাড়িতেই চড়াও হন দুই জন মহিলা-সহ 9 জন ৷ তাঁকে বেঁধে মারধর করা হয় ৷ এমনকী হকি স্টিক দিয়েও প্রহার করা হয় সুনীলকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এরপরেই 9 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷"

আরও পডু়ন: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে স্থানীয় সুনীল ওরাংয়ের বাড়িতে একটি ছাগল চলে আসে ৷ সেটিকে সুনীল একটি গাছের সঙ্গে বেঁধে রাখে ৷ এরপর ছাগলটি কোনও কারণে মরে যায় ৷ এদিকে ছাগলটির সন্ধানে ছাগলের মালিক সুনীলের বাড়িতে আসে, সেখানে ছাগলটিকে দেখতে পায় সে ৷ তিনি তখন কিছু না-বলে চলে যায় ৷ রাতের বেলায় স্থানীয় লোকজনদের নিয়ে ফিরে আসে সে ৷ সুনীলের উপর চড়াও হয় তারা ৷ অভিযোগ, সুনীলকে বাড়ি থেকে বের করে এনে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পেটাতে থাকে সকলে ৷ সুনীলকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায় তারা ৷ এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর ৷ পুলিশ এসে মৃতদেহটি ময়ানাতদন্তে পাঠায় ৷

প্রসঙ্গত, দেশে গণপিটুনির ঘটনা নতুন নয় ৷ কখনও দেখা যায় ডাইনি সন্দেহে অথবা চোর সন্দেহে গণধোলাই ৷ নাগরিকদের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.