ETV Bharat / bharat

Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল - biplabdeb

আদালত অবমাননা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ তাঁর মন্তব্যের সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার সরব হয়েছে তৃণমূল ৷

Biplab Kumar Deb
Biplab Kumar Deb
author img

By

Published : Sep 27, 2021, 9:16 AM IST

আগরতলা ও কলকাতা, 27 সেপ্টেম্বর : "বাপ তো আমি ৷ যে সরকার চালায় তার হাতেই সব ক্ষমতা থাকে ৷ আদালত কী করবে ৷" আদালত অবমাননা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ তাঁর এই মন্তব্যের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷

এই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় বিপ্লব দেবকে আক্রমণ করেছে ৷ ভবানীপুরে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব দেবকে নিশানা করে বলেন, "একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে কেউ একথা বলতে পারেন ? সরকার চালান বলে কী আইনও ওনার হাতে ? একজন মুখ্যমন্ত্রী যা খুশি বলছেন ৷ আইন কারোর ঊর্ধ্বে নয় ৷"

এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন , "এটা সমগ্র জাতির জন্য একটি বৈষম্য ৷ তিনি নির্লজ্জভাবে গণতন্ত্রকে বিদ্রুপ করেছেন ৷ মাননীয় বিচারককে ব্যঙ্গ করেছেন ৷ তাঁর এই অসম্মানজনক মন্তব্য কি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখবে ?"

  • .@BjpBiplab is a DISGRACE to the entire nation!

    He shamelessly mocks Democracy, MOCKS the Hon'ble JUDICIARY and seemingly gets away with it!

    Will the SUPREME COURT take cognizance of his comments that reflect such grave disrespect? pic.twitter.com/0qEAdBQ54r

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এখনও পর্যন্ত বিপ্লব দেবের কাছ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি এ ব্যাপারে ৷ তবে তাঁর ওএসডি সঞ্জয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের পাল্টা টুইটে বলেন, "মিথ্যা প্রচার করার আগে অবশ্যই আপনাকে পুরোপুরি বক্তৃতাটা শুনতে হবে ৷ আপনার রাজনৈতিক গুরু সিপিআইএমের কাছ থেকে এসব শিখেছেন ৷ সরকারি প্রতিষ্ঠানের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধা তা আমরা সবাই জানি ৷"

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

আগরতলা ও কলকাতা, 27 সেপ্টেম্বর : "বাপ তো আমি ৷ যে সরকার চালায় তার হাতেই সব ক্ষমতা থাকে ৷ আদালত কী করবে ৷" আদালত অবমাননা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ তাঁর এই মন্তব্যের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷

এই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় বিপ্লব দেবকে আক্রমণ করেছে ৷ ভবানীপুরে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব দেবকে নিশানা করে বলেন, "একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে কেউ একথা বলতে পারেন ? সরকার চালান বলে কী আইনও ওনার হাতে ? একজন মুখ্যমন্ত্রী যা খুশি বলছেন ৷ আইন কারোর ঊর্ধ্বে নয় ৷"

এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন , "এটা সমগ্র জাতির জন্য একটি বৈষম্য ৷ তিনি নির্লজ্জভাবে গণতন্ত্রকে বিদ্রুপ করেছেন ৷ মাননীয় বিচারককে ব্যঙ্গ করেছেন ৷ তাঁর এই অসম্মানজনক মন্তব্য কি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখবে ?"

  • .@BjpBiplab is a DISGRACE to the entire nation!

    He shamelessly mocks Democracy, MOCKS the Hon'ble JUDICIARY and seemingly gets away with it!

    Will the SUPREME COURT take cognizance of his comments that reflect such grave disrespect? pic.twitter.com/0qEAdBQ54r

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এখনও পর্যন্ত বিপ্লব দেবের কাছ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি এ ব্যাপারে ৷ তবে তাঁর ওএসডি সঞ্জয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের পাল্টা টুইটে বলেন, "মিথ্যা প্রচার করার আগে অবশ্যই আপনাকে পুরোপুরি বক্তৃতাটা শুনতে হবে ৷ আপনার রাজনৈতিক গুরু সিপিআইএমের কাছ থেকে এসব শিখেছেন ৷ সরকারি প্রতিষ্ঠানের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধা তা আমরা সবাই জানি ৷"

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.