ETV Bharat / bharat

Tripura BJP: ত্রিপুরায় ভোট প্রচারে রথযাত্রা করবে বিজেপি - রথযাত্রা

আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP) ৷

BJP
বিজেপি
author img

By

Published : Dec 26, 2022, 2:03 PM IST

আগরতলা, 26 ডিসেম্বর: মাস দুয়েক পরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP) ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি ‘রথযাত্রা’ শুরু করতে চলেছে ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, এই রথযাত্রার (Ratha Yatra) মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারে দলের কর্মীদের সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের মন জয়েরও চেষ্টা করবে ৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার জানিয়েছেন যে এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে দলের পক্ষ থেকে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ।

ওই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে । নতুন বছরের প্রথম সপ্তাহে এই রথযাত্রা শুরু হবে । এই রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে রাজ্য বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির দায়িত্বে আছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে সহকারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও থাকবেন অমিত রক্ষিত ৷”

ওই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে যে একটি রথযাত্রা উত্তর ত্রিপুরা জেলা থেকে শুরু হবে এবং অন্য রথযাত্রা দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হবে । দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হওয়া রথযাত্রার দায়িত্বে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রেয়াং, বিভীষণ দাস এবং তাপস মজুমদার ৷ অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং অন্যরা উত্তর ত্রিপুরা থেকে শুরু হওয়া রথযাত্রার দায়িত্বে রয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরায় সাধারণত বিধানসভা নির্বাচন হয় ফেব্রুয়ারিতে ৷ 2018 সালে ওই সময়েই হয়েছিল ৷ সেবার 60 আসনের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়েছিল বিজেপি ৷ জিতেছিল 36টি আসনে ৷ জোটসঙ্গী আইপিএফটি জিতেছিল আটটি আসনে ৷ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব ৷

তবে গত পাঁচ বছরে ত্রিপুরার রাজনীতিতে অনেক বদল এসেছে ৷ বিপ্লব দেবের বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ ক্ষুব্ধ বলে অভিযোগ উঠেছে ৷ তাই চলতি বছরের মাঝামাঝি বদলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ৷ বিপ্লবের বদলে সেখানে এখন প্রশাসনিক প্রধান মানিক সাহা ৷

ত্রিপুরায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল বামেরা ৷ তারাই এখন প্রধান বিরোধী ৷ তারা 16টি আসনে জিতেছিল 2018 সালে ৷ কিন্তু এখন ত্রিপুরায় ক্রমশ সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তাই এবার ত্রিপুরায় ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি ৷

রাজনৈতিক মহলের মতে বিজেপিই এগিয়ে ৷ কিন্তু কোনওভাবেই তারা ঝুঁকি নিতে চায় না ৷ সেই কারণেই ভোট ঘোষণার আগেই প্রচারে জোর দিতে চায় তারা ৷ তাই গেরুয়া শিবিরের ট্রেডমার্ক রথযাত্রার উপর ভরসা করছে বিজেপি ৷

আরও পড়ুন: অবাধ-হিংসামুক্ত নির্বাচন করতে হবে, ত্রিপুরার সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

আগরতলা, 26 ডিসেম্বর: মাস দুয়েক পরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP) ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি ‘রথযাত্রা’ শুরু করতে চলেছে ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, এই রথযাত্রার (Ratha Yatra) মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারে দলের কর্মীদের সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের মন জয়েরও চেষ্টা করবে ৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার জানিয়েছেন যে এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে দলের পক্ষ থেকে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ।

ওই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে । নতুন বছরের প্রথম সপ্তাহে এই রথযাত্রা শুরু হবে । এই রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে রাজ্য বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির দায়িত্বে আছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে সহকারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও থাকবেন অমিত রক্ষিত ৷”

ওই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে যে একটি রথযাত্রা উত্তর ত্রিপুরা জেলা থেকে শুরু হবে এবং অন্য রথযাত্রা দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হবে । দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হওয়া রথযাত্রার দায়িত্বে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রেয়াং, বিভীষণ দাস এবং তাপস মজুমদার ৷ অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং অন্যরা উত্তর ত্রিপুরা থেকে শুরু হওয়া রথযাত্রার দায়িত্বে রয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরায় সাধারণত বিধানসভা নির্বাচন হয় ফেব্রুয়ারিতে ৷ 2018 সালে ওই সময়েই হয়েছিল ৷ সেবার 60 আসনের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়েছিল বিজেপি ৷ জিতেছিল 36টি আসনে ৷ জোটসঙ্গী আইপিএফটি জিতেছিল আটটি আসনে ৷ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব ৷

তবে গত পাঁচ বছরে ত্রিপুরার রাজনীতিতে অনেক বদল এসেছে ৷ বিপ্লব দেবের বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ ক্ষুব্ধ বলে অভিযোগ উঠেছে ৷ তাই চলতি বছরের মাঝামাঝি বদলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ৷ বিপ্লবের বদলে সেখানে এখন প্রশাসনিক প্রধান মানিক সাহা ৷

ত্রিপুরায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল বামেরা ৷ তারাই এখন প্রধান বিরোধী ৷ তারা 16টি আসনে জিতেছিল 2018 সালে ৷ কিন্তু এখন ত্রিপুরায় ক্রমশ সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তাই এবার ত্রিপুরায় ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি ৷

রাজনৈতিক মহলের মতে বিজেপিই এগিয়ে ৷ কিন্তু কোনওভাবেই তারা ঝুঁকি নিতে চায় না ৷ সেই কারণেই ভোট ঘোষণার আগেই প্রচারে জোর দিতে চায় তারা ৷ তাই গেরুয়া শিবিরের ট্রেডমার্ক রথযাত্রার উপর ভরসা করছে বিজেপি ৷

আরও পড়ুন: অবাধ-হিংসামুক্ত নির্বাচন করতে হবে, ত্রিপুরার সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.