ETV Bharat / bharat

MP Plane Crash: মন্দিরে ধাক্কা প্রশিক্ষণরত বিমানের, পাইলটের মৃত্যু - trainer aircraft crashed in

শুক্রবার রাতে মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটল । প্রশিক্ষণরত বিমান ধাক্কা মারল মন্দিরের চূড়ায়। ঘটনায় মৃত্যু হল পাইলটের (Pilot died in a horrific incident in Madhya Pradesh)

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 6, 2023, 11:09 AM IST

Updated : Jan 6, 2023, 12:07 PM IST

রিওয়া,6 জানুয়ারি: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ। রিওয়া জেলার একটি মন্দিরের ধাক্কা খেল প্রশিক্ষণরত বিমান । রাত 1টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । বিমানে থাকা দুই পাইলট গুরুতর জখম হন (Pilot died in a horrific incident in Madhya Pradesh) । পরে হাসপাতালে এক পাইলটের মৃত্যু হয় । একটি সূত্রের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের চূড়োয় ধাক্কা মারেন বিমানটি । তারপর মাটিতে আছড়ে পড়ে ।

ঘটনার খবর পেয়ে পৌঁছয় রিওয়া জেলার চোরহাটা থানার পুলিশ । গুরুতর আহত দুই পাইলটকেই স্থানীয় সঞ্জয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এক পাইলটকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনার তদন্ত শুরু হয়েছে । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে । বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । এই বিমানটি যে সংস্থার তার সঙ্গেও কথা হচ্ছে বলছেন তদন্তকারীরা ।

এই প্রথম নয় এর আগেও প্রশিক্ষণের সময় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকই । বিশেষ করে বায়ুসেনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বিভিন্ন সময় ঘটতে দেখা যায় । অনেক ক্ষেত্রে দেখা যায় বিমানে যান্ত্রিক ত্রুটি থাকার জন্যই দুর্ঘটনা ঘটেছে । কখনও আবার নেহাত পাইলটের গাফিলতিতেই ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা । এ ক্ষেত্রে কী হয়েছিল তা জানার কাজ শুরু হয়েছে । বিমানের বিভিন্ন অংশের পরীক্ষা করে দেখা হচ্ছে । তাছাড়া জখম পাইলট একটু সুস্থ হলেই তাঁর সঙ্গে কথা বলা হবে ।

আরও পড়ুন: অঞ্জলি কাণ্ডের ছায়া এ রাজ্যও! বাইক আরোহীকে কয়েকশো মিটার টেনে নিয়ে গেল ডাম্পার

রিওয়া,6 জানুয়ারি: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ। রিওয়া জেলার একটি মন্দিরের ধাক্কা খেল প্রশিক্ষণরত বিমান । রাত 1টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । বিমানে থাকা দুই পাইলট গুরুতর জখম হন (Pilot died in a horrific incident in Madhya Pradesh) । পরে হাসপাতালে এক পাইলটের মৃত্যু হয় । একটি সূত্রের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের চূড়োয় ধাক্কা মারেন বিমানটি । তারপর মাটিতে আছড়ে পড়ে ।

ঘটনার খবর পেয়ে পৌঁছয় রিওয়া জেলার চোরহাটা থানার পুলিশ । গুরুতর আহত দুই পাইলটকেই স্থানীয় সঞ্জয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এক পাইলটকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনার তদন্ত শুরু হয়েছে । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে । বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । এই বিমানটি যে সংস্থার তার সঙ্গেও কথা হচ্ছে বলছেন তদন্তকারীরা ।

এই প্রথম নয় এর আগেও প্রশিক্ষণের সময় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকই । বিশেষ করে বায়ুসেনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বিভিন্ন সময় ঘটতে দেখা যায় । অনেক ক্ষেত্রে দেখা যায় বিমানে যান্ত্রিক ত্রুটি থাকার জন্যই দুর্ঘটনা ঘটেছে । কখনও আবার নেহাত পাইলটের গাফিলতিতেই ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা । এ ক্ষেত্রে কী হয়েছিল তা জানার কাজ শুরু হয়েছে । বিমানের বিভিন্ন অংশের পরীক্ষা করে দেখা হচ্ছে । তাছাড়া জখম পাইলট একটু সুস্থ হলেই তাঁর সঙ্গে কথা বলা হবে ।

আরও পড়ুন: অঞ্জলি কাণ্ডের ছায়া এ রাজ্যও! বাইক আরোহীকে কয়েকশো মিটার টেনে নিয়ে গেল ডাম্পার

Last Updated : Jan 6, 2023, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.