ETV Bharat / bharat

Tripura Assembly Elections 2023: 5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Elections 2023) প্রচারে কোমড় বেঁধে নামছে বিজেপি ৷ প্রচারের পুরোভাগে রয়েছেন শাহ ৷ 5 জানুয়ারি উত্তর ত্রিপুরা থেকে বিজেপির রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah to Flag Off BJP Rath Yatra in Tripura) ৷

Amit Shah to flag off BJP Rath Yatra in Tripura ETV BHARAT
ত্রিপুরায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ
author img

By

Published : Dec 31, 2022, 1:57 PM IST

আগরতলা, 31 ডিসেম্বর: আগামী বছর ত্রিপুরা বিধানসভার নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ বছরের শুরুতেই প্রচার শুরু করে দিচ্ছে বিজেপি ৷ সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আগামী 5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির 'রথযাত্রা'র সূচনা করবেন তিনি (Amit Shah to Flag Off BJP Rath Yatra in Tripura) ৷ এক নেতা জানিয়েছেন, 8 দিনের এই রথযাত্রা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে শুরু হবে ৷ ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, অমিত শাহ ওইদিনেই দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে একটি জনসমাবেশে ভাষণ দেবেন ৷

ত্রিপুরা বিজেপি (Tripura BJP)-র তরফে জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) 12 জানুয়ারি এই রথযাত্রার শেষ দিনের কর্মসূচিতে যোগ দেবেন ৷ প্রসঙ্গত, আর মাস দুয়েক পরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই সেখানে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP) ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি 'রথযাত্রা' শুরু করতে চলেছে ৷ গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, এই রথযাত্রার (Ratha Yatra) মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারে দলের কর্মীদের সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি, ভোটারদের মন জয়েরও চেষ্টা করা হবে ৷

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ত্রিপুরা বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার জানিয়েছিলনে, এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে ৷ ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছিল, "আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে । নতুন বছরের প্রথম সপ্তাহে এই রথযাত্রা শুরু হবে ৷ এই রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে রাজ্য বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির দায়িত্বে আছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে ওই কমিটির সহকারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও রয়েছেন অমিত রক্ষিত ৷"

মূলত দু’টি রথযাত্রা হবে ৷ একটি উত্তর ত্রিপুরা জেলা থেকে শুরু হবে ৷ আর আরেকটি শুরু হবে দক্ষিণ ত্রিপুরা থেকে ৷ আর 5 জানুয়ারি অমিত শাহ উত্তর ত্রিপুরা থেকে রথযাত্রার সূচনা করবেন ৷ সেই পর্বের পর তিনি সোজা দক্ষিণ ত্রিপুরা চলে যাবেন ৷ সেখানে একটি জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

আরও পড়ুন: অবাধ-হিংসামুক্ত নির্বাচন করতে হবে, ত্রিপুরার সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম শাসিত রাজ্য এক ধাক্কার গেরুয়া শিবিরের দখলে চলে এসেছিল 2018 সালে ৷ 60 আসনের ত্রিপুরা বিধানসভার 36টিতে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্য়মন্ত্রী হন বিপ্লব দেব ৷ 2018 সালের ভোটে ত্রিপুরায় বিজেপির জোট শরিক ছিল আইপিএফটি ৷ তারা পেয়েছিল 8টি আসন ৷

এবার 2023 সালের বিধানসভা নির্বাচনেও গতবারের সেই ধারা বজায় রাখতে মরিয়া শাসক বিজেপি ৷ বিপ্লব দেবের জনপ্রিয়তা প্রথমদিকে যতটা বেশি ছিল গত একবছরে তা এতটাই নিচে নেমে এসেছিল যে, তাঁকে মুখ্য়মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে হয় ৷ সাধারণ মানুষ বিপ্লব দেবের উপর ক্ষুব্ধ বলে অভিযোগ উঠেছিল ৷ ফলে তাঁকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় ৷ তবে, সেই ড্যামেজ কতটা কন্ট্রোল করা গিয়েছে, তাই এখন দেখার ৷ ফলে ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনও ঝুঁকি নিতে নারাজ ৷ তাই অমিত শাহকে দিয়েই প্রচারের সূচনা করছে পদ্মশিবির ৷

আগরতলা, 31 ডিসেম্বর: আগামী বছর ত্রিপুরা বিধানসভার নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ বছরের শুরুতেই প্রচার শুরু করে দিচ্ছে বিজেপি ৷ সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আগামী 5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির 'রথযাত্রা'র সূচনা করবেন তিনি (Amit Shah to Flag Off BJP Rath Yatra in Tripura) ৷ এক নেতা জানিয়েছেন, 8 দিনের এই রথযাত্রা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে শুরু হবে ৷ ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, অমিত শাহ ওইদিনেই দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে একটি জনসমাবেশে ভাষণ দেবেন ৷

ত্রিপুরা বিজেপি (Tripura BJP)-র তরফে জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) 12 জানুয়ারি এই রথযাত্রার শেষ দিনের কর্মসূচিতে যোগ দেবেন ৷ প্রসঙ্গত, আর মাস দুয়েক পরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই সেখানে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP) ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি 'রথযাত্রা' শুরু করতে চলেছে ৷ গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, এই রথযাত্রার (Ratha Yatra) মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারে দলের কর্মীদের সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি, ভোটারদের মন জয়েরও চেষ্টা করা হবে ৷

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ত্রিপুরা বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার জানিয়েছিলনে, এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে ৷ ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছিল, "আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে । নতুন বছরের প্রথম সপ্তাহে এই রথযাত্রা শুরু হবে ৷ এই রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে রাজ্য বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির দায়িত্বে আছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে ওই কমিটির সহকারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও রয়েছেন অমিত রক্ষিত ৷"

মূলত দু’টি রথযাত্রা হবে ৷ একটি উত্তর ত্রিপুরা জেলা থেকে শুরু হবে ৷ আর আরেকটি শুরু হবে দক্ষিণ ত্রিপুরা থেকে ৷ আর 5 জানুয়ারি অমিত শাহ উত্তর ত্রিপুরা থেকে রথযাত্রার সূচনা করবেন ৷ সেই পর্বের পর তিনি সোজা দক্ষিণ ত্রিপুরা চলে যাবেন ৷ সেখানে একটি জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

আরও পড়ুন: অবাধ-হিংসামুক্ত নির্বাচন করতে হবে, ত্রিপুরার সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম শাসিত রাজ্য এক ধাক্কার গেরুয়া শিবিরের দখলে চলে এসেছিল 2018 সালে ৷ 60 আসনের ত্রিপুরা বিধানসভার 36টিতে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্য়মন্ত্রী হন বিপ্লব দেব ৷ 2018 সালের ভোটে ত্রিপুরায় বিজেপির জোট শরিক ছিল আইপিএফটি ৷ তারা পেয়েছিল 8টি আসন ৷

এবার 2023 সালের বিধানসভা নির্বাচনেও গতবারের সেই ধারা বজায় রাখতে মরিয়া শাসক বিজেপি ৷ বিপ্লব দেবের জনপ্রিয়তা প্রথমদিকে যতটা বেশি ছিল গত একবছরে তা এতটাই নিচে নেমে এসেছিল যে, তাঁকে মুখ্য়মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে হয় ৷ সাধারণ মানুষ বিপ্লব দেবের উপর ক্ষুব্ধ বলে অভিযোগ উঠেছিল ৷ ফলে তাঁকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় ৷ তবে, সেই ড্যামেজ কতটা কন্ট্রোল করা গিয়েছে, তাই এখন দেখার ৷ ফলে ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনও ঝুঁকি নিতে নারাজ ৷ তাই অমিত শাহকে দিয়েই প্রচারের সূচনা করছে পদ্মশিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.