চণ্ডীপুর (ত্রিপুরা), 12 ফেব্রুয়ারি: 'ট্রিপল ট্রাবল' নিয়ে কি সত্যি চিন্তিত বিজেপি ? আজ ত্রিপুরায় বারে বারে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রায় একটি-দু'টি বাক্যের পরেই কংগ্রেস ও সিপিএম প্রসঙ্গ উঠে এল তাঁর বক্তব্যে ৷ সিপিআইএম-কংগ্রেস-মোথাকে 'ট্রিপল ট্রাবল' আখ্যা দিলেন অমিত শাহ ৷ কিন্তু পুরো বক্তব্যের কোথাও একবারের জন্যও নাম নিলেন না বিরোধী তৃণমূল কংগ্রেসের ৷ এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এই প্রথমবার বিজেপি শাসিত ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে লড়ছে ঘাসফুল ৷ আর তৃণমূল সুপ্রিমো উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যের দায়িত্ব দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ৷ সম্প্রতি তিনি বলেছেন, "আমি অভিষেকদের উপর দায়িত্ব দিয়েছি ৷ তাঁরাই আপনাদের বাঁচাবেন ৷" সেই জন্যই নাকি তাঁর সঙ্গে সফরে গিয়েছিলেন বিশ্বস্ত ভাইপো, জানিয়েছিলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 60টি বিধানসভা আসনের মধ্যে 28টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
-
भाजपा सरकार ने आपको स्वास्थ्य बीमा देने का काम किया।
— BJP (@BJP4India) February 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
सभी घरों में पीने का पानी पहुंचाया। गैस सिलेंडर पहुंचाया, शौचालय बनाने का काम किया और फ्री में अन्न देने का काम किया।
अगर सबको सम्मान अधिकार देने का काम किया तो मोदी सरकार के नेतृत्व में माणिक साहा सरकार ने किया। pic.twitter.com/OBo3Lshimm
">भाजपा सरकार ने आपको स्वास्थ्य बीमा देने का काम किया।
— BJP (@BJP4India) February 12, 2023
सभी घरों में पीने का पानी पहुंचाया। गैस सिलेंडर पहुंचाया, शौचालय बनाने का काम किया और फ्री में अन्न देने का काम किया।
अगर सबको सम्मान अधिकार देने का काम किया तो मोदी सरकार के नेतृत्व में माणिक साहा सरकार ने किया। pic.twitter.com/OBo3Lshimmभाजपा सरकार ने आपको स्वास्थ्य बीमा देने का काम किया।
— BJP (@BJP4India) February 12, 2023
सभी घरों में पीने का पानी पहुंचाया। गैस सिलेंडर पहुंचाया, शौचालय बनाने का काम किया और फ्री में अन्न देने का काम किया।
अगर सबको सम्मान अधिकार देने का काम किया तो मोदी सरकार के नेतृत्व में माणिक साहा सरकार ने किया। pic.twitter.com/OBo3Lshimm
তাই তেইশের ত্রিপুরা নির্বাচনে শাসকদল বিজেপি ছাড়া সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আঞ্চলিক দল ত্রিপরা মোথা ৷ 2021 সালে গড়ে ওঠা এই দলের প্রধান ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেব বর্মা ৷ ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন মোথার প্রধান উদ্দেশ্য বলে দাবি করেছেন বিক্রম দেব ৷ রবিবার অমিত শাহ বলেন, "কমিউনিস্ট আর কংগ্রেস নিজেদের মধ্যে গাঁটছড়া বেঁধেছে ৷ এটা করে সিপিএম স্বীকার করে নিয়েছে যে তারা হেরে যাবে ৷ বিজেপির সামনে তারা একা দাঁড়াতে পারবে না ৷ কংগ্রেসের কথা আর কী বলব ? যে কমিউনিস্ট ক্যাডাররা কংগ্রেসের অসংখ্য কর্মীদের মেরে ফেলেছে, সেই দলের সঙ্গে কংগ্রেস আজ 'ইলু ইলু' করছে ৷"
আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা
27 বছর ধরে ত্রিপুরায় সিপিএম-এর অত্যাচার চলেছে বলে দাবি করেন তিনি ৷ এ প্রসঙ্গে শাহ বলেন, "2016-17 এখানে এসেছিলাম ৷ তখন সবাই কমিউনিস্টদের থেকে বাঁচতে ত্রাহি ত্রাহি রব করছে ৷ জলের দরকারে, চাকরির জন্য, রেশন কার্ডের জন্য সিপিআইএম-এর ক্যাডারদের কাছে যেতে হত ৷ 27 বছর পর এই ক্যাডারদের হাত থেকে মুক্তি মিলেছে ৷" তিনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, "সিপিএমকে আর ঢুকতে দেবেন না ৷ নতুবা সব প্রকল্প থেকেই কমিশন খাবে সিপিএম ৷ বিজেপি সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠায় ৷"
প্রসঙ্গত, 2018 সালের বিধানসভা নির্বাচনে বামেদের থেকে উত্তর-পূর্বের এই রাজ্যটিকে ছিনিয়ে নেয় বিজেপি ৷ দু'দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরার মসনদে ছিল সিপিআইএম ৷ তার আগে কংগ্রেস জমানা ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে ত্রিপুরায় সূচনা হয় বিজেপি শাসন ৷ পরে মুখ্যমন্ত্রী হন মানিক সাহা ৷ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তারাই একমাত্র বিকল্প ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন ৷ কে পাবে ত্রিপুরা-সিংহাসন ? জানা যাবে 2 মার্চ ৷
আরও পড়ুন: ত্রিপুরা দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে, নির্বাচনী প্রচারে দাবি মোদির