ETV Bharat / bharat

নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি অধীরের

author img

By

Published : Jun 13, 2021, 7:26 AM IST

গঙ্গার নদী ভাঙনে জর্জরিত মালদা ও মুর্শিদাবাদ জেলার মানুষ । আর তাই প্রধানমন্ত্রীর কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । তিনি চিঠিতে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা সমাধান করা হোক ।

adhir chowdhury
কংগ্রেস নেতা অধীর চৌধুরী

দিল্লি, 13 জুন : চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । চিঠিতে তিনি বলেন, এই সংক্রান্ত তহবিল করা হলে রাজ্যের মুর্শিদাবাদ ও মালদা জেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা উপকৃত হবেন ।

মালদা হয়ে মুর্শিদাবাদে এসে গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে । একটি শাখা ভাগীরথী নামে দক্ষিণে চলে গিয়েছে আরেকটি শাখা পদ্মা নদী নামে বাংলাদেশে প্রবেশ করেছে । অধীর চৌধুরী প্রধানমন্ত্রীকে লেখা তাঁর চিঠিতে বলেন, মালদা ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গার নদী ভাঙন ভয়ানক রূপ নিয়েছে । দুই জেলার ভৌগোলিক রূপ পাল্টে গিয়েছে । বহু কৃষিজমি নদীগর্ভে চলে গিয়েছে । ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ । প্রতি বছর নদী ভাঙনে এই দুই জেলার মানুষের জীবন বিপন্ন হয় ।

তিনি আরও বলেন, "নদী ভাঙনে সরকারি নথিপত্র হারিয়ে দেশেরই মানুষ উদবাস্তু হয়ে পড়ছেন । দারিদ্রতার কারণে অপরাধমূলক কাজ বাড়ছে । কেউ কেউ রাজ্যের বাইরে কাজ খুঁজতে গুজরাত ও মহারাষ্ট্রে ঠাঁই নিচ্ছে । এমনকি বাইকুলা, মুম্বইয়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত এই দুই জেলার মানুষদের বাংলাদেশী বহিরাগত তকমাও পেতে হয় । কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় এর সমাধান সম্ভব ।" আর তাই প্রধানমন্ত্রীর কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি করেন তিনি ।

আরও পড়ুন : সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে কেন্দ্রকে দুষলেন সেচ প্রতিমন্ত্রী

তিনি এও উল্লেখ করেন, ইউপিএ সরকার চলাকালীন নদী ভাঙনের সমস্যার জন্য একটা বড় তহবিল অনুমোদন করা হয়েছিল । নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন রক্ষার্থে সেই তহবিলেরও সদ্ব্যবহার করা হোক ।

দিল্লি, 13 জুন : চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । চিঠিতে তিনি বলেন, এই সংক্রান্ত তহবিল করা হলে রাজ্যের মুর্শিদাবাদ ও মালদা জেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা উপকৃত হবেন ।

মালদা হয়ে মুর্শিদাবাদে এসে গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে । একটি শাখা ভাগীরথী নামে দক্ষিণে চলে গিয়েছে আরেকটি শাখা পদ্মা নদী নামে বাংলাদেশে প্রবেশ করেছে । অধীর চৌধুরী প্রধানমন্ত্রীকে লেখা তাঁর চিঠিতে বলেন, মালদা ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গার নদী ভাঙন ভয়ানক রূপ নিয়েছে । দুই জেলার ভৌগোলিক রূপ পাল্টে গিয়েছে । বহু কৃষিজমি নদীগর্ভে চলে গিয়েছে । ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ । প্রতি বছর নদী ভাঙনে এই দুই জেলার মানুষের জীবন বিপন্ন হয় ।

তিনি আরও বলেন, "নদী ভাঙনে সরকারি নথিপত্র হারিয়ে দেশেরই মানুষ উদবাস্তু হয়ে পড়ছেন । দারিদ্রতার কারণে অপরাধমূলক কাজ বাড়ছে । কেউ কেউ রাজ্যের বাইরে কাজ খুঁজতে গুজরাত ও মহারাষ্ট্রে ঠাঁই নিচ্ছে । এমনকি বাইকুলা, মুম্বইয়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত এই দুই জেলার মানুষদের বাংলাদেশী বহিরাগত তকমাও পেতে হয় । কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় এর সমাধান সম্ভব ।" আর তাই প্রধানমন্ত্রীর কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি করেন তিনি ।

আরও পড়ুন : সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে কেন্দ্রকে দুষলেন সেচ প্রতিমন্ত্রী

তিনি এও উল্লেখ করেন, ইউপিএ সরকার চলাকালীন নদী ভাঙনের সমস্যার জন্য একটা বড় তহবিল অনুমোদন করা হয়েছিল । নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন রক্ষার্থে সেই তহবিলেরও সদ্ব্যবহার করা হোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.