ETV Bharat / bharat

Tripura CPIM: ভোটের আগে পুলিশের সঙ্গে গোপন বৈঠক অমিত শাহের, কমিশনের দ্বারস্থ ত্রিপুরা সিপিএম - নির্বাচন কমিশন

আগামী বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভার ভোটগ্রহণ হবে (Tripura Assembly Elections 2023) ৷ মঙ্গলবার শেষ হল প্রচার ৷ শেষ লগ্নে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রচারের মাঝে তিনি ত্রিপুরা পুলিশের কর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে সিপিএমের অভিযোগ ৷

Tripura CPIM
Tripura CPIM
author img

By

Published : Feb 14, 2023, 8:02 PM IST

আগরতলা (ত্রিপুরা), 14 ফেব্রুয়ারি: মাঝে আর মাত্র একদিন ৷ তার পর বৃহস্পতিবারই ত্রিপুরার মানুষ ভোট দিয়ে এই রাজ্যের সরকার তৈরিতে নিজেদের মতামত প্রকাশ করবেন ৷ আর তার আগেই ভয়ঙ্কর অভিযোগ তুলল সিপিএম (CPIM) ৷ তাদের দাবি, ত্রিপুরা পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাই এই নিয়ে তাদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে ৷

চিঠিটি লিখেছেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ৷ সেখানে তিনি লিখেছেন, "কংগ্রেস সাংসদ গৌরব গগৈ একটি গুরুতর অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের জন্য ত্রিপুরায় এসে গত 11 ফেব্রুয়ারি রাতে গোপনে রাজ্যের ডিজিপি ও নির্বাচন দফতর-সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একটি ব্যাচের সঙ্গে দেখা করেন ।’’

চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘‘এমন এক সময়ে যখন সাধারণ ভোটার-সহ সবাই হিংসা মুক্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে খুবই উদ্বিগ্ন, তখন ভোটের মাত্র তিনদিন আগে এই ধরনের গোপন বৈঠক নির্বাচনী নিয়ম লঙ্ঘন করে ৷ সেখানে কোনও ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কি না, তা নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে । যেকোনও উপায়ে নির্বাচনে কারচুপির জন্য এই গোপন বৈঠক হয়েছে ৷”

তিনি আরও লিখেছেন, “আমি আপনাকে এই অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছি ৷ তদন্তে কোনও প্রাথমিক বিষয় প্রকাশ পেলে প্রথমে সংশ্ল্ষ্ট কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিন এবং তারপর অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক ৷”

ত্রিপুরায় এবার সিপিএম ও কংগ্রেসের জোট লড়াই করছে বিজেপির বিরুদ্ধে ৷ 2018 সালে সিপিএমের সরকার সরিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি ৷ তাই এবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারাতে মরিয়া সিপিএম ৷ সেই কারণেই কংগ্রেস সাংসদের তোলা অভিযোগ নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷

আরও পড়ুন: গণতন্ত্র ফেরাতে বামেদের ফেরান ! ত্রিপুরায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বার্তা ফ্রন্টের

আগরতলা (ত্রিপুরা), 14 ফেব্রুয়ারি: মাঝে আর মাত্র একদিন ৷ তার পর বৃহস্পতিবারই ত্রিপুরার মানুষ ভোট দিয়ে এই রাজ্যের সরকার তৈরিতে নিজেদের মতামত প্রকাশ করবেন ৷ আর তার আগেই ভয়ঙ্কর অভিযোগ তুলল সিপিএম (CPIM) ৷ তাদের দাবি, ত্রিপুরা পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাই এই নিয়ে তাদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে ৷

চিঠিটি লিখেছেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ৷ সেখানে তিনি লিখেছেন, "কংগ্রেস সাংসদ গৌরব গগৈ একটি গুরুতর অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের জন্য ত্রিপুরায় এসে গত 11 ফেব্রুয়ারি রাতে গোপনে রাজ্যের ডিজিপি ও নির্বাচন দফতর-সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একটি ব্যাচের সঙ্গে দেখা করেন ।’’

চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘‘এমন এক সময়ে যখন সাধারণ ভোটার-সহ সবাই হিংসা মুক্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে খুবই উদ্বিগ্ন, তখন ভোটের মাত্র তিনদিন আগে এই ধরনের গোপন বৈঠক নির্বাচনী নিয়ম লঙ্ঘন করে ৷ সেখানে কোনও ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কি না, তা নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে । যেকোনও উপায়ে নির্বাচনে কারচুপির জন্য এই গোপন বৈঠক হয়েছে ৷”

তিনি আরও লিখেছেন, “আমি আপনাকে এই অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছি ৷ তদন্তে কোনও প্রাথমিক বিষয় প্রকাশ পেলে প্রথমে সংশ্ল্ষ্ট কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিন এবং তারপর অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক ৷”

ত্রিপুরায় এবার সিপিএম ও কংগ্রেসের জোট লড়াই করছে বিজেপির বিরুদ্ধে ৷ 2018 সালে সিপিএমের সরকার সরিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি ৷ তাই এবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারাতে মরিয়া সিপিএম ৷ সেই কারণেই কংগ্রেস সাংসদের তোলা অভিযোগ নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷

আরও পড়ুন: গণতন্ত্র ফেরাতে বামেদের ফেরান ! ত্রিপুরায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বার্তা ফ্রন্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.