ETV Bharat / bharat

Omicron Terror in Darjeeling : শৈলশহরে করোনা আক্রান্ত দুই ব্রিটেন পর্যটক, উঠছে ওমিক্রন তত্ত্ব - covid news in darjeeling

পাহাড়ে করোনা আক্রান্ত ব্রিটেনের দুই পর্যটক ৷ তবে কি ওমিক্রন এবার শৈলশহরে (Omicron Terror in Darjeeling) ? জিনোম সিকোয়েন্স টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে কলকাতায় ৷

darjeeling
শৈল শহরে এবার করানোর থাবা
author img

By

Published : Jan 7, 2022, 4:13 PM IST

দার্জিলিং, 7 জানুয়ারি : বেড়াতে এসে দার্জিলিংয়ে করোনা আক্রান্ত ব্রিটেনের দুই পর্যটক ৷ এর জেরেই দার্জিলিংয়ে ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে (Omicron Terror in Darjeeling) ৷ আশঙ্কায় দিন কাটছে পর্যটন মহলের । গ্রেট ব্রিটেনের দুই ও কলকাতার এক পর্যটক-সহ মোট তিনজন করোনা আক্রান্ত হয়েছেন ।


দার্জিলিংয়ে করোনা বেশ কিছুদিন ধরেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে । ইতিমধ্যে ভিনরাজ্য ও বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । এরই মাঝে পাহাড়ে বেড়াতে যাওয়া ওই দুই বিদেশি পর্যটক ও কলকাতার এক পর্যটক করোনা আক্রান্ত হন ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার পর্যটককে সড়কপথে ফেরত পাঠানো হয়েছে । অন্যদিকে, বাকি দুই পর্যটক দার্জিলিং জেলা হাসপাতালে চিকিৎসাধীন । বৃহস্পতিবার রাতে মোট 11 জনের নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে ছ'জনের রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁদের মধ্যে তিনজন পাহাড়বাসী ও বাকি তিনজন পর্যটক ।

আরও পড়ুন : Covid Restrictions In West Bengal : রাজ্যে ফের করোনাবিধি, পর্যটন শিল্পের কোমর ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা

বিদেশি পর্যটকরা ওমিক্রনে আক্রান্ত কি না তা জানার জন্য তাঁদের আরেকটি নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরেকটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কলকাতায় পাঠানো হয়েছে (omicron news in darjeeling) । কিন্তু এসবের মাঝে পর্যটকদের আপাতত পাহাড়মুখী না হওয়ার আবেদন করেছে স্বাস্থ্য দফতর ।

এই বিষয়ে দার্জিলিং জেলা হাসপাতালের সুপার শুভাশিস চন্দ বলেন, "তিনজন পর্যটকের রিপোর্ট পজিটিভ এসেছে । তার মধ্যে একজন কলকাতা আর বাকি দু'জন ব্রিটেনের । ব্রিটেনের পর্যটকদের জেলা হাসপাতালের আইসিইউতে আলাদা করে রাখা হয়েছে । তাঁরা ওমিক্রনে আক্রান্ত কি না তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছে ।"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সদস্য সাধন রায় বলেন, "বিষয়টা কিছুটা উদ্বিগ্নের হলেও আমরা পর্যটকদের আতঙ্কিত হতে মানা করব । স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা আসুন । আমরা তাদের সবরকম সহযোগিতা করব ।"

আরও পড়ুন : Corona Infection at NBMC : উত্তরবঙ্গ মেডিক্যালে করোনায় আক্রান্ত অন্তত 25

দার্জিলিং, 7 জানুয়ারি : বেড়াতে এসে দার্জিলিংয়ে করোনা আক্রান্ত ব্রিটেনের দুই পর্যটক ৷ এর জেরেই দার্জিলিংয়ে ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে (Omicron Terror in Darjeeling) ৷ আশঙ্কায় দিন কাটছে পর্যটন মহলের । গ্রেট ব্রিটেনের দুই ও কলকাতার এক পর্যটক-সহ মোট তিনজন করোনা আক্রান্ত হয়েছেন ।


দার্জিলিংয়ে করোনা বেশ কিছুদিন ধরেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে । ইতিমধ্যে ভিনরাজ্য ও বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । এরই মাঝে পাহাড়ে বেড়াতে যাওয়া ওই দুই বিদেশি পর্যটক ও কলকাতার এক পর্যটক করোনা আক্রান্ত হন ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার পর্যটককে সড়কপথে ফেরত পাঠানো হয়েছে । অন্যদিকে, বাকি দুই পর্যটক দার্জিলিং জেলা হাসপাতালে চিকিৎসাধীন । বৃহস্পতিবার রাতে মোট 11 জনের নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে ছ'জনের রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁদের মধ্যে তিনজন পাহাড়বাসী ও বাকি তিনজন পর্যটক ।

আরও পড়ুন : Covid Restrictions In West Bengal : রাজ্যে ফের করোনাবিধি, পর্যটন শিল্পের কোমর ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা

বিদেশি পর্যটকরা ওমিক্রনে আক্রান্ত কি না তা জানার জন্য তাঁদের আরেকটি নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরেকটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কলকাতায় পাঠানো হয়েছে (omicron news in darjeeling) । কিন্তু এসবের মাঝে পর্যটকদের আপাতত পাহাড়মুখী না হওয়ার আবেদন করেছে স্বাস্থ্য দফতর ।

এই বিষয়ে দার্জিলিং জেলা হাসপাতালের সুপার শুভাশিস চন্দ বলেন, "তিনজন পর্যটকের রিপোর্ট পজিটিভ এসেছে । তার মধ্যে একজন কলকাতা আর বাকি দু'জন ব্রিটেনের । ব্রিটেনের পর্যটকদের জেলা হাসপাতালের আইসিইউতে আলাদা করে রাখা হয়েছে । তাঁরা ওমিক্রনে আক্রান্ত কি না তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছে ।"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সদস্য সাধন রায় বলেন, "বিষয়টা কিছুটা উদ্বিগ্নের হলেও আমরা পর্যটকদের আতঙ্কিত হতে মানা করব । স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা আসুন । আমরা তাদের সবরকম সহযোগিতা করব ।"

আরও পড়ুন : Corona Infection at NBMC : উত্তরবঙ্গ মেডিক্যালে করোনায় আক্রান্ত অন্তত 25

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.