হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি : তেলেঙ্গানার ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান (Trainee Aircraft Crash in Telangana) ৷ নালগোন্ডা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃত্যু হয়েছে পাইলট এবং ট্রেনি পাইলটের ৷
মৃতদের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে ৷ তামিলনাড়ুর মহিলা পাইলট মহিমা এই ঘটনায় নিহত হয়েছেন । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও মেডিকেল টিম । শনিবার বেলার দিকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
আরও পড়ুন : তেলঙ্গানায় সফটওয়ার ইঞ্জিনিয়ারকে জীবন্ত পুড়িয়ে খুন
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে । এসপি রেমা রাজেশ্বরী বলেন, ‘‘বিমানটি মাঠের একটি পাওয়ার টাওয়ারের পাশে ভেঙে পড়ে । হেলিকপ্টারটি বিজয়পুরী সাউথ এভিয়েশন একাডেমির ।