ETV Bharat / bharat

Farmers Protest : পাশে থাকার বার্তা নিয়ে ফের কৃষক আন্দোলনের মঞ্চে তৃণমূল

author img

By

Published : Aug 6, 2021, 12:16 PM IST

কেন্দ্রের তৈরি তিনটি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে গত বছর নভেম্বর থেকে আন্দোলন করছেন কৃষকরা ৷ এখন তাঁরা নয়াদিল্লির যন্তরমন্তরে কিষান সংসদ চালাচ্ছেন ৷ শুক্রবার সেখানেই হাজির হন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ৷

trinamool congress mps visited kisan sansad at jantar mantar today
Farmers Protest : পাশে থাকার বার্তা নিয়ে ফের কৃষক আন্দোলনের মঞ্চে তৃণমূল

কলকাতা, 6 অগস্ট : কৃষকদের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই বার্তা দিতে শুক্রবার নয়াদিল্লির কিষান সংসদে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ৷ কথা বললেন কৃষক আন্দোলনের (Farmers Movement) সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে ৷ পরে বিষয়টি টুইটারে জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷

গত বছর সেপ্টেম্বরে সংসদের (Parliament) অধিবেশন চলাকালীন তিনটি নতুন কৃষি বিল পাস করায় কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ অক্টোবরের শুরুতে সেই বিল আইনেও পরিণত হয় ৷ কিন্তু নয়া এই তিন কৃষি আইনের (News Farm Laws) বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে একাধিক কৃষক সংগঠন ৷ দিল্লির সীমানায় গত বছরের নভেম্বর থেকে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন ৷

আরও পড়ুন : TMC Kerala : বাম শাসন হঠিয়ে কেরলেও ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল

গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার আগে নয়াদিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলনকারী কৃষকরা কিষান সাংসদ (Kisan Sangsad) শুরু করেছেন ৷ তাঁদের দাবি, এই তিন কৃষি আইন বাতিল করে দিতে হবে ৷ তাঁদের সেই আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই রয়েছে ৷

দলের সাংসদরা দিল্লির সীমানায় অবস্থান-বিক্ষোভে থাকা কৃষকদের সঙ্গে অনেক আগেই দেখা করেছেন ৷ এই আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) কলকাতায় এসে দেখা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও ৷ তার পর এদিন আবার ঘাসফুল শিবিরের তিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee), দোলা সেন (Dola Sen) এবং অপরূপা পোদ্দার (Aparupa Poddar) ৷

আরও পড়ুন : Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

টুইটারে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, কৃষকদের পাশে থাকার বার্তা আবার দিতে সেখানে তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ গিয়েছিলেন ৷ একই সঙ্গে তিনি ফের কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কৃষি আইন এখনও কার্যকর হয়নি ৷ আদালতের নির্দেশে কার্যকর করা যায়নি আইন ৷ আপাতত একটি কমিটি আইন পর্যালোচনা করছে ৷ ওই কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

আরও পড়ুন : Delhi Rape : নিরাপত্তার স্বার্থে সেনার জমি থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ

অন্যদিকে কৃষি আইন নিয়ে এর আগে একদিন নয়াদিল্লিতে তুলকালাম হয়েছিল ৷ লালকেল্লায় (Lal kila) কৃষকদের আন্দোলনের পতাকা উত্তোলনও করা হয় ৷ সেই নিয়ে মামলাও চলছে ৷ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন ৷ তাছাড়া কৃষকদের সমর্থনে নয়াদিল্লিতে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনও করেছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য কৃষকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে ৷ সেই বৈঠকে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার পরও কোনও সমাধান সূত্র বের হয়নি ৷

আরও পড়ুন : MP Navneet Rana : অধিবেশন পণ্ড করতে চাইছে, বিরোধীদের তোপ নির্দল সাংসদের

কলকাতা, 6 অগস্ট : কৃষকদের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই বার্তা দিতে শুক্রবার নয়াদিল্লির কিষান সংসদে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ৷ কথা বললেন কৃষক আন্দোলনের (Farmers Movement) সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে ৷ পরে বিষয়টি টুইটারে জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷

গত বছর সেপ্টেম্বরে সংসদের (Parliament) অধিবেশন চলাকালীন তিনটি নতুন কৃষি বিল পাস করায় কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ অক্টোবরের শুরুতে সেই বিল আইনেও পরিণত হয় ৷ কিন্তু নয়া এই তিন কৃষি আইনের (News Farm Laws) বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে একাধিক কৃষক সংগঠন ৷ দিল্লির সীমানায় গত বছরের নভেম্বর থেকে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন ৷

আরও পড়ুন : TMC Kerala : বাম শাসন হঠিয়ে কেরলেও ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল

গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার আগে নয়াদিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলনকারী কৃষকরা কিষান সাংসদ (Kisan Sangsad) শুরু করেছেন ৷ তাঁদের দাবি, এই তিন কৃষি আইন বাতিল করে দিতে হবে ৷ তাঁদের সেই আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই রয়েছে ৷

দলের সাংসদরা দিল্লির সীমানায় অবস্থান-বিক্ষোভে থাকা কৃষকদের সঙ্গে অনেক আগেই দেখা করেছেন ৷ এই আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) কলকাতায় এসে দেখা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও ৷ তার পর এদিন আবার ঘাসফুল শিবিরের তিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee), দোলা সেন (Dola Sen) এবং অপরূপা পোদ্দার (Aparupa Poddar) ৷

আরও পড়ুন : Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

টুইটারে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, কৃষকদের পাশে থাকার বার্তা আবার দিতে সেখানে তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ গিয়েছিলেন ৷ একই সঙ্গে তিনি ফের কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কৃষি আইন এখনও কার্যকর হয়নি ৷ আদালতের নির্দেশে কার্যকর করা যায়নি আইন ৷ আপাতত একটি কমিটি আইন পর্যালোচনা করছে ৷ ওই কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

আরও পড়ুন : Delhi Rape : নিরাপত্তার স্বার্থে সেনার জমি থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ

অন্যদিকে কৃষি আইন নিয়ে এর আগে একদিন নয়াদিল্লিতে তুলকালাম হয়েছিল ৷ লালকেল্লায় (Lal kila) কৃষকদের আন্দোলনের পতাকা উত্তোলনও করা হয় ৷ সেই নিয়ে মামলাও চলছে ৷ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন ৷ তাছাড়া কৃষকদের সমর্থনে নয়াদিল্লিতে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনও করেছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য কৃষকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে ৷ সেই বৈঠকে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার পরও কোনও সমাধান সূত্র বের হয়নি ৷

আরও পড়ুন : MP Navneet Rana : অধিবেশন পণ্ড করতে চাইছে, বিরোধীদের তোপ নির্দল সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.