ETV Bharat / bharat

Mahua Moitra: গণতন্ত্র উলঙ্গ রাজার নির্বাচনী অস্ত্র, কটাক্ষ মহুয়ার - ভারতীয় জনতা পার্টি

সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরু হচ্ছে আগামী 7 ডিসেম্বর ৷ তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) ও বিজেপিকে (BJP) কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

trinamool-congress-mp-mahua-moitra-slams-pm-narendra-modi-on-parliament-winter-session
Mahua Moitra: গণতন্ত্র উলঙ্গ রাজার নির্বাচনী অস্ত্র, কটাক্ষ মহুয়ার
author img

By

Published : Nov 19, 2022, 6:08 PM IST

কলকাতা, 19 নভেম্বর: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও ভারতীয় জনতা পার্টিকে (BJP) নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ শনিবার সকালে টুইট করে তিনি এই নিয়ে সমালোচনা করেছেন ৷

প্রসঙ্গত, আগামী 7 ডিসেম্বর শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ শেষ হবে 29 ডিসেম্বর ৷ 17 দিনের এই অধিবেশন নিয়েই কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

টুইটে তিনি লিখেছেন, ‘‘সংসদের অধিবেশন বসবে গুজরাত নির্বাচনের পর ৷ আর কাজ হবে 17 দিন ৷’’ প্রসঙ্গত, গুজরাতে বিধানসভা নির্বাচন আগামী মাসে ৷ দু’দফায় ভোট হবে ৷ প্রথম দফার ভোট আগামী 1 ডিসেম্বর ৷ আর দ্বিতীয় দফার ভোট আগামী 5 ডিসেম্বর৷ তার ঠিক দু’দিন পরই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন ৷

trinamool-congress-mp-mahua-moitra-slams-pm-narendra-modi-on-parliament-winter-session
Mahua Moitra: গণতন্ত্র উলঙ্গ রাজার নির্বাচনী অস্ত্র, কটাক্ষ মহুয়ার

রাজনৈতিক মহলের মতে, এই বিষয়টিকেই টুইটে তুলে ধরতে চেয়েছেন মহুয়া ৷ তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপি ভোটের প্রচারে ব্যস্ত থাকবে বলে সংসদের অধিবেশন দেরিতে শুরু করছে ৷

তাই এই নিয়ে তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷ তবে টুইটে তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি ৷ বরং তিনি যা বলেছেন, তাতে ইঙ্গিত প্রধানমন্ত্রীর দিকেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

কী বলেছেন মহুয়া মৈত্র ? টুইটের শেষ অংশে তিনি লিখেছেন, ‘‘সর্ববৃহৎ গণতন্ত্র উলঙ্গ রাজার হাতে নির্বাচনী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ৷’’

আরও পড়ুন: 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

কলকাতা, 19 নভেম্বর: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও ভারতীয় জনতা পার্টিকে (BJP) নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ শনিবার সকালে টুইট করে তিনি এই নিয়ে সমালোচনা করেছেন ৷

প্রসঙ্গত, আগামী 7 ডিসেম্বর শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ শেষ হবে 29 ডিসেম্বর ৷ 17 দিনের এই অধিবেশন নিয়েই কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷

টুইটে তিনি লিখেছেন, ‘‘সংসদের অধিবেশন বসবে গুজরাত নির্বাচনের পর ৷ আর কাজ হবে 17 দিন ৷’’ প্রসঙ্গত, গুজরাতে বিধানসভা নির্বাচন আগামী মাসে ৷ দু’দফায় ভোট হবে ৷ প্রথম দফার ভোট আগামী 1 ডিসেম্বর ৷ আর দ্বিতীয় দফার ভোট আগামী 5 ডিসেম্বর৷ তার ঠিক দু’দিন পরই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন ৷

trinamool-congress-mp-mahua-moitra-slams-pm-narendra-modi-on-parliament-winter-session
Mahua Moitra: গণতন্ত্র উলঙ্গ রাজার নির্বাচনী অস্ত্র, কটাক্ষ মহুয়ার

রাজনৈতিক মহলের মতে, এই বিষয়টিকেই টুইটে তুলে ধরতে চেয়েছেন মহুয়া ৷ তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপি ভোটের প্রচারে ব্যস্ত থাকবে বলে সংসদের অধিবেশন দেরিতে শুরু করছে ৷

তাই এই নিয়ে তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷ তবে টুইটে তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি ৷ বরং তিনি যা বলেছেন, তাতে ইঙ্গিত প্রধানমন্ত্রীর দিকেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

কী বলেছেন মহুয়া মৈত্র ? টুইটের শেষ অংশে তিনি লিখেছেন, ‘‘সর্ববৃহৎ গণতন্ত্র উলঙ্গ রাজার হাতে নির্বাচনী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ৷’’

আরও পড়ুন: 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.