ETV Bharat / bharat

Traffic Police Dragged on Car: বনেটের উপর পুলিশ কর্মী, 20 কিলোমিটার গিয়ে গাড়ি থামাল মদ্যপ চালক - ট্রাফিক পুলিশকে টেনে নিয়ে গেল গাড়ি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুম্বই সফরকালীন ভাশি এলাকায় বেপরোয়া গাড়ির গতির শিকার ট্রাফিক পুলিশ ৷ অল্পের জন্য প্রাণ বাঁচল সিদ্ধেশ্বর মালি নামে ওই ট্রাফিক পুলিশ কর্মীর ৷ ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে ?

Etv Bharat
বেপরোয়া গতির শিকার ট্রাফিক পুলিশ
author img

By

Published : Apr 16, 2023, 4:26 PM IST

বেপরোয়া গতির শিকার ট্রাফিক পুলিশ

মুম্বই, 16 এপ্রিল: ফের বেপরোয়া গতির শিকার ট্রাফিক পুলিশ ৷ পালঘরের পর এবার ঘটনাস্থল নভিমুম্বই ৷ একইভাবে গাড়ির বনেট ধরে কোনও রকমে বাঁচার চেষ্টা পুলিশ কর্মীর ৷ আর সেই অবস্থাতেই হু-হু করে ছুটে চলল গাড়ি ৷ প্রায় 20 কিলোমিটার এভাবেই ওই পুলিশ কর্মীকে টেনে নিয়ে যায় গাড়ির চালক ৷ রবিবার মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালককে ৷ অভিযোগ, নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি ৷

জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ ভাশি এলাকায় নায়েক সিদ্ধেশ্বর মালি নামে বছর 37-এর ওই ট্রাফিক পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন ৷ এই মুহূর্তে মুম্বই সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মূলত তাঁর সফরের জেরে বিশেষ ডিউটিতে মোতায়েন ছিলেন ওই পুলিশ কর্মী ৷ পুলিশ সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বিশেষ নাকা চেকিং চলার জন্য গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিলেন ওই পুলিশ কর্মী ৷ অভিযোগ সেই সময় কর্তব্যরত আরও এক পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে তাঁদের উপর দিয়ে কার্যত গাড়ি চালিয়ে দেয় চালক ৷

পুলিশ সূত্রে খবর, 22 বছরের ওই গাড়িচালক আদিত্য বেম্বডেকে গ্রেফতার করা হয়েছে ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা), 353 (সরকারি কর্মচারীকে আক্রমণ), 279 (বেপরোয়াভাবে গাড়ি চালানো) ধারা এবং নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ এদিন ভাসি থানা পুলিশের এক আধিকারিক জানান, সিদ্ধেশ্বর মালি কোপারখইরানে-ভাসি লেনে ওই সময় ডিউটিতে ছিলেন ৷ চালক মাদকাসক্ত সন্দেহে গাড়ি থামানোর চেষ্টা করেছিলেন তিনি ৷ জানা গিয়েছে, এরপরই মালি-সহ অন্য আর এক পুলিশ কর্মী গাড়ি তল্লাশি করতে যান ৷ তখন চালক কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ৷ সিদ্ধেশ্বর মালি নামে ওই পুলিশ কর্মী বিপজ্জনকভাবে বনেটের উপর পড়ে গেলেও তাতে ভ্রূক্ষেপ না করেই গাড়ি ছুটিয়ে নিয়ে যান চালক ৷

আরও পড়ুন: খুনের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কাকা

অভিযোগ, এই অবস্থায় গাড়ি থামানোর পরিবর্তে ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত গাভান ফাটা পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যায় অভিযুক্ত । বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে বনেটের উপর থেকে পড়ে যান ওই ট্রাফিক পুলিশ ৷ পরে অবশ্য পুলিশ ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে । এরপরই চালককে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশের দাবি, মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় চালক মাদকাসক্ত ৷ এর আগে, মহারাষ্ট্রের পালঘরেও এমন ঘটনা দেখা গিয়েছিল ৷ সেখানে একজন 19 বছর বয়সী এক গাড়ি চালক একজন ট্রাফিক পুলিশ কনস্টেবলকে তার বনেটে প্রায় দেড় কিলোমিটার টেনে নিয়ে যায় ।

বেপরোয়া গতির শিকার ট্রাফিক পুলিশ

মুম্বই, 16 এপ্রিল: ফের বেপরোয়া গতির শিকার ট্রাফিক পুলিশ ৷ পালঘরের পর এবার ঘটনাস্থল নভিমুম্বই ৷ একইভাবে গাড়ির বনেট ধরে কোনও রকমে বাঁচার চেষ্টা পুলিশ কর্মীর ৷ আর সেই অবস্থাতেই হু-হু করে ছুটে চলল গাড়ি ৷ প্রায় 20 কিলোমিটার এভাবেই ওই পুলিশ কর্মীকে টেনে নিয়ে যায় গাড়ির চালক ৷ রবিবার মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালককে ৷ অভিযোগ, নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি ৷

জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ ভাশি এলাকায় নায়েক সিদ্ধেশ্বর মালি নামে বছর 37-এর ওই ট্রাফিক পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন ৷ এই মুহূর্তে মুম্বই সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মূলত তাঁর সফরের জেরে বিশেষ ডিউটিতে মোতায়েন ছিলেন ওই পুলিশ কর্মী ৷ পুলিশ সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বিশেষ নাকা চেকিং চলার জন্য গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিলেন ওই পুলিশ কর্মী ৷ অভিযোগ সেই সময় কর্তব্যরত আরও এক পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে তাঁদের উপর দিয়ে কার্যত গাড়ি চালিয়ে দেয় চালক ৷

পুলিশ সূত্রে খবর, 22 বছরের ওই গাড়িচালক আদিত্য বেম্বডেকে গ্রেফতার করা হয়েছে ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা), 353 (সরকারি কর্মচারীকে আক্রমণ), 279 (বেপরোয়াভাবে গাড়ি চালানো) ধারা এবং নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ এদিন ভাসি থানা পুলিশের এক আধিকারিক জানান, সিদ্ধেশ্বর মালি কোপারখইরানে-ভাসি লেনে ওই সময় ডিউটিতে ছিলেন ৷ চালক মাদকাসক্ত সন্দেহে গাড়ি থামানোর চেষ্টা করেছিলেন তিনি ৷ জানা গিয়েছে, এরপরই মালি-সহ অন্য আর এক পুলিশ কর্মী গাড়ি তল্লাশি করতে যান ৷ তখন চালক কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ৷ সিদ্ধেশ্বর মালি নামে ওই পুলিশ কর্মী বিপজ্জনকভাবে বনেটের উপর পড়ে গেলেও তাতে ভ্রূক্ষেপ না করেই গাড়ি ছুটিয়ে নিয়ে যান চালক ৷

আরও পড়ুন: খুনের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কাকা

অভিযোগ, এই অবস্থায় গাড়ি থামানোর পরিবর্তে ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত গাভান ফাটা পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যায় অভিযুক্ত । বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে বনেটের উপর থেকে পড়ে যান ওই ট্রাফিক পুলিশ ৷ পরে অবশ্য পুলিশ ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে । এরপরই চালককে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশের দাবি, মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় চালক মাদকাসক্ত ৷ এর আগে, মহারাষ্ট্রের পালঘরেও এমন ঘটনা দেখা গিয়েছিল ৷ সেখানে একজন 19 বছর বয়সী এক গাড়ি চালক একজন ট্রাফিক পুলিশ কনস্টেবলকে তার বনেটে প্রায় দেড় কিলোমিটার টেনে নিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.