আগরতলা, 19 অগস্ট : রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য কেন্দ্রে সরকার গঠন এবং ত্রিপুরায় সরকার গঠন ৷ সেইলক্ষ্যেই এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তবে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারকে বার বার আক্রমণ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কাজ করছে বলেই মনে করছেন সে রাজ্যের বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক ৷ তবে এই ধরনের ঘটনাকে কোনওভাবেই যে বরদাস্ত করা হবে না তা স্পষ্টত বুঝিয়ে দেন তিনি ৷
এই প্রসঙ্গে বলতে গিয়ে আজ ত্রিপুরার বেলোনিয়ায় তিনি বলেন, "আমাদের তৃণমূল আক্রমণ করলে আমরা তাদের তালিবানি পদ্ধতিতে আক্রমণ করব ৷ খুব শীঘ্রই তাদের মাটিতে নামিয়ে আনা হবে৷ আমরা এক একফোঁটা রক্তবিন্দু দিয়ে এই সরকারকে রক্ষা করব ৷ " গত কয়েকদিনের বেশ কয়েকটি ঘটনায় খবরের শিরোনামে থেকেছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা৷ সেই ঘটনার আবারও পুনারাবৃত্তি হল রাজ্যের বিধায়কের মন্তব্যে ৷
আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকে ফের বদল হতে পারে করোনা টিকাকরণের সময়সূচি
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর আক্রমণের ঘটনার পর থেকে দলের যুবনেতা এমনকি সাংসদরাও আক্রান্ত হয়েছেন সেরাজ্যে ৷ তবে এই ঘটনার পরেও কোনওভাবেই বিরোধীদের যে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এই বিজেপি বিধায়ক ৷