ETV Bharat / bharat

Biplab Deb Resigns : ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব - Former Tripura CM Biplab Deb

2018 সালে ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব ৷ আর দশমাস পর সেখানে বিধানসভা ভোট ৷ তার আগে আচমকা বিপ্লব দেবের ইস্তফায় নানা জল্পনা শুরু হল (Tripura CM Biplab Deb Resigns) ৷

tripura cm biplab deb resigns
Biplab Deb Resigns : ত্রিপুরায় ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
author img

By

Published : May 14, 2022, 4:47 PM IST

Updated : May 14, 2022, 8:00 PM IST

কলকাতা, 14 মে : ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Tripura CM Biplab Deb Resigns) ৷ শনিবার তিনি ওই রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন দীর্ঘ সময়ের বাম জমানার অবসান ঘটিয়ে 2018 সালে ত্রিপুরায় সরকার গড়ে বিজেপি ৷ সেই সময় ত্রিপুরায় বিজেপির সভাপতি ছিলেন বিপ্লব দেব (Former Tripura CM Biplab Deb) ৷ তাঁকেই মুখ্যমন্ত্রী করে মোদি-শাহের দল ৷

তার পর কেটে গিয়েছে 4 বছরেরও বেশি সময় ৷ আর দশমাস পরেই সেখানে বিধানসভা ভোট ৷ ঠিক সেই সময় আচমকাই ইস্তফা দিলেন বিপ্লব দেব ৷ কেন তিনি ইস্তফা দিলেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা ৷

tripura-cm-biplab-deb-resigns
বিপ্লব দেবের ইস্তফাপত্র

জানা গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে শুক্রবার বৈঠক করেন বিপ্লব দেব ৷ তখনই তিনি পদত্যাগের বিষয়টি জানান ৷ ফলে বিজেপির অন্দরে যে এই নিয়ে খবর ছিল, তা এখন স্পষ্ট ৷ সেই কারণেই সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দর যাদব, বিজেপির জাতীয় সম্পাদক তথা ত্রিপুরা বিজেপির পর্যবেক্ষক বিনোদ তিওয়ারি আগরতলায় পৌঁছে গিয়েছেন ৷ সূত্রের খবর, আজ সন্ধ্যাতেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নেবেন তাঁরা ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? এই ক্ষেত্রে দু’টি নাম শোনা যাচ্ছে ৷ একজন হলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও দ্বিতীয়জন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ৷ শেষ পর্যন্ত কে হবেন মুখ্যমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে ত্রিপুরাবাসী ৷

বিপ্লব দেবের বক্তব্য

এদিকে পদত্যাগের পর বিপ্লব দেব জানান, ওই রাজ্যে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করতে হবে ৷ তাই তিনি একেবারে তৃণমূল স্তরে গিয়ে সংগঠনের কাজ করতে চান ৷

আরও পড়ুন : Sudip Roy Barman Quits BJP : ত্রিপুরা বিজেপিতে ভাঙন, অনুগামীকে নিয়ে দল ছাড়লেন সুদীপ

কলকাতা, 14 মে : ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Tripura CM Biplab Deb Resigns) ৷ শনিবার তিনি ওই রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন দীর্ঘ সময়ের বাম জমানার অবসান ঘটিয়ে 2018 সালে ত্রিপুরায় সরকার গড়ে বিজেপি ৷ সেই সময় ত্রিপুরায় বিজেপির সভাপতি ছিলেন বিপ্লব দেব (Former Tripura CM Biplab Deb) ৷ তাঁকেই মুখ্যমন্ত্রী করে মোদি-শাহের দল ৷

তার পর কেটে গিয়েছে 4 বছরেরও বেশি সময় ৷ আর দশমাস পরেই সেখানে বিধানসভা ভোট ৷ ঠিক সেই সময় আচমকাই ইস্তফা দিলেন বিপ্লব দেব ৷ কেন তিনি ইস্তফা দিলেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা ৷

tripura-cm-biplab-deb-resigns
বিপ্লব দেবের ইস্তফাপত্র

জানা গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে শুক্রবার বৈঠক করেন বিপ্লব দেব ৷ তখনই তিনি পদত্যাগের বিষয়টি জানান ৷ ফলে বিজেপির অন্দরে যে এই নিয়ে খবর ছিল, তা এখন স্পষ্ট ৷ সেই কারণেই সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দর যাদব, বিজেপির জাতীয় সম্পাদক তথা ত্রিপুরা বিজেপির পর্যবেক্ষক বিনোদ তিওয়ারি আগরতলায় পৌঁছে গিয়েছেন ৷ সূত্রের খবর, আজ সন্ধ্যাতেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নেবেন তাঁরা ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? এই ক্ষেত্রে দু’টি নাম শোনা যাচ্ছে ৷ একজন হলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও দ্বিতীয়জন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ৷ শেষ পর্যন্ত কে হবেন মুখ্যমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে ত্রিপুরাবাসী ৷

বিপ্লব দেবের বক্তব্য

এদিকে পদত্যাগের পর বিপ্লব দেব জানান, ওই রাজ্যে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করতে হবে ৷ তাই তিনি একেবারে তৃণমূল স্তরে গিয়ে সংগঠনের কাজ করতে চান ৷

আরও পড়ুন : Sudip Roy Barman Quits BJP : ত্রিপুরা বিজেপিতে ভাঙন, অনুগামীকে নিয়ে দল ছাড়লেন সুদীপ

Last Updated : May 14, 2022, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.