ETV Bharat / bharat

Earthquake Felt in India: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত - Tremors jolt Delhi various parts of north India

মঙ্গলবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিস্তীর্ণ অঞ্চল ৷ এই কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তান (Earthquake in North India) ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 21, 2023, 10:55 PM IST

Updated : Mar 21, 2023, 11:07 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: মঙ্গলবার রাত 10টা 20 মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ ৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.8 ৷ এদিনের কম্পন অনুভূত হয় রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশেও ৷ জানা গিয়েছে এই কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন অংশে (Earthquake in India) ৷

জানা গিয়েছে, এদিন 40 থেকে 45 সেকেন্ড ধরে এই তীব্র কম্পন অনুভূত হয় ৷ ভারতের পাশাপাশি পাকিস্তান, কাজাখস্থান, চিনেও এদিনের এই কম্পনে ধরা পড়েছে ৷ এদিনের কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় ৷ বহু মানুষ ঘর ও কর্মক্ষেত্র ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ যদিও এই কম্পনে ভারতে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, 6.8 মাত্রার এই কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব ফৈজাবাদের হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন অংশ ৷ এদিন মূল কম্পনের পর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে ৷ এদিন এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে এই কম্পন অনুভূত হয়েছে ৷ পাকিস্তানের লাহোর, কোয়েটা, রাওয়ালপিন্ডি থেকেও এই কম্পন অনুভূত হয় ৷

আরও পড়ুন : শীতের মরশুম শেষ হতেই পরিযায়ী পাখিদের 'বিদায়'

অসমর্থিত সূত্রে খবর, এদিনের কম্পনের পরেই দিল্লির কয়েকটি বাড়ি ও বহুতলে ফাটল ধরা পড়েছে ৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ নয়ডাতেও এদিন আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন অনেকে ৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি ৷ মনে করা হচ্ছে আরও কিছুটা সময় যাওয়ার পর ক্ষয়ক্ষতির পুরো চিত্র সামনে আসবে ৷ এদিনের কম্পন সম্প্রতি ঘটে যাওয়া তুরস্ক ও সিরিয়ার বিধ্বংসী কম্পনের কথা মনে করিয়ে দিয়েছে ৷ সেই কম্পনে প্রাণ হারিয়ে ছিলেন কয়েক হাজার মানুষ ৷ ভারতের বিভিন্ন পান্তে এদিন এই কম্পন ভালোই অনুভূত হয়েছে ৷ বৈষ্ণদেবীতেও কম্পনের আতঙ্ক ধরা পড়েছে ভক্তদের মধ্যে ৷

নয়াদিল্লি, 21 মার্চ: মঙ্গলবার রাত 10টা 20 মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ ৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.8 ৷ এদিনের কম্পন অনুভূত হয় রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশেও ৷ জানা গিয়েছে এই কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন অংশে (Earthquake in India) ৷

জানা গিয়েছে, এদিন 40 থেকে 45 সেকেন্ড ধরে এই তীব্র কম্পন অনুভূত হয় ৷ ভারতের পাশাপাশি পাকিস্তান, কাজাখস্থান, চিনেও এদিনের এই কম্পনে ধরা পড়েছে ৷ এদিনের কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় ৷ বহু মানুষ ঘর ও কর্মক্ষেত্র ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ যদিও এই কম্পনে ভারতে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, 6.8 মাত্রার এই কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব ফৈজাবাদের হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন অংশ ৷ এদিন মূল কম্পনের পর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে ৷ এদিন এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে এই কম্পন অনুভূত হয়েছে ৷ পাকিস্তানের লাহোর, কোয়েটা, রাওয়ালপিন্ডি থেকেও এই কম্পন অনুভূত হয় ৷

আরও পড়ুন : শীতের মরশুম শেষ হতেই পরিযায়ী পাখিদের 'বিদায়'

অসমর্থিত সূত্রে খবর, এদিনের কম্পনের পরেই দিল্লির কয়েকটি বাড়ি ও বহুতলে ফাটল ধরা পড়েছে ৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ নয়ডাতেও এদিন আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন অনেকে ৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি ৷ মনে করা হচ্ছে আরও কিছুটা সময় যাওয়ার পর ক্ষয়ক্ষতির পুরো চিত্র সামনে আসবে ৷ এদিনের কম্পন সম্প্রতি ঘটে যাওয়া তুরস্ক ও সিরিয়ার বিধ্বংসী কম্পনের কথা মনে করিয়ে দিয়েছে ৷ সেই কম্পনে প্রাণ হারিয়ে ছিলেন কয়েক হাজার মানুষ ৷ ভারতের বিভিন্ন পান্তে এদিন এই কম্পন ভালোই অনুভূত হয়েছে ৷ বৈষ্ণদেবীতেও কম্পনের আতঙ্ক ধরা পড়েছে ভক্তদের মধ্যে ৷

Last Updated : Mar 21, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.